Ajker Patrika

দাবদাহে কম্পিউটার বন্ধে বাধ্য হলো গুগল-ওরাকল 

অনলাইন ডেস্ক
দাবদাহে কম্পিউটার বন্ধে বাধ্য হলো গুগল-ওরাকল 

যুক্তরাজ্যের ইতিহাসে একদিনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে চলতি দাবদাহ। গত মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় লিংকনশায়ারের কনিংসবিতে। 

বিবিসি জানায়, দেশটিতে দাবদাহের প্রভাব পড়েছে গুগল ক্লাউড ও ওরাকলের ওপরেও। সার্ভার শীতল রাখতে না পেরে কোম্পানির ডেটা সেন্টার বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠান দুটি। ডেটা সেন্টার অপ্রত্যাশিতভাবে বন্ধ হওয়ার কারণ হিসেবে বাড়তি তাপমাত্রাকেই দায়ী করছে গুগল-ওরাকল। 

সার্ভার শীতল রাখতে না পেরে কোম্পানির ডেটা সেন্টার বন্ধ করতে বাধ্য হয় গুগল ক্লাউডগুগল ক্লাউড জানিয়েছে, সার্ভার শীতল রাখতে ব্যর্থ হয়েছিল যুক্তরাজ্যে অবস্থিত কোম্পানির ডেটা সেন্টারগুলোর একটি। এতে ওই অঞ্চলে সক্ষমতা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আরও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কিছু কম্পিউটার বন্ধ করে রাখার কথা বলেছে গুগল। 

একই রকমের তথ্য দিয়েছে ওরাকলও। তীব্র দাবদাহের কারণে ডেটা সেন্টার বন্ধ রাখতে হয়েছিল বলে জানিয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। কারিগরি ক্ষয়ক্ষতি প্রতিহত করতে মঙ্গলবার নিজেদের বেশ কয়েকটি সার্ভার বন্ধ করে দিয়েছিল ওরাকল।

সার্ভার শীতল রাখতে না পেরে কোম্পানির ডেটা সেন্টার বন্ধ করতে বাধ্য হয় ওরাকলএদিকে বাড়তি তাপমাত্রার কারণে দুই প্রতিষ্ঠানের কতগুলো সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে এতে যেসব গ্রাহক নিজেদের ওয়েবসাইট হোস্ট করার জন্য গুগল ক্লাউড এবং ওরাকলের সেবার ওপর নির্ভর করেন, তাদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। যুক্তরাজ্যের গুগল এবং ওরাকলের ডেটা সেন্টারগুলো বৈরী আবহাওয়া মোকাবিলার উপযোগী করে নির্মাণ করা হয়নি বলে মনে করা হচ্ছে। 

যুক্তরাজ্যে তীব্র দাবদাহে কেবল প্রযুক্তি প্রতিষ্ঠানের ডেটা সেন্টারই ক্ষতিগ্রস্ত হয়নি, বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাফিক ব্যবস্থা ও রেল যোগাযোগ। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতিতে অনেক জায়গাতেই রেল চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। রাজধানীতে প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত