Ajker Patrika

চলন্ত গাড়িতে গেম খেলার ফিচার বন্ধ করছে টেসলা

প্রযুক্তি ডেস্ক
চলন্ত গাড়িতে গেম খেলার ফিচার বন্ধ করছে টেসলা

গাড়িতে প্যাসেঞ্জার প্লে ফিচারে পরিবর্তন আনতে সম্মত হয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গাড়ি চলাকালীন যাত্রীদের বিনোদনের জন্যই টাচস্ক্রিনে গেমিং ফিচার চালু করেছিল তারা। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএইচটিএসএ) এক তদন্তে ফিচারটি বিপজ্জনক বলে প্রতীয়মান হওয়ায় টেসলা সিদ্ধান্ত পরিবর্তন করলো। ফলে চলন্ত গাড়িতে আর গেম খেলা যাবে না। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ফিচার চালুর পর থেকেই ইলন মাস্কের টেসলা বেশ সমালোচিত হয়ে আসছিল। তবে এই ফিচারের সফটওয়্যার আরও উন্নত করা হচ্ছে। ফলে গাড়ি চলাকালীন ফিচার অকার্যকর থাকবে। 

বিষয়টি নিয়ে নিজে থেকেই সরাসরি এনএইচটিএসএর সঙ্গে যোগাযোগ করে বলে জানা গেছে। অবশ্য টেসলা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। 

তদন্তে এনএইচটিএসএ জানিয়েছে, চলন্ত গাড়িতে ওই ফিচার ব্যবহার করলে, তা গাড়ি চালকের মনোযোগ বিঘ্নিত করতে পারে এবং এতে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। 

এ বিষয়ে প্রথম এনএইচটিএসএর কাছে অভিযোগ করে টেসলা গাড়ির এক মালিক ভিন্স প্যাটন। টেসলার এই ফিচারকে ‘বেপরোয়া কার্যক্রম’ বলে উল্লেখ করে এনএইচটিএসএ। এরপরএ বিষয়ে তদন্ত শুরু করে সংস্থাটি। 

চলতি মাসে এক প্রতিবেদনে এনএইচটিএসএ জানিয়েছে, ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১৪২টি মৃত্যুই গাড়ি চালকদের মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত