যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে টিকটকের সিইও শো জি চিউ-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বৈঠক। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জাতীয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করছে টিকটক। আর এই বৈঠকে টিকটকের সিইওকে আশা দিলেন ট্রাম্প।
বৈঠকের কয়েক ঘণ্টা আগে সুপ্রিম কোর্টে একটি জরুরি আবেদন দাখিল করেছে টিকটক। এর মাধ্যমে একটি ফেডারেল আইনকে ব্লক করার অনুরোধ জানিয়েছে কোম্পানিটি। আগামী ১৯ জানুয়ারির মধ্যে টিকটককে বিক্রি করতে বা নিষিদ্ধ হতে বাধ্য করবে এই আইনটি। টিকটক দাবি করছে যে, এই আইনটি ১৭০ মিলিয়ন মার্কিন ব্যবহারকারীর প্রথম সংশোধনী অধিকারকে লঙ্ঘন করছে।
একসময় টিকটক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন ট্রাম্প। তবে এবারের বৈঠকে টিকটক প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘টিকটকের প্রতি আমার হৃদয়ে একটি উষ্ণ স্থান রয়েছে। টিকটকের সমস্যাটি পর্যালোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
‘প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজরি কনট্রোলড অ্যাপ্লিকেশনস অ্যাক্ট’ নামক আইন অনুযায়ী ১৯ জানুয়ারির মধ্যে টিকটক বিক্রি করতে হবে বাইটড্যান্সকে। এই সময়সীমার মধ্যে টিকটক নিজেকে বাইটড্যান্স থেকে আলাদা না করলে একে মার্কিন অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হবে। দুটি দলের সমর্থন নিয়ে পাস হয়েছে এই আইনটি। তবে এই আইন পাশের পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ রয়েছে, যা চীনা মালিকানাধীন কোম্পানির ডেটা শেয়ারিং এবং কনটেন্ট ম্যানিপুলেশনকে কেন্দ্র করে।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সতর্ক করে টিকটক বলেছে, এটি ছোট ব্যবসা ও নির্মাতাদের জন্য ভয়াবহ আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাদের দাবি, ১৭০ মিলিয়ন মার্কিন ব্যবহারকারী এই নিষেধাজ্ঞার ফলে প্রভাবিত হতে পারেন।
ট্রাম্পের টিকটক সম্পর্ক এখন আরও জটিল হয়ে উঠেছে। তার প্রথম মেয়াদে টিকটক নিয়ে তিনি সমালোচনা করলেও, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে প্রচারণার জন্য নিজের একটি টিকটক অ্যাকাউন্ট চালু করে তিনি। এখন পর্যন্ত এই অ্যাকাউন্টের ১ কোটি ৪৭ লাখ ফলোয়ার রয়েছে। এতে তিনি নিজেকে টিকটক-বান্ধব প্রার্থী হিসেবে তুলে ধরেছেন।
তবে ট্রাম্পের বেশ কয়েকজন সম্ভাব্য মন্ত্রিসভার সদস্য, যেমন সিনেটর মার্কো রুবিও টিকটক নিষিদ্ধ করার পক্ষে জোরালো অবস্থানে রয়েছেন। এটি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ বলে মনে করছেন।
এদিকে অ্যাপল এবং গুগলকে জানানো হয়েছে যে, তারা যেন অ্যাপ স্টোর থেকে টিকটককে সরানোর জন্য প্রস্তুত থাকতে, তা না হলে তাদের বিপুল জরিমানা হতে পারে।
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে টিকটকের সিইও শো জি চিউ-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বৈঠক। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জাতীয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করছে টিকটক। আর এই বৈঠকে টিকটকের সিইওকে আশা দিলেন ট্রাম্প।
বৈঠকের কয়েক ঘণ্টা আগে সুপ্রিম কোর্টে একটি জরুরি আবেদন দাখিল করেছে টিকটক। এর মাধ্যমে একটি ফেডারেল আইনকে ব্লক করার অনুরোধ জানিয়েছে কোম্পানিটি। আগামী ১৯ জানুয়ারির মধ্যে টিকটককে বিক্রি করতে বা নিষিদ্ধ হতে বাধ্য করবে এই আইনটি। টিকটক দাবি করছে যে, এই আইনটি ১৭০ মিলিয়ন মার্কিন ব্যবহারকারীর প্রথম সংশোধনী অধিকারকে লঙ্ঘন করছে।
একসময় টিকটক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন ট্রাম্প। তবে এবারের বৈঠকে টিকটক প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘টিকটকের প্রতি আমার হৃদয়ে একটি উষ্ণ স্থান রয়েছে। টিকটকের সমস্যাটি পর্যালোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
‘প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজরি কনট্রোলড অ্যাপ্লিকেশনস অ্যাক্ট’ নামক আইন অনুযায়ী ১৯ জানুয়ারির মধ্যে টিকটক বিক্রি করতে হবে বাইটড্যান্সকে। এই সময়সীমার মধ্যে টিকটক নিজেকে বাইটড্যান্স থেকে আলাদা না করলে একে মার্কিন অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হবে। দুটি দলের সমর্থন নিয়ে পাস হয়েছে এই আইনটি। তবে এই আইন পাশের পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ রয়েছে, যা চীনা মালিকানাধীন কোম্পানির ডেটা শেয়ারিং এবং কনটেন্ট ম্যানিপুলেশনকে কেন্দ্র করে।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সতর্ক করে টিকটক বলেছে, এটি ছোট ব্যবসা ও নির্মাতাদের জন্য ভয়াবহ আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাদের দাবি, ১৭০ মিলিয়ন মার্কিন ব্যবহারকারী এই নিষেধাজ্ঞার ফলে প্রভাবিত হতে পারেন।
ট্রাম্পের টিকটক সম্পর্ক এখন আরও জটিল হয়ে উঠেছে। তার প্রথম মেয়াদে টিকটক নিয়ে তিনি সমালোচনা করলেও, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে প্রচারণার জন্য নিজের একটি টিকটক অ্যাকাউন্ট চালু করে তিনি। এখন পর্যন্ত এই অ্যাকাউন্টের ১ কোটি ৪৭ লাখ ফলোয়ার রয়েছে। এতে তিনি নিজেকে টিকটক-বান্ধব প্রার্থী হিসেবে তুলে ধরেছেন।
তবে ট্রাম্পের বেশ কয়েকজন সম্ভাব্য মন্ত্রিসভার সদস্য, যেমন সিনেটর মার্কো রুবিও টিকটক নিষিদ্ধ করার পক্ষে জোরালো অবস্থানে রয়েছেন। এটি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ বলে মনে করছেন।
এদিকে অ্যাপল এবং গুগলকে জানানো হয়েছে যে, তারা যেন অ্যাপ স্টোর থেকে টিকটককে সরানোর জন্য প্রস্তুত থাকতে, তা না হলে তাদের বিপুল জরিমানা হতে পারে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
১ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৩ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ দিন আগে