Ajker Patrika

হোয়াটসঅ্যাপে খোলা যাবে চ্যানেল

নাহিয়ান ইসলাম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৪: ৩৮
Thumbnail image

ইউটিউব চ্যানেল খোলার কথা হয়তো আপনি ভেবেছেন বহুবার। চেনা বন্ধুবান্ধব বা পরিচিত কোনো মানুষের ইউটিউব চ্যানেলও হয়তো নিয়মিত দেখেন। এবার নিজস্ব একটি চ্যানেল ইউটিউবে না খুললেও এখন খুলতে পারবেন আপনার মোবাইলের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে। কী, অবাক হচ্ছেন? ভাবছেন, কোথাও কিছু ভুল হচ্ছে? না, আপনি একদম ঠিক শুনেছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এটি অবশ্যই সুখবর।

টেক্সট মেসেজ তথা চ্যাটিংয়ের পাশাপাশি হোয়াটসঅ্যাপে ভয়েস, ভিডিও কল, ফাইল শেয়ারিং, অনলাইন পেমেন্ট ইত্যাদি সুবিধা পাওয়া যায়। এ ছাড়া নানা রকম আকর্ষণীয় অপশনও রয়েছে এতে। কিন্তু সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে যে এবার হোয়াটসঅ্যাপ ‘চ্যানেল’ ফিচার আনতে চলেছে, যার ফলে শুধু প্রোফাইল বা গ্রুপ কিংবা কমিউনিটি নয়, তৈরি করা যাবে নিজের চ্যানেলও। অ্যান্ড্রয়েড ২.২৩, ৮.৬ বিটা ভার্সনে উল্লিখিত চ্যানেল ফিচারটি খুঁজে পাওয়া গেছে।

অনলাইন প্ল্যাটফর্ম ওয়াবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বেটা টেস্টারদের জন্য এই ফিচার চালু করেছে। পরীক্ষা-নিরীক্ষায় সফল হলে শিগগির সবার জন্য ফিচারটি চালু করা হবে।

নতুন এই ফিচার তথ্য সম্প্রচারের কাজে লাগবে। ওয়াবেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে চ্যানেলগুলো স্ট্যাটাস ট্যাবের মধ্যে আলাদাভাবে কাজ করবে। এই বিভাগকে ‘আপডেট’ বলা হবে। ভবিষ্যতে স্ট্যাটাস ট্যাবে স্ট্যাটাস আপডেটের জন্য একটি নতুন ইন্টারফেস থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আদান-প্রদান করা মেসেজগুলো কিন্তু এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হবে না, প্রাইভেসির জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহারকারীর ফোন নম্বর এবং অন্যান্য তথ্য দেখানো হবে না।

এই ফিচার একবার চালু হলে হোয়াটসঅ্যাপ চ্যানেল হ্যান্ডেলগুলোকে সাপোর্ট করবে, ফলে এক্সটারনাল ওয়েবসাইট নেভিগেট করার প্রয়োজন হবে না। অন্যদিকে ইউজাররা হোয়াটসঅ্যাপের মধ্যে তাঁদের নাম লিখে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে পারবেন। তবে এই ফিচার একেবারে নতুন নয়, কার্যত একই রকম অপশন রয়েছে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, মিন্ট, জিয়ো টিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত