Ajker Patrika

চিপ উৎপাদনে ২০২১ সালে বাজার দাপিয়েছে চীনের এসএমআইসি

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ২৩
চিপ উৎপাদনে ২০২১ সালে বাজার দাপিয়েছে চীনের এসএমআইসি

সাম্প্রতিককালে বৈশ্বিক সেমিকন্ডাক্টর চিপ খরা নতুন কিছু নয়। কিন্তু এর মাঝেও এই চিপ উৎপাদনে দাপিয়ে বেড়াচ্ছে চীনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি)। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর এ খাতে তাদের আয় বেড়েছে উল্লেখজনক হারে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রকাশ করা বার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এসএমআইসির বোর্ড সেক্রেটারি গুও গুয়াংলি জানিয়েছেন, ‘বৈশ্বিক চিপ ঘাটতি এবং এসএমআইসির উৎপাদনের সক্ষমতাই আমাদের এ সুযোগ এনে দিয়েছে।’

আর্থিক বিশ্লেষক সংস্থা রেফিনিটিভ ডেটা অনুসারে, যা ২০১০ সাল থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের মধ্যে সর্বোচ্চ। গত বছর প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। যা এর আগের বছরের তুলনায় চার গুন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী চাহিদার কারণে ২০২১ সালে এসএমআইসির চিপ বিক্রি বেড়েছে ৩৯ শতাংশ। যার পরিমাণ প্রায় ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের কাছাকাছি।

বিষয়:

চিপচীন
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত