Ajker Patrika

অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার

টি এইচ মাহির
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১২: ০৯
অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার

অসতর্কতা, অব্যবস্থাপনা, প্রতিরোধব্যবস্থা না থাকা ইত্যাদি কারণে অগ্নিকাণ্ড এখন নিয়মিত ঘটনা হয়ে গেছে। ফলে প্রাণহানিসহ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে চলেছে প্রতিনিয়ত। কিন্তু একটু সতর্ক এবং আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই দুর্যোগ প্রতিরোধ করা যায় অনেকাংশেই। এখন পুরো পৃথিবীতে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রযুক্তিগত উৎকর্ষ ঘটে গেছে। প্রযুক্তিগত এসব ব্যবস্থা সহজেই স্থাপন করা যায় বাসাবাড়ি, কলকারখানা কিংবা অফিস-আদালতে।

স্মোক ডিটেক্টর
ধোঁয়া শনাক্ত করে সতর্ক করে স্মোক ডিটেক্টর। সাধারণত ৫ থেকে ৬ ইঞ্চি ব্যাসের একটি গোলাকার যন্ত্র ব্যবহৃত হয় স্মোক ডিটেক্টর হিসেবে। অফিস কিংবা বাড়ি সব জায়গায় স্মোক ডিটেক্টর স্থাপন করা যায়। তা ছাড়া শিল্পকারখানা এলাকায় স্মোক ডিটেক্টর ফায়ার অ্যালার্মের কাজ করে। ফটোইলেকট্রিক পদ্ধতিতে আগুনের ধোঁয়া শনাক্ত করে এই যন্ত্র।

 ছবি: সংগৃহীতওয়াটার মিস্ট ফায়ার সিস্টেম
ফায়ার স্প্রিংকলার সিস্টেমের মতোই আরেকটি প্রযুক্তি ওয়াটার মিস্ট ফায়ার সিস্টেম। তবে এখানে সরাসরি পানি নয়, বাষ্প ছিটিয়ে আগুন নেভানোর কাজ করা হয়। পানির চাপ কাজে লাগিয়ে কুয়াশার মতো অবস্থা তৈরি করা হয়। এই সিস্টেমটিও স্প্রিংকলারের মতো স্থাপন করা হয় কলকারখানায়। স্প্রিংকলার থেকে এখানে পানির পরিমাণ কম লাগে।

কার্বন মনো-অক্সাইড ডিটেক্টর
আগুন ছড়ালে যে গ্যাসের উপস্থিতি বাড়ে, তা হলো কার্বন মনো-অক্সাইড। বর্ণ ও স্বাদহীন এই গ্যাস শনাক্ত করে কার্বন মনো-অক্সাইড ডিটেক্টর। স্মোক ডিটেক্টরের মতোই ছোট এই যন্ত্র সেন্সরের সহায়তায় শনাক্ত করে বিষাক্ত কার্বন মনো-অক্সাইড গ্যাস। গ্যারেজ, অফিস, কারখানায় ব্যবহার করা হয় এই প্রযুক্তি।

 ছবি: সংগৃহীতফায়ার স্প্রিংকলার সিস্টেম
এই প্রযুক্তি বাসাবাড়িতে স্থাপন করা হয়। এটি হলো স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণব্যবস্থা। এতে পানি এসে আগুন প্রশমিত করে। একটি বাল্বের মতো স্প্রিংকলার হেড স্থাপন করা হয় বাসায়। হেডটি খুলে দিলে জোরে পানি প্রবাহিত হয়। তবে এই সিস্টেম বেশ ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ বিল্ডিংয়ে থাকে না।

 ছবি: সংগৃহীতবিল্ডিং ইনফরমেশন মডেলিং
বিল্ডিং বানানোর সময় এর নকশা আর নির্মাণসংক্রান্ত সব ডেটা ঠিকমতো তদারকি করা গেলে আগুন লাগার ঝুঁকি অনেকটাই কমে যায়। কোনো স্থাপনা নির্মাণের সময় পুরো প্রকল্প পরিকল্পনার একটি ডিজিটাল সংস্করণ তৈরি করা হলো বিল্ডিং ইনফরমেশন মডেলিং (বিআইএম)। এই মডেলিং প্রক্রিয়ায় নির্মাণাধীন স্থাপনার প্রতিটি খুঁটিনাটি বিষয় বিবেচনায় রাখতে হয়। তবে এটি শুধু ভার্চুয়াল নকশায় সীমাবদ্ধ, এমনটা নয়। একটি বিআইএম নকশায় ভবনের সব অগ্নিনির্বাপণ সিস্টেমকে একত্র করা হয় এবং সব তথ্য আপডেট করা থাকে। ভবনের প্রতিটি অংশের এই মুহূর্তের ডেটা থাকার কারণে আগে থেকে জানা যায় কোন কোন অংশ অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ।

ভিডিও স্মোক ডিটেকশন
ভিডিওতে ধোঁয়া ও আগুন শনাক্ত করাই ভিআইএসডি বা ভিডিও ইমেজ স্মোক অ্যান্ড ফায়ার ডিটেকশনের কাজ। এই প্রযুক্তি ভিডিও অ্যানালিটিক সফটওয়্যার দিয়ে ধোঁয়া এবং আগুন শনাক্ত করতে পারে। বিভিন্ন শিল্প স্থাপনা, তেল-গ্যাস শোধনাগার, বিদ্যুৎকেন্দ্র ইত্যাদি স্থাপনায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে প্রসেসরটাইপ ব্যবস্থা ব্যবহার করে একটি গ্রুপে একসঙ্গে নেটওয়ার্কযুক্ত স্ট্যান্ডার্ড ডিজিটাল ভিডিও ক্যামেরা ব্যবহার করে এবং ভিডিও বিশ্লেষণাত্মক সফটওয়্যারসহ তাদের ছবিগুলো একটি কম্পিউটারে নিয়ে আসে। ক্যামেরা থেকে ডিজিটাল ছবি কম্পিউটারে এলে সেগুলো যাচাই করে দেখা হয় ছবিতে আগুনের উপস্থিতি আছে কি না। যদি কম্পিউটারে ধোঁয়া বা আগুনের ভিজ্যুয়াল সিগনেচার থাকে, তাহলে ফায়ার অ্যালার্ম সিস্টেমে অ্যালার্ম পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত