প্রযুক্তি ডেস্ক
তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন ভারতের কর্ণাটকে আইফোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। মূলত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর অদূরে দেভানাহাল্লি এলাকায় কারখানাটি স্থাপন করছে ফক্সকন। এরই মধ্যে রাজ্য সরকার ফক্সকনকে জমি বুঝিয়ে দিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে কারখানাটিতে আইফোন উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্ণাটকের রাজ্য সরকার। কারখানাটিতে বছরে দুই কোটি আইফোন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফক্সকন। কারখানাটিতে ৫০ হাজার লোকের জন্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ভারতে স্থানীয়ভাবে অ্যাপল আইফোন উৎপাদনে আরেক ধাপ এগিয়ে গেছে টাটা গ্রুপ। আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।
কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।
তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন ভারতের কর্ণাটকে আইফোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। মূলত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর অদূরে দেভানাহাল্লি এলাকায় কারখানাটি স্থাপন করছে ফক্সকন। এরই মধ্যে রাজ্য সরকার ফক্সকনকে জমি বুঝিয়ে দিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে কারখানাটিতে আইফোন উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্ণাটকের রাজ্য সরকার। কারখানাটিতে বছরে দুই কোটি আইফোন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফক্সকন। কারখানাটিতে ৫০ হাজার লোকের জন্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ভারতে স্থানীয়ভাবে অ্যাপল আইফোন উৎপাদনে আরেক ধাপ এগিয়ে গেছে টাটা গ্রুপ। আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।
কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।
বিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
১৫ ঘণ্টা আগেমানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভাষার ধাঁচ রপ্ত করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই বড় ভাষা মডেল (এলএলএম)-এর মতো কথা বলছে বলে দাবি করেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। গত সোমবার এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই কথা বলেন।
১৬ ঘণ্টা আগেনতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল ৮টি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধের করবে। প্রতি বছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।
১৭ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা সম্প্রতি একটি বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকেই জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ ওয়েবের চ্যাট ঠিকমতো স্ক্রল করা যাচ্ছে না। ফলে চ্যাটের কথোপকথন খুঁজে পাওয়া বা পুরোনো মেসেজে দেখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আজ সকাল থেকেই এই সমস্যা দেখা গিয়েছে।
১৮ ঘণ্টা আগে