কিশোরদের জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোব্লক্স বিশ্বব্যাপী পুনরায় চালু হয়েছে। গত রোববার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত তিন দিন ধরে এই গেম বন্ধ ছিল।
রোবলক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ডেভিড বাসজুকি বলেন, `আমাদের সিস্টেমের অভ্যন্তরীণ কিছু ত্রুটির কারণেই এই বিড়ম্বনার সম্মুখীন হয়েছি। এর আগে এই প্রতিষ্ঠানে এত বড় ব্ল্যাকআউটের ঘটনা ঘটেনি। তিনি বলেন, হয়তো অনেকের ধারণা, আমাদের এই প্ল্যাটফর্মে অতিরিক্ত ট্রাফিক আসার কারণেই এমন হয়েছে। কিন্তু আসলে তা নয়। রোবলক্সের প্রসারে ডেটা সেন্টারের সার্ভারের সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা সময়মতো সার্ভারগুলোর মাঝে সমন্বয় করতে পারিনি। মূলত এ কারণেই এই ব্ল্যাকআউটের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এই ত্রুটি সারিয়ে পুনরায় সব চালু করতে যে এত সময় লাগবে, তা আমাদের ধারণার বাইরে ছিল।'
সবাই চিপটল ম্যাক্সিকান গ্রিল কোম্পানি বা চিপটলের নাম শুনেছেন নিশ্চয়ই। তারা শুধু যুক্তরাষ্ট্রই নয়, ছড়িয়ে আছে ইউরোপ জুড়েও। চিপটল বুরিটো নামের এক রেসিপির জন্য বিখ্যাত। এর আগে গুজব ছিল যে, প্রচারণা চালাতে গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স ও চিপটলের মধ্যে এক চুক্তি হয়েছিল। যার আওতায় হ্যালোউইনের সময় ১ মিলিয়ন মূল্যের বুরিটো বিনা মূল্যে রোবলক্স গেমারদের বিতরণ করা হবে। যে কারণেই গেমিং প্ল্যাটফর্মটিতে মাত্রাতিরিক্ত ট্রাফিকের চাপে তাদের সিস্টেমে ভেঙে পড়েছে। তবে ওই টুইট বার্তায় এ কথা অস্বীকার করেছে রোবলক্স।
উল্লেখ্য, রোবলক্সকে মেটাভার্সের প্রতীক হিসাবে দেখা হয়। ফেসবুক কোম্পানি মেটায় রূপান্তর হওয়ার পরই রোবলক্স এই সমস্যার সম্মুখীন হয়। রোবলক্স এমন এক প্ল্যাটফর্ম, যেখানে গেমারদের খেলার সুযোগ ছাড়াও ডেভেলপারদের রয়েছে গেম তৈরির সুযোগ। প্ল্যাটফর্মটিতে হঠাৎ এ সমস্যা দেখা দেওয়ায় হ্যালোউইনকে সামনে রেখে বিশ্বব্যাপী তরুণ গেমারদের মাঝে দেখা দিয়েছে অস্থিরতা। তা ছাড়াও বন্ধ হয়ে গেছে প্ল্যাটফর্মটিতে গেম ডেভেলপারদের আয়। গত আগস্টের হিসাব অনুযায়ী এই প্ল্যাটফর্মে দৈনিক ৪ কোটি ৩০ লাখ (৪৩ মিলিয়ন) সক্রিয় ইউজার ছিল। তবে বিভ্রাটের পর নতুন করে রোবলক্সকের যাত্রা তাদের বিনিয়োগকারীদের আস্থা কত টুক বজায় রাখতে পারবে তা ভবিষ্যৎ বলে দেবে।
কিশোরদের জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোব্লক্স বিশ্বব্যাপী পুনরায় চালু হয়েছে। গত রোববার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত তিন দিন ধরে এই গেম বন্ধ ছিল।
রোবলক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ডেভিড বাসজুকি বলেন, `আমাদের সিস্টেমের অভ্যন্তরীণ কিছু ত্রুটির কারণেই এই বিড়ম্বনার সম্মুখীন হয়েছি। এর আগে এই প্রতিষ্ঠানে এত বড় ব্ল্যাকআউটের ঘটনা ঘটেনি। তিনি বলেন, হয়তো অনেকের ধারণা, আমাদের এই প্ল্যাটফর্মে অতিরিক্ত ট্রাফিক আসার কারণেই এমন হয়েছে। কিন্তু আসলে তা নয়। রোবলক্সের প্রসারে ডেটা সেন্টারের সার্ভারের সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা সময়মতো সার্ভারগুলোর মাঝে সমন্বয় করতে পারিনি। মূলত এ কারণেই এই ব্ল্যাকআউটের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এই ত্রুটি সারিয়ে পুনরায় সব চালু করতে যে এত সময় লাগবে, তা আমাদের ধারণার বাইরে ছিল।'
সবাই চিপটল ম্যাক্সিকান গ্রিল কোম্পানি বা চিপটলের নাম শুনেছেন নিশ্চয়ই। তারা শুধু যুক্তরাষ্ট্রই নয়, ছড়িয়ে আছে ইউরোপ জুড়েও। চিপটল বুরিটো নামের এক রেসিপির জন্য বিখ্যাত। এর আগে গুজব ছিল যে, প্রচারণা চালাতে গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স ও চিপটলের মধ্যে এক চুক্তি হয়েছিল। যার আওতায় হ্যালোউইনের সময় ১ মিলিয়ন মূল্যের বুরিটো বিনা মূল্যে রোবলক্স গেমারদের বিতরণ করা হবে। যে কারণেই গেমিং প্ল্যাটফর্মটিতে মাত্রাতিরিক্ত ট্রাফিকের চাপে তাদের সিস্টেমে ভেঙে পড়েছে। তবে ওই টুইট বার্তায় এ কথা অস্বীকার করেছে রোবলক্স।
উল্লেখ্য, রোবলক্সকে মেটাভার্সের প্রতীক হিসাবে দেখা হয়। ফেসবুক কোম্পানি মেটায় রূপান্তর হওয়ার পরই রোবলক্স এই সমস্যার সম্মুখীন হয়। রোবলক্স এমন এক প্ল্যাটফর্ম, যেখানে গেমারদের খেলার সুযোগ ছাড়াও ডেভেলপারদের রয়েছে গেম তৈরির সুযোগ। প্ল্যাটফর্মটিতে হঠাৎ এ সমস্যা দেখা দেওয়ায় হ্যালোউইনকে সামনে রেখে বিশ্বব্যাপী তরুণ গেমারদের মাঝে দেখা দিয়েছে অস্থিরতা। তা ছাড়াও বন্ধ হয়ে গেছে প্ল্যাটফর্মটিতে গেম ডেভেলপারদের আয়। গত আগস্টের হিসাব অনুযায়ী এই প্ল্যাটফর্মে দৈনিক ৪ কোটি ৩০ লাখ (৪৩ মিলিয়ন) সক্রিয় ইউজার ছিল। তবে বিভ্রাটের পর নতুন করে রোবলক্সকের যাত্রা তাদের বিনিয়োগকারীদের আস্থা কত টুক বজায় রাখতে পারবে তা ভবিষ্যৎ বলে দেবে।
চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
১৬ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
১৬ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী আগস্টে তাদের পরবর্তী প্রজন্মের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি-৫ উন্মোচনের পরিকল্পনা করছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফটের প্রকৌশলীরা নতুন এই মডেলের জন্য সার্ভার প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। সে সময়ে গুঞ্জন ছিল, জিপিটি-৫ গত মে মাসের শেষ দিকে...
২০ ঘণ্টা আগে