আজকের পত্রিকা ডেস্ক
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের প্রধান নির্বাহী পাভেল দুরভ ফ্রান্স সরকারের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না। ফ্রান্সের একটি আদালতের নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষণধর্মী ওয়েবসাইট পলিটিকো জানায়, ২০২৪ সালের আগস্টে ফ্রান্সে দুরভকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়—টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘটিত অর্থ পাচার ও শিশু যৌন নির্যাতনের মতো অপরাধে তিনি পরোক্ষভাবে সহায়তা করেছেন।
জানুয়ারিতে দুরভ যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর দাবি, সেখানকার বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার জন্য যাচ্ছিলেন। তবে দুরভের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুরোধটি ফ্রান্সের প্যারিস প্রসিকিউটরের দপ্তর ২০২৫ সালের ১২ মে তারিখে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে। তবে ফরাসি কর্তৃপক্ষ বলছে, সেই সফর ‘জরুরি বা যৌক্তিক নয়।’ এর আগে ২০২৫ সালের ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দুবাই ভ্রমণের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। এটি ছিল ফ্রান্স ত্যাগের একমাত্র অনুমোদিত সময়।
টেলিগ্রাম এক বিবৃতিতে জানায়, তারা ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিস আইনসহ (ডিএসএ) সব নিয়ম মেনে চলছে এবং প্ল্যাটফর্মের মডারেশন বা তদারকি ব্যবস্থা ‘শিল্প মানের’ ও ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে টেলিগ্রাম ঘোষণা দেয়, তারা নির্ধারিত আইনি অনুরোধের ভিত্তিতে ব্যবহারকারীর আইপি ঠিকানা ও ফোন নম্বর সরবরাহ করবে। এর আগে এই তথ্য গোপন রাখার নীতিতেই তারা চলছিল।
পরবর্তীতে ডিসেম্বরে তারা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ওয়াচ ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্বে যায়। সংস্থাটির সরঞ্জাম ব্যবহার করে টেলিগ্রাম তাদের প্ল্যাটফর্মে শিশু পর্নোগ্রাফি-বিষয়ক লিংক বন্ধ করার প্রক্রিয়া শুরু করে।
বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে টেলিগ্রাম কর্তৃপক্ষ হয়তো ফ্রান্সসহ ইউরোপীয় দেশের নজরদারির মুখে নিজেদের অবস্থান ব্যাখ্যা ও শিথিল করার চেষ্টা করছে।
দুরভের ফ্রান্সভিত্তিক আইনজীবীরা পলিটিকোর মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থিত তাঁর মুখপাত্রের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
রাশিয়ায় জন্মগ্রহণকারী দুরভ বর্তমানে ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশের নাগরিক।
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের প্রধান নির্বাহী পাভেল দুরভ ফ্রান্স সরকারের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না। ফ্রান্সের একটি আদালতের নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষণধর্মী ওয়েবসাইট পলিটিকো জানায়, ২০২৪ সালের আগস্টে ফ্রান্সে দুরভকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়—টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘটিত অর্থ পাচার ও শিশু যৌন নির্যাতনের মতো অপরাধে তিনি পরোক্ষভাবে সহায়তা করেছেন।
জানুয়ারিতে দুরভ যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর দাবি, সেখানকার বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার জন্য যাচ্ছিলেন। তবে দুরভের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুরোধটি ফ্রান্সের প্যারিস প্রসিকিউটরের দপ্তর ২০২৫ সালের ১২ মে তারিখে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে। তবে ফরাসি কর্তৃপক্ষ বলছে, সেই সফর ‘জরুরি বা যৌক্তিক নয়।’ এর আগে ২০২৫ সালের ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দুবাই ভ্রমণের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। এটি ছিল ফ্রান্স ত্যাগের একমাত্র অনুমোদিত সময়।
টেলিগ্রাম এক বিবৃতিতে জানায়, তারা ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিস আইনসহ (ডিএসএ) সব নিয়ম মেনে চলছে এবং প্ল্যাটফর্মের মডারেশন বা তদারকি ব্যবস্থা ‘শিল্প মানের’ ও ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে টেলিগ্রাম ঘোষণা দেয়, তারা নির্ধারিত আইনি অনুরোধের ভিত্তিতে ব্যবহারকারীর আইপি ঠিকানা ও ফোন নম্বর সরবরাহ করবে। এর আগে এই তথ্য গোপন রাখার নীতিতেই তারা চলছিল।
পরবর্তীতে ডিসেম্বরে তারা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ওয়াচ ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্বে যায়। সংস্থাটির সরঞ্জাম ব্যবহার করে টেলিগ্রাম তাদের প্ল্যাটফর্মে শিশু পর্নোগ্রাফি-বিষয়ক লিংক বন্ধ করার প্রক্রিয়া শুরু করে।
বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে টেলিগ্রাম কর্তৃপক্ষ হয়তো ফ্রান্সসহ ইউরোপীয় দেশের নজরদারির মুখে নিজেদের অবস্থান ব্যাখ্যা ও শিথিল করার চেষ্টা করছে।
দুরভের ফ্রান্সভিত্তিক আইনজীবীরা পলিটিকোর মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থিত তাঁর মুখপাত্রের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
রাশিয়ায় জন্মগ্রহণকারী দুরভ বর্তমানে ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশের নাগরিক।
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৪ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৫ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৮ ঘণ্টা আগে