ফিচার ডেস্ক
যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে এই প্রথম চালকবিহীন সেমিট্রাক চলাচল শুরু করেছে। এটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অরোরা ইনোভেশন। ডালাস থেকে হিউস্টন পর্যন্ত ৪৫ নম্বর আন্তরাজ্য সড়কে বাণিজ্যিকভাবে এই ট্রাক চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ওসা ফিশার জানান, শ্রম সংকট এবং চাহিদা মেটাতে এই প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে।
অরোরা ড্রাইভার সিস্টেমে সেন্সর, ক্যামেরা ও রাডার ব্যবহার করা হয়েছে। ট্রাকটি ৩৬০ ডিগ্রি দেখতে সক্ষম। ফিশারের মতে, যানবাহনটি চারটি ফুটবল মাঠের সমান দূরত্ব পর্যন্ত সবদিকে দেখতে পারে। ট্রাকগুলো ২৪ ঘণ্টা চলতে সক্ষম, যা পরিবহন খাতে চালক সংকটে কার্যকর সমাধান বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। টেক্সাসের গভর্নরও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
অরোরা ৩০ লাখ মাইল পথ পাড়ি দিয়েছে বলে দাবি করা হয়েছে। গত বছর ফোর্ট ওয়ার্থ থেকে এল পাসো যাওয়ার সময় একটি ট্রাকের সামান্য দুর্ঘটনা ঘটে। তবে তদন্তে অন্য গাড়ির চালকের ভুল প্রমাণিত হয়। তবে আইনজীবী অ্যামি উইদারাইট সতর্ক করে বলেন, ৮০ হাজার পাউন্ডের ট্রাকের সামান্য ভুলে প্রাণহানির ঝুঁকি বেশি। আরও প্রকাশ্যে ডেটা ও পরীক্ষার প্রয়োজন। হ্যাকিংয়ের ঝুঁকি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
ফিশার জানান, তাঁদের সিস্টেমে সরাসরি হ্যাক করে নিয়ন্ত্রণ সম্ভব নয়। কমান্ড সেন্টার থেকে শুধু পরামর্শ দেওয়া যায়। কিন্তু ট্রাক নিরাপত্তাঝুঁকি হলে তা উপেক্ষা করে।
এই বছরই এল পাসো ও ফিনিক্সে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অরোরা আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলজুড়ে পরিষেবা ছড়িয়ে দেবে। ফিশারের মতে, পরিবহনের ভবিষ্যৎই হলো এই স্বয়ংক্রিয় প্রযুক্তি।
বিশ্লেষকেরা মনে করেন, প্রযুক্তির সম্ভাবনা থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম ও স্বচ্ছতা জরুরি। চালকবিহীন ট্রাকের এই যাত্রা শিল্প খাতে কতটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, সময়ই তা বলবে।
সূত্র: সিবিএস নিউজ
যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসে এই প্রথম চালকবিহীন সেমিট্রাক চলাচল শুরু করেছে। এটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অরোরা ইনোভেশন। ডালাস থেকে হিউস্টন পর্যন্ত ৪৫ নম্বর আন্তরাজ্য সড়কে বাণিজ্যিকভাবে এই ট্রাক চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ওসা ফিশার জানান, শ্রম সংকট এবং চাহিদা মেটাতে এই প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে।
অরোরা ড্রাইভার সিস্টেমে সেন্সর, ক্যামেরা ও রাডার ব্যবহার করা হয়েছে। ট্রাকটি ৩৬০ ডিগ্রি দেখতে সক্ষম। ফিশারের মতে, যানবাহনটি চারটি ফুটবল মাঠের সমান দূরত্ব পর্যন্ত সবদিকে দেখতে পারে। ট্রাকগুলো ২৪ ঘণ্টা চলতে সক্ষম, যা পরিবহন খাতে চালক সংকটে কার্যকর সমাধান বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। টেক্সাসের গভর্নরও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
অরোরা ৩০ লাখ মাইল পথ পাড়ি দিয়েছে বলে দাবি করা হয়েছে। গত বছর ফোর্ট ওয়ার্থ থেকে এল পাসো যাওয়ার সময় একটি ট্রাকের সামান্য দুর্ঘটনা ঘটে। তবে তদন্তে অন্য গাড়ির চালকের ভুল প্রমাণিত হয়। তবে আইনজীবী অ্যামি উইদারাইট সতর্ক করে বলেন, ৮০ হাজার পাউন্ডের ট্রাকের সামান্য ভুলে প্রাণহানির ঝুঁকি বেশি। আরও প্রকাশ্যে ডেটা ও পরীক্ষার প্রয়োজন। হ্যাকিংয়ের ঝুঁকি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
ফিশার জানান, তাঁদের সিস্টেমে সরাসরি হ্যাক করে নিয়ন্ত্রণ সম্ভব নয়। কমান্ড সেন্টার থেকে শুধু পরামর্শ দেওয়া যায়। কিন্তু ট্রাক নিরাপত্তাঝুঁকি হলে তা উপেক্ষা করে।
এই বছরই এল পাসো ও ফিনিক্সে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অরোরা আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলজুড়ে পরিষেবা ছড়িয়ে দেবে। ফিশারের মতে, পরিবহনের ভবিষ্যৎই হলো এই স্বয়ংক্রিয় প্রযুক্তি।
বিশ্লেষকেরা মনে করেন, প্রযুক্তির সম্ভাবনা থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম ও স্বচ্ছতা জরুরি। চালকবিহীন ট্রাকের এই যাত্রা শিল্প খাতে কতটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, সময়ই তা বলবে।
সূত্র: সিবিএস নিউজ
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে