জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর পরই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালসহ আরও দুই শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। বরখাস্ত হওয়া টুইটারের এই তিন শীর্ষ নির্বাহী ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছেন বলে জানিয়েছে গবেষণা সংস্থা ইকুইলার।
প্রযুক্তিভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম গেজেটস থ্রিসিক্সটি ডিগ্রি বলেছে, যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ইকুইলার স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর ইলন মাস্ক এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা নেড সেগাল এবং আইনি বিষয় ও নীতিনির্ধারণী প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেছেন।
এদিকে গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার এক মেইলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, চাকরিচ্যুতির পর পরাগ আগরওয়াল ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, নেড সেগাল ৪ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার এবং গাড্ডে ২ কোটি মার্কিন ডলার পেতে পারেন।
ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা থেকে গত বছরের নভেম্বরে প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
ইকুইলারের গবেষণা পরিচালক কোর্টনি ইউ বলেছেন, বরখাস্ত হওয়া টুইটারের নির্বাহীরা যদি প্রতিষ্ঠানটির আইন ও নীতিমালা ভঙ্গ না করে থাকেন, তাহলে তাঁরা নিয়ম অনুযায়ী এই পরিমাণ অর্থ পাবেন।
অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
পরাগ আগারওয়াল টুইটারে যোগ দেন ২০১১ সালে। এরপর ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। এর চার বছর পর ২০২১ সালে পরাগ আগারওয়াল টুইটারের প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন। ৩৮ বছর বয়সী পরাগ আগারওয়াল বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহীদের একজন ছিলেন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর পরই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালসহ আরও দুই শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। বরখাস্ত হওয়া টুইটারের এই তিন শীর্ষ নির্বাহী ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছেন বলে জানিয়েছে গবেষণা সংস্থা ইকুইলার।
প্রযুক্তিভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম গেজেটস থ্রিসিক্সটি ডিগ্রি বলেছে, যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ইকুইলার স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর ইলন মাস্ক এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা নেড সেগাল এবং আইনি বিষয় ও নীতিনির্ধারণী প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেছেন।
এদিকে গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার এক মেইলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, চাকরিচ্যুতির পর পরাগ আগরওয়াল ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, নেড সেগাল ৪ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার এবং গাড্ডে ২ কোটি মার্কিন ডলার পেতে পারেন।
ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা থেকে গত বছরের নভেম্বরে প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
ইকুইলারের গবেষণা পরিচালক কোর্টনি ইউ বলেছেন, বরখাস্ত হওয়া টুইটারের নির্বাহীরা যদি প্রতিষ্ঠানটির আইন ও নীতিমালা ভঙ্গ না করে থাকেন, তাহলে তাঁরা নিয়ম অনুযায়ী এই পরিমাণ অর্থ পাবেন।
অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
পরাগ আগারওয়াল টুইটারে যোগ দেন ২০১১ সালে। এরপর ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। এর চার বছর পর ২০২১ সালে পরাগ আগারওয়াল টুইটারের প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন। ৩৮ বছর বয়সী পরাগ আগারওয়াল বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহীদের একজন ছিলেন।
বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা
১০ ঘণ্টা আগেইন্টারনেট ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) পরিচালিত গবেষণাগারের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ৫০ শতাংশ আইপিভি ৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স) সক্ষমতা অর্জন করেছে এশিয়া। এর মধ্যে চীন ৪৫ দশমিক ২৮ শতাংশ, ভারত ৭৮ দশমিক ১৬
১০ ঘণ্টা আগেগ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
১৩ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
১৫ ঘণ্টা আগে