Ajker Patrika

১১ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৮: ০৫
১১ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা মোট জনবলের ১৩ শতাংশকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। যার অর্থ হলো—প্রতিষ্ঠানটি ১১ হাজারেও বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ইতিহাসে চলতি বছরে এটি সবচেয়ে বড় কর্মী ছাঁটাইগুলোর মধ্যে অন্যতম। তবে মেটা কাদের ছাঁটাই করছে সে বিষয়ে এখনও তাঁদের মেইল দিয়ে জানানো হয়নি। তবে শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটার সাম্প্রতিক সময়ে ব্যয় বেড়ে গেলেও বিজ্ঞাপনের বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান পড়তির দিকে। ফলে প্রতিষ্ঠানটি আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতেই এই উদ্যোগ নিয়েছে বলে ধারণা বাজার বিশ্লেষকদের। 

মেটার ১৮ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় আকারে কর্মী ছাঁটাই। এর আগে, আরেক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক ছাঁটাই করেছে। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছিলেন, ‘শুধু অনলাইন বাণিজ্যই যে কেবল আগের প্রবণতায় ফিরে এসেছে তাই নয়, সামষ্টিক অর্থনৈতিক মন্দা, প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিজ্ঞাপনে আয় কমার কারণে আমাদের মোট আয় আমার প্রত্যাশার চেয়ে অনেক কম হয়েছে।’ 

এর আগে, সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রামের মাতৃপ্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশন কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। চলতি সপ্তাহের বুধবার থেকেই এই ছাঁটাই শুরু হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত