কিশোরদের জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোব্লক্স বিশ্বব্যাপী পুনরায় চালু হয়েছে। গত রোববার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত তিন দিন ধরে এই গেম বন্ধ ছিল।
রোবলক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ডেভিড বাসজুকি বলেন, `আমাদের সিস্টেমের অভ্যন্তরীণ কিছু ত্রুটির কারণেই এই বিড়ম্বনার সম্মুখীন হয়েছি। এর আগে এই প্রতিষ্ঠানে এত বড় ব্ল্যাকআউটের ঘটনা ঘটেনি। তিনি বলেন, হয়তো অনেকের ধারণা, আমাদের এই প্ল্যাটফর্মে অতিরিক্ত ট্রাফিক আসার কারণেই এমন হয়েছে। কিন্তু আসলে তা নয়। রোবলক্সের প্রসারে ডেটা সেন্টারের সার্ভারের সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা সময়মতো সার্ভারগুলোর মাঝে সমন্বয় করতে পারিনি। মূলত এ কারণেই এই ব্ল্যাকআউটের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এই ত্রুটি সারিয়ে পুনরায় সব চালু করতে যে এত সময় লাগবে, তা আমাদের ধারণার বাইরে ছিল।'
সবাই চিপটল ম্যাক্সিকান গ্রিল কোম্পানি বা চিপটলের নাম শুনেছেন নিশ্চয়ই। তারা শুধু যুক্তরাষ্ট্রই নয়, ছড়িয়ে আছে ইউরোপ জুড়েও। চিপটল বুরিটো নামের এক রেসিপির জন্য বিখ্যাত। এর আগে গুজব ছিল যে, প্রচারণা চালাতে গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স ও চিপটলের মধ্যে এক চুক্তি হয়েছিল। যার আওতায় হ্যালোউইনের সময় ১ মিলিয়ন মূল্যের বুরিটো বিনা মূল্যে রোবলক্স গেমারদের বিতরণ করা হবে। যে কারণেই গেমিং প্ল্যাটফর্মটিতে মাত্রাতিরিক্ত ট্রাফিকের চাপে তাদের সিস্টেমে ভেঙে পড়েছে। তবে ওই টুইট বার্তায় এ কথা অস্বীকার করেছে রোবলক্স।
উল্লেখ্য, রোবলক্সকে মেটাভার্সের প্রতীক হিসাবে দেখা হয়। ফেসবুক কোম্পানি মেটায় রূপান্তর হওয়ার পরই রোবলক্স এই সমস্যার সম্মুখীন হয়। রোবলক্স এমন এক প্ল্যাটফর্ম, যেখানে গেমারদের খেলার সুযোগ ছাড়াও ডেভেলপারদের রয়েছে গেম তৈরির সুযোগ। প্ল্যাটফর্মটিতে হঠাৎ এ সমস্যা দেখা দেওয়ায় হ্যালোউইনকে সামনে রেখে বিশ্বব্যাপী তরুণ গেমারদের মাঝে দেখা দিয়েছে অস্থিরতা। তা ছাড়াও বন্ধ হয়ে গেছে প্ল্যাটফর্মটিতে গেম ডেভেলপারদের আয়। গত আগস্টের হিসাব অনুযায়ী এই প্ল্যাটফর্মে দৈনিক ৪ কোটি ৩০ লাখ (৪৩ মিলিয়ন) সক্রিয় ইউজার ছিল। তবে বিভ্রাটের পর নতুন করে রোবলক্সকের যাত্রা তাদের বিনিয়োগকারীদের আস্থা কত টুক বজায় রাখতে পারবে তা ভবিষ্যৎ বলে দেবে।
কিশোরদের জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোব্লক্স বিশ্বব্যাপী পুনরায় চালু হয়েছে। গত রোববার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত তিন দিন ধরে এই গেম বন্ধ ছিল।
রোবলক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ডেভিড বাসজুকি বলেন, `আমাদের সিস্টেমের অভ্যন্তরীণ কিছু ত্রুটির কারণেই এই বিড়ম্বনার সম্মুখীন হয়েছি। এর আগে এই প্রতিষ্ঠানে এত বড় ব্ল্যাকআউটের ঘটনা ঘটেনি। তিনি বলেন, হয়তো অনেকের ধারণা, আমাদের এই প্ল্যাটফর্মে অতিরিক্ত ট্রাফিক আসার কারণেই এমন হয়েছে। কিন্তু আসলে তা নয়। রোবলক্সের প্রসারে ডেটা সেন্টারের সার্ভারের সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা সময়মতো সার্ভারগুলোর মাঝে সমন্বয় করতে পারিনি। মূলত এ কারণেই এই ব্ল্যাকআউটের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এই ত্রুটি সারিয়ে পুনরায় সব চালু করতে যে এত সময় লাগবে, তা আমাদের ধারণার বাইরে ছিল।'
সবাই চিপটল ম্যাক্সিকান গ্রিল কোম্পানি বা চিপটলের নাম শুনেছেন নিশ্চয়ই। তারা শুধু যুক্তরাষ্ট্রই নয়, ছড়িয়ে আছে ইউরোপ জুড়েও। চিপটল বুরিটো নামের এক রেসিপির জন্য বিখ্যাত। এর আগে গুজব ছিল যে, প্রচারণা চালাতে গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স ও চিপটলের মধ্যে এক চুক্তি হয়েছিল। যার আওতায় হ্যালোউইনের সময় ১ মিলিয়ন মূল্যের বুরিটো বিনা মূল্যে রোবলক্স গেমারদের বিতরণ করা হবে। যে কারণেই গেমিং প্ল্যাটফর্মটিতে মাত্রাতিরিক্ত ট্রাফিকের চাপে তাদের সিস্টেমে ভেঙে পড়েছে। তবে ওই টুইট বার্তায় এ কথা অস্বীকার করেছে রোবলক্স।
উল্লেখ্য, রোবলক্সকে মেটাভার্সের প্রতীক হিসাবে দেখা হয়। ফেসবুক কোম্পানি মেটায় রূপান্তর হওয়ার পরই রোবলক্স এই সমস্যার সম্মুখীন হয়। রোবলক্স এমন এক প্ল্যাটফর্ম, যেখানে গেমারদের খেলার সুযোগ ছাড়াও ডেভেলপারদের রয়েছে গেম তৈরির সুযোগ। প্ল্যাটফর্মটিতে হঠাৎ এ সমস্যা দেখা দেওয়ায় হ্যালোউইনকে সামনে রেখে বিশ্বব্যাপী তরুণ গেমারদের মাঝে দেখা দিয়েছে অস্থিরতা। তা ছাড়াও বন্ধ হয়ে গেছে প্ল্যাটফর্মটিতে গেম ডেভেলপারদের আয়। গত আগস্টের হিসাব অনুযায়ী এই প্ল্যাটফর্মে দৈনিক ৪ কোটি ৩০ লাখ (৪৩ মিলিয়ন) সক্রিয় ইউজার ছিল। তবে বিভ্রাটের পর নতুন করে রোবলক্সকের যাত্রা তাদের বিনিয়োগকারীদের আস্থা কত টুক বজায় রাখতে পারবে তা ভবিষ্যৎ বলে দেবে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৫ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৫ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৮ ঘণ্টা আগে