ভারতের বাজারে এসেছে গুগলের নিজস্ব ফোন গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো। ফোন দুটি ভারতে বাজারে মিলবে যথাক্রমে ৫৯ হাজার ৯৯৯ রুপি এবং ৮৪ হাজার ৯৯৯ রুপিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গুগলের সর্বশেষ এই ফ্ল্যাগশিপ ফোনটিতে ব্যবহার করা হয়েছে, সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি (সিস্টেম অন আ চিপ) প্রসেসর। পিক্সেল ৭ ফোনে মূল ক্যামেরা হলো ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। পিক্সেল ৭ প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। দুটি ফোনেই সেলফি ক্যামেরায় দেওয়া হয়েছে ১০ দশমিক ৮ মেগাপিক্সেল লেন্স। ক্যামেরাকে ধুলো এবং পানি থেকে রক্ষা করতে ব্যবহার করা হয়েছে আইপি ৬৮ রেটিং।
গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো উভয় ফোনেই অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৩। পিক্সেল ৭ ফোনের ডিসপ্লের দৈর্ঘ্য ৬ দশমিক ৩২ ইঞ্চি। ফুল এইচডি (২৪০০ x ১০৮০ পিক্সেল) ওএলইডি ডিসপ্লেতে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ৮ জিবি র্যামের সঙ্গে ব্যবহার করা হয়েছে সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি। এ পিক্সেল ৭ ফোনে দেওয়া হয়েছে ২৫৬ গিগাবাইট ইনবিল্ট স্টোরেজ। ডুয়াল সিমের (ন্যানো+ই–সিম) ফোনটিতে ৫জি ইন্টারনেট সংযোগেও ব্যবহার করা যাবে।
অপরদিকে, গুগলের পিক্সেল ৭ প্রো ফোনটি পিক্সেল ৭ এর চেয়ে কিছু এগিয়ে। ফোনটিতে ৬ দশমিক ৭ ইঞ্চি কোয়াড এইচডি (৩১২০ x ১৪৪০ পিক্সেলস) এলটিপিটিও ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২গ হার্জ। ১২ জিবি র্যামের ফোনটিতে পিক্সেল ৭ ফোনের মতোই সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেওয়া হয়েছে ২৫৬ গিগাবাইটের বিশাল ইনবিল্ট স্টোরেজ।
এ ছাড়া, আরও অন্যান্য প্রয়োজনীয় সব সেবাই রয়েছে ফোনটিতে।
ভারতের বাজারে এসেছে গুগলের নিজস্ব ফোন গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো। ফোন দুটি ভারতে বাজারে মিলবে যথাক্রমে ৫৯ হাজার ৯৯৯ রুপি এবং ৮৪ হাজার ৯৯৯ রুপিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গুগলের সর্বশেষ এই ফ্ল্যাগশিপ ফোনটিতে ব্যবহার করা হয়েছে, সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি (সিস্টেম অন আ চিপ) প্রসেসর। পিক্সেল ৭ ফোনে মূল ক্যামেরা হলো ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। পিক্সেল ৭ প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। দুটি ফোনেই সেলফি ক্যামেরায় দেওয়া হয়েছে ১০ দশমিক ৮ মেগাপিক্সেল লেন্স। ক্যামেরাকে ধুলো এবং পানি থেকে রক্ষা করতে ব্যবহার করা হয়েছে আইপি ৬৮ রেটিং।
গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো উভয় ফোনেই অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৩। পিক্সেল ৭ ফোনের ডিসপ্লের দৈর্ঘ্য ৬ দশমিক ৩২ ইঞ্চি। ফুল এইচডি (২৪০০ x ১০৮০ পিক্সেল) ওএলইডি ডিসপ্লেতে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ৮ জিবি র্যামের সঙ্গে ব্যবহার করা হয়েছে সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি। এ পিক্সেল ৭ ফোনে দেওয়া হয়েছে ২৫৬ গিগাবাইট ইনবিল্ট স্টোরেজ। ডুয়াল সিমের (ন্যানো+ই–সিম) ফোনটিতে ৫জি ইন্টারনেট সংযোগেও ব্যবহার করা যাবে।
অপরদিকে, গুগলের পিক্সেল ৭ প্রো ফোনটি পিক্সেল ৭ এর চেয়ে কিছু এগিয়ে। ফোনটিতে ৬ দশমিক ৭ ইঞ্চি কোয়াড এইচডি (৩১২০ x ১৪৪০ পিক্সেলস) এলটিপিটিও ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২গ হার্জ। ১২ জিবি র্যামের ফোনটিতে পিক্সেল ৭ ফোনের মতোই সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেওয়া হয়েছে ২৫৬ গিগাবাইটের বিশাল ইনবিল্ট স্টোরেজ।
এ ছাড়া, আরও অন্যান্য প্রয়োজনীয় সব সেবাই রয়েছে ফোনটিতে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ‘ওয়ার্ল্ড মডেল’ এর নতুন সংস্করণ জিনি ৩ চালু করেছে গুগল ডিপমাইন্ড। মাত্র একটি প্রম্পটের মাধ্যমে এই মডেল বাস্তসম্মত ত্রিমাত্রিক (৩ ডি) জগত তৈরি করে, যেখানে মানুষ ও এআই একসঙ্গে চলাফেলা ও মিথস্ক্রিয়া করতে পারবে। ডিপমাইন্ড বলছে, এটি এমন এক প্রযুক্তি যা মানুষের মতো...
১ ঘণ্টা আগেব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামে নতুন তিন ফিচার আনছে ইনস্টাগ্রাম। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে নতুন কয়েকটি ফিচার যুক্ত করেছে মূল প্রতিষ্ঠান মেটা। এতে থাকছে ‘রিপোস্ট’ অপশন, লোকেশন শেয়ারের জন্য ইনস্টাগ্রাম ম্যাপ, এবং রিলসে নতুন ‘ফ্রেন্ডস’ ট্যাব।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে উৎপাদন কার্যক্রম বাড়াতে আরও ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যাপল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। এর আগে চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল অ্যাপল।
৩ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবার মেটার এলএলএএমএ ও চীনের ডিপসিকের মতো প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে—তারা দুটি ‘ওপেন ওয়েট’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল বিনামূল্যে ডাউনলোড ও কাস্টমাইজ করার জন্য উন্মুক্ত করেছে।
৪ ঘণ্টা আগে