Ajker Patrika

মোবাইল ইন্টারনেটে ধীর গতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার পর থেকে মোবাইল ইন্টারনেটে ধীর গতি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। তাঁরা বলছেন, মোবাইল ইন্টারনেটে ফেসবুক ব্যবহারে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক বিপত্তির মুখে পড়ছেন তাঁরা। তবে ব্রডব্যান্ড সেবা স্বাভাবিক রয়েছে। 

রামপুরা এলাকার কাশফিয়া আলম নামের এক ব্যবহারকারী বলেন, ফেসবুক ওয়ালে রিসেন্ট কোনো পোস্ট, আপডেট আসছে না। 

ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন এলাকার সেলফোন ব্যবহারকারীরা একই ধরনের কথা জানান। 

মোবাইল ইন্টারনেটে ধীর গতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মোবাইল অপারেটর অথবা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সেলফোন ব্যবহারকারীদের শঙ্কা, কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে দেশব্যাপী ফেসবুক ডাউন করা হতে পারে। 

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) ধরে ধরে নেটওয়ার্ক ডাউন করা যেতে পারে। এ কথা কোনো অপারেটর শিকার করবে না। তবে ইন্টারনেট এখন মৌলিক অধিকারের মতো। কোনো অবস্থাতেই মোবাইল ইন্টারনেট বন্ধ বা ধীর গতির করা উচিত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত