Ajker Patrika

ইনস্টাগ্রামে মুছে ফেলা ছবি ও ভিডিও ফিরিয়ে আনবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতিদিন কোটি কোটি মানুষ ছবি ও ভিডিওর মাধ্যমে নিজেদের জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে। তবে কখনো ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে ইনস্টাগ্রামে পোস্ট করা কোনো ছবি বা ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। তবে স্মৃতি সংরক্ষণের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনে পোস্টটি আবার ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে।

এসব কারণে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য একটি সহজ পদ্ধতি রেখেছে, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে মধ্যে ছবি ও ভিডিও ফেরত আনা সম্ভব। ডিলিট করা বা মুছে ফেলা ছবি, ভিডিও বা রিল সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয় না। বরং এটি প্রোফাইল থেকে সরিয়ে ‘রিসেন্টলি ডিলিটেড’ নামে এক ফোল্ডারে রাখে। এই ফোল্ডার থেকে সহজেই ডিলিট করা ইনস্টাগ্রাম পোস্ট ফিরিয়ে আনা যায়।

তবে রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে পোস্টগুলো ডিলিট করার পর ৩০ দিন পর্যন্ত থাকে। এরপর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে একেবারে ইনস্টাগ্রাম থেকে মুছে যায়।

রিসেন্টলি ডিলিটেড ফোল্ডার খুঁজে পাবেন যেভাবে

১. প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করুন।

২. এরপর নিচের ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. এবার ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক লাইন’-এ ট্যাপ করুন।

৪. পরের পেজে ‘ইউওর অ্যাকটিভিটি’ বাটনে ট্যাপ করুন।

৫. নিচের দিকে স্ক্রল করলেই ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডার খুঁজে পাবেন।

এই ফোল্ডারে ডিলিট করা ছবি, ভিডিও ও রিলগুলো খুঁজে পাবেন।

মুছে ফেলা ছবি ও ভিডিও ফিরিয়ে আনবেন যেভাবে

১. ওপরের পদ্ধতি অনুসরণ করে ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডার খুঁজে বের করুন।

২. এখন যে ছবি, ভিডিও বা রিল ফিরে পেতে চান, তার ওপর ট্যাপ করুন।

৩. এরপর ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন।

৪. এর ফলে ‘সেভ’, ‘ডিলিট’ ও ‘রিস্টোর’ অপশন দেখা যাবে।

পোস্টটি ফিরে পেতে ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়

হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে আমরাই করব সহিংসভাবে: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত