অনলাইন ডেস্ক
গুগল অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের জন্য নতুন রঙিন ইন্টারফেস বেটা পরীক্ষার জন্য উন্মুক্ত করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯ টু ৫ গুগল জানায়, নতুন ‘কিউপিআর ১ বেটা’ সংস্করণে এসেছে ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন, যা গুগল আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহেই উন্মোচন করেছিল।
এই নতুন আপডেটে পরিবর্তন এসেছে লঞ্চার, নোটিফিকেশন, লক স্ক্রিন এবং কুইক সেটিংস প্যানেলে। বিশেষভাবে কুইক সেটিংস ইন্টারফেসে অ্যাপলের ডিজাইনের প্রভাব স্পষ্ট।
প্রতিবারের মতো এবার কিউপিআর বা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজে বেশ কিছু ফিচার-ভিত্তিক পরিবর্তন দেখা যাচ্ছে, যা মাসিক সিকিউরিটি আপডেটের চেয়ে তুলনামূলক বড়।
অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ শিগগিরই উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। এর পরেই আসবে এই কিউপিআর ১ আপডেট। পিক্সেল ৬ থেকে শুরু করে নতুন পিক্সেল ৯এ পর্যন্ত যেকোনো উপযুক্ত ডিভাইসের ব্যবহারকারীরা চাইলে এখনই গুগলের বেটা প্রোগ্রামে অংশ নিয়ে এই নতুন ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এই আপডেটের আকার পিক্সেল ৯ ডিভাইসে প্রায় ৫৭৪ মেগাবাইট।
যাঁরা ইতিমধ্যে বেটা প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তারা ওটিএ আপডেটের মাধ্যমে কিউপিআর ১ বেটা ১ সংস্করণটি পেতে শুরু করেছেন।
তবে যদি আপনি অ্যান্ড্রয়েড ১৬ বেটার অংশ হয়ে থাকেন, কিন্তু নতুন এই ডিজাইন এখনই দেখতে না চান, তাহলে অ্যান্ড্রয়েড বেটা ওয়েবসাইটে গিয়ে কিউপিআর ১ থেকে অপ্ট-আউট করতে পারেন। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, এরপর যদি আপনি সিস্টেম আপডেট ইনস্টল করেন, তবে ফোনের সব তথ্য মুছে যাবে। তাই চূড়ান্ত সংস্করণের জন্য অপেক্ষা করাই ভালো।
যাঁরা এখনো বেটা প্রোগ্রামে যুক্ত হননি, কিন্তু নতুন রঙিন অ্যান্ড্রয়েড ১৬ দেখতে চান, তাঁদের জন্য গুগল রেডিটে নির্দেশনা দিয়েছে কীভাবে শুরু করতে হবে।
গুগলের ভাষ্যমতে, পিক্সেল ৬,৬ প্রো,৬ এ,৭, ৭ প্রো,৭ এ,৮, ৮ প্রো,৮ এ,৯, ৯ প্রো,৯এ এবং পিক্সেল ট্যাবলেট সিরিজের ডিভাইসগুলো বেটা প্রোগ্রামে অংশ নিতে পারবে। একবার রেজিস্ট্রেশন করলে ওটিএ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর ১ বেটা ১ ও পরবর্তী বেটা আপডেটগুলো পাওয়া যাবে।
গুগল অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের জন্য নতুন রঙিন ইন্টারফেস বেটা পরীক্ষার জন্য উন্মুক্ত করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯ টু ৫ গুগল জানায়, নতুন ‘কিউপিআর ১ বেটা’ সংস্করণে এসেছে ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন, যা গুগল আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহেই উন্মোচন করেছিল।
এই নতুন আপডেটে পরিবর্তন এসেছে লঞ্চার, নোটিফিকেশন, লক স্ক্রিন এবং কুইক সেটিংস প্যানেলে। বিশেষভাবে কুইক সেটিংস ইন্টারফেসে অ্যাপলের ডিজাইনের প্রভাব স্পষ্ট।
প্রতিবারের মতো এবার কিউপিআর বা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজে বেশ কিছু ফিচার-ভিত্তিক পরিবর্তন দেখা যাচ্ছে, যা মাসিক সিকিউরিটি আপডেটের চেয়ে তুলনামূলক বড়।
অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ শিগগিরই উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। এর পরেই আসবে এই কিউপিআর ১ আপডেট। পিক্সেল ৬ থেকে শুরু করে নতুন পিক্সেল ৯এ পর্যন্ত যেকোনো উপযুক্ত ডিভাইসের ব্যবহারকারীরা চাইলে এখনই গুগলের বেটা প্রোগ্রামে অংশ নিয়ে এই নতুন ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এই আপডেটের আকার পিক্সেল ৯ ডিভাইসে প্রায় ৫৭৪ মেগাবাইট।
যাঁরা ইতিমধ্যে বেটা প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তারা ওটিএ আপডেটের মাধ্যমে কিউপিআর ১ বেটা ১ সংস্করণটি পেতে শুরু করেছেন।
তবে যদি আপনি অ্যান্ড্রয়েড ১৬ বেটার অংশ হয়ে থাকেন, কিন্তু নতুন এই ডিজাইন এখনই দেখতে না চান, তাহলে অ্যান্ড্রয়েড বেটা ওয়েবসাইটে গিয়ে কিউপিআর ১ থেকে অপ্ট-আউট করতে পারেন। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, এরপর যদি আপনি সিস্টেম আপডেট ইনস্টল করেন, তবে ফোনের সব তথ্য মুছে যাবে। তাই চূড়ান্ত সংস্করণের জন্য অপেক্ষা করাই ভালো।
যাঁরা এখনো বেটা প্রোগ্রামে যুক্ত হননি, কিন্তু নতুন রঙিন অ্যান্ড্রয়েড ১৬ দেখতে চান, তাঁদের জন্য গুগল রেডিটে নির্দেশনা দিয়েছে কীভাবে শুরু করতে হবে।
গুগলের ভাষ্যমতে, পিক্সেল ৬,৬ প্রো,৬ এ,৭, ৭ প্রো,৭ এ,৮, ৮ প্রো,৮ এ,৯, ৯ প্রো,৯এ এবং পিক্সেল ট্যাবলেট সিরিজের ডিভাইসগুলো বেটা প্রোগ্রামে অংশ নিতে পারবে। একবার রেজিস্ট্রেশন করলে ওটিএ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর ১ বেটা ১ ও পরবর্তী বেটা আপডেটগুলো পাওয়া যাবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১৪ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে