Ajker Patrika

পরাগ আগরওয়াল ও অন্য দুই সাবেক নির্বাহী পাচ্ছেন প্রায় সাড়ে ১২ কোটি ডলার

পরাগ আগরওয়াল ও অন্য দুই সাবেক নির্বাহী পাচ্ছেন প্রায় সাড়ে ১২ কোটি ডলার

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর পরই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালসহ আরও দুই শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। বরখাস্ত হওয়া টুইটারের এই তিন শীর্ষ নির্বাহী ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছেন বলে জানিয়েছে গবেষণা সংস্থা ইকুইলার।

প্রযুক্তিভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম গেজেটস থ্রিসিক্সটি ডিগ্রি বলেছে, যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ইকুইলার স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর ইলন মাস্ক এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা নেড সেগাল এবং আইনি বিষয় ও নীতিনির্ধারণী প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেছেন।

এদিকে গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার এক মেইলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, চাকরিচ্যুতির পর পরাগ আগরওয়াল ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, নেড সেগাল ৪ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার এবং গাড্ডে ২ কোটি মার্কিন ডলার পেতে পারেন।

ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা থেকে গত বছরের নভেম্বরে প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

ইকুইলারের গবেষণা পরিচালক কোর্টনি ইউ বলেছেন, বরখাস্ত হওয়া টুইটারের নির্বাহীরা যদি প্রতিষ্ঠানটির আইন ও নীতিমালা ভঙ্গ না করে থাকেন, তাহলে তাঁরা নিয়ম অনুযায়ী এই পরিমাণ অর্থ পাবেন।

অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

পরাগ আগারওয়াল টুইটারে যোগ দেন ২০১১ সালে। এরপর ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। এর চার বছর পর ২০২১ সালে পরাগ আগারওয়াল টুইটারের প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন। ৩৮ বছর বয়সী পরাগ আগারওয়াল বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহীদের একজন ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত