আজকের পত্রিকা ডেস্ক
গুগল অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের জন্য নতুন রঙিন ইন্টারফেস বেটা পরীক্ষার জন্য উন্মুক্ত করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯ টু ৫ গুগল জানায়, নতুন ‘কিউপিআর ১ বেটা’ সংস্করণে এসেছে ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন, যা গুগল আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহেই উন্মোচন করেছিল।
এই নতুন আপডেটে পরিবর্তন এসেছে লঞ্চার, নোটিফিকেশন, লক স্ক্রিন এবং কুইক সেটিংস প্যানেলে। বিশেষভাবে কুইক সেটিংস ইন্টারফেসে অ্যাপলের ডিজাইনের প্রভাব স্পষ্ট।
প্রতিবারের মতো এবার কিউপিআর বা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজে বেশ কিছু ফিচার-ভিত্তিক পরিবর্তন দেখা যাচ্ছে, যা মাসিক সিকিউরিটি আপডেটের চেয়ে তুলনামূলক বড়।
অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ শিগগিরই উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। এর পরেই আসবে এই কিউপিআর ১ আপডেট। পিক্সেল ৬ থেকে শুরু করে নতুন পিক্সেল ৯এ পর্যন্ত যেকোনো উপযুক্ত ডিভাইসের ব্যবহারকারীরা চাইলে এখনই গুগলের বেটা প্রোগ্রামে অংশ নিয়ে এই নতুন ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এই আপডেটের আকার পিক্সেল ৯ ডিভাইসে প্রায় ৫৭৪ মেগাবাইট।
যাঁরা ইতিমধ্যে বেটা প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তারা ওটিএ আপডেটের মাধ্যমে কিউপিআর ১ বেটা ১ সংস্করণটি পেতে শুরু করেছেন।
তবে যদি আপনি অ্যান্ড্রয়েড ১৬ বেটার অংশ হয়ে থাকেন, কিন্তু নতুন এই ডিজাইন এখনই দেখতে না চান, তাহলে অ্যান্ড্রয়েড বেটা ওয়েবসাইটে গিয়ে কিউপিআর ১ থেকে অপ্ট-আউট করতে পারেন। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, এরপর যদি আপনি সিস্টেম আপডেট ইনস্টল করেন, তবে ফোনের সব তথ্য মুছে যাবে। তাই চূড়ান্ত সংস্করণের জন্য অপেক্ষা করাই ভালো।
যাঁরা এখনো বেটা প্রোগ্রামে যুক্ত হননি, কিন্তু নতুন রঙিন অ্যান্ড্রয়েড ১৬ দেখতে চান, তাঁদের জন্য গুগল রেডিটে নির্দেশনা দিয়েছে কীভাবে শুরু করতে হবে।
গুগলের ভাষ্যমতে, পিক্সেল ৬,৬ প্রো,৬ এ,৭, ৭ প্রো,৭ এ,৮, ৮ প্রো,৮ এ,৯, ৯ প্রো,৯এ এবং পিক্সেল ট্যাবলেট সিরিজের ডিভাইসগুলো বেটা প্রোগ্রামে অংশ নিতে পারবে। একবার রেজিস্ট্রেশন করলে ওটিএ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর ১ বেটা ১ ও পরবর্তী বেটা আপডেটগুলো পাওয়া যাবে।
গুগল অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের জন্য নতুন রঙিন ইন্টারফেস বেটা পরীক্ষার জন্য উন্মুক্ত করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯ টু ৫ গুগল জানায়, নতুন ‘কিউপিআর ১ বেটা’ সংস্করণে এসেছে ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন, যা গুগল আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহেই উন্মোচন করেছিল।
এই নতুন আপডেটে পরিবর্তন এসেছে লঞ্চার, নোটিফিকেশন, লক স্ক্রিন এবং কুইক সেটিংস প্যানেলে। বিশেষভাবে কুইক সেটিংস ইন্টারফেসে অ্যাপলের ডিজাইনের প্রভাব স্পষ্ট।
প্রতিবারের মতো এবার কিউপিআর বা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজে বেশ কিছু ফিচার-ভিত্তিক পরিবর্তন দেখা যাচ্ছে, যা মাসিক সিকিউরিটি আপডেটের চেয়ে তুলনামূলক বড়।
অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ শিগগিরই উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। এর পরেই আসবে এই কিউপিআর ১ আপডেট। পিক্সেল ৬ থেকে শুরু করে নতুন পিক্সেল ৯এ পর্যন্ত যেকোনো উপযুক্ত ডিভাইসের ব্যবহারকারীরা চাইলে এখনই গুগলের বেটা প্রোগ্রামে অংশ নিয়ে এই নতুন ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এই আপডেটের আকার পিক্সেল ৯ ডিভাইসে প্রায় ৫৭৪ মেগাবাইট।
যাঁরা ইতিমধ্যে বেটা প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তারা ওটিএ আপডেটের মাধ্যমে কিউপিআর ১ বেটা ১ সংস্করণটি পেতে শুরু করেছেন।
তবে যদি আপনি অ্যান্ড্রয়েড ১৬ বেটার অংশ হয়ে থাকেন, কিন্তু নতুন এই ডিজাইন এখনই দেখতে না চান, তাহলে অ্যান্ড্রয়েড বেটা ওয়েবসাইটে গিয়ে কিউপিআর ১ থেকে অপ্ট-আউট করতে পারেন। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, এরপর যদি আপনি সিস্টেম আপডেট ইনস্টল করেন, তবে ফোনের সব তথ্য মুছে যাবে। তাই চূড়ান্ত সংস্করণের জন্য অপেক্ষা করাই ভালো।
যাঁরা এখনো বেটা প্রোগ্রামে যুক্ত হননি, কিন্তু নতুন রঙিন অ্যান্ড্রয়েড ১৬ দেখতে চান, তাঁদের জন্য গুগল রেডিটে নির্দেশনা দিয়েছে কীভাবে শুরু করতে হবে।
গুগলের ভাষ্যমতে, পিক্সেল ৬,৬ প্রো,৬ এ,৭, ৭ প্রো,৭ এ,৮, ৮ প্রো,৮ এ,৯, ৯ প্রো,৯এ এবং পিক্সেল ট্যাবলেট সিরিজের ডিভাইসগুলো বেটা প্রোগ্রামে অংশ নিতে পারবে। একবার রেজিস্ট্রেশন করলে ওটিএ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর ১ বেটা ১ ও পরবর্তী বেটা আপডেটগুলো পাওয়া যাবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
১ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে