কুহেলী রহমান
ফিল্ম কিনে ছবি তোলার দিনগুলোয় ফুজি ফিল্ম ছিল বেশ জনপ্রিয় নাম। ডিজিটাল যুগে ছবি তোলা যেমন বদলেছে, তেমনি বদলে গেছে ক্যামেরা। এই বিবর্তনের ধারায় হারিয়ে যেতে বসেছিল ফুজি ফিল্ম। সম্প্রতি নতুন একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
ইনসটেকস সিরিজের নতুন সংস্করণ এ ক্যামেরার নাম ফুজি ফিল্ম ইনসটেকস পল। ফুজির এই ডিজিটাল ক্যামেরা অনেকটাই ছোট এবং দেখতে খেলনা ক্যামেরার মতো। এটি এতটাই ছোট যে হাতের তালুতে সহজে এঁটে যাবে। পাঁচটি রঙে বাজারে পাওয়া যাবে এ ক্যামেরা। এ ক্যামেরায় একাধিক বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে। ইনসটেকস পল ক্যামেরায় একটি রিমোট মুড দেওয়া হয়েছে, যা ব্লুটুথের মাধ্যমে ইনসটেকস পল অ্যাপের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিমোট শুটিং, সেলফি ক্যাপচার এবং ইমোজি, স্টিকার বা টেক্সট দিয়ে ছবি কাস্টমাইজ করতে পারবেন।
এই ক্যামেরায় ইন্টারভ্যাল মুড নামের একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তিন সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে একাধিক ছবি ক্লিক করতে পারবেন। পকেট আকারের এই ক্যামেরায় রয়েছে দেড় ইঞ্চির সিএমওএস সেন্সরসহ একটি প্রাইমারি কালার ফিল্টার, একটি ফ্ল্যাশ শাটার, শব্দের জন্য আছে ছোট্ট একটি স্পিকার, একটি মাইক্রো এডি কার্ড স্লট, পাওয়ার বাটন, ফটো মুড বাটন আর ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট।
এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আইএসও ১০০ থেকে ১৬০০, অ্যাপারচার এফ/ ২.২, শাটার স্পিড ১ / ৪ সেকেন্ড থেকে ১ / ৮০০০ সেকেন্ড এবং স্বয়ংক্রিয় সুইচ। ক্যামেরাটিতে থাকছে স্ট্যান্ডার্ড মুড ও রিমোট মুড। দুই থেকে তিন ঘণ্টায় ক্যামেরাটি ফুল চার্জ হয়ে যায়।
এই ক্যামেরা ইনসটেকস লিংক প্রিন্টার সিরিজ ও ইনসটেকসের অন্যান্য ক্যামেরার সঙ্গে ভালো কাজ করতে পারে। ব্যবহারকারীরা এই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে প্রিন্ট করতে পারবেন। এর দাম প্রায় ১৩ হাজার টাকা। ব্যবহারকারীরা এটি ফুজি ফিল্ম ইন্ডিয়ার অনলাইন বা অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন।
সূত্র: গ্যাজেট ৩৬০
ফিল্ম কিনে ছবি তোলার দিনগুলোয় ফুজি ফিল্ম ছিল বেশ জনপ্রিয় নাম। ডিজিটাল যুগে ছবি তোলা যেমন বদলেছে, তেমনি বদলে গেছে ক্যামেরা। এই বিবর্তনের ধারায় হারিয়ে যেতে বসেছিল ফুজি ফিল্ম। সম্প্রতি নতুন একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
ইনসটেকস সিরিজের নতুন সংস্করণ এ ক্যামেরার নাম ফুজি ফিল্ম ইনসটেকস পল। ফুজির এই ডিজিটাল ক্যামেরা অনেকটাই ছোট এবং দেখতে খেলনা ক্যামেরার মতো। এটি এতটাই ছোট যে হাতের তালুতে সহজে এঁটে যাবে। পাঁচটি রঙে বাজারে পাওয়া যাবে এ ক্যামেরা। এ ক্যামেরায় একাধিক বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে। ইনসটেকস পল ক্যামেরায় একটি রিমোট মুড দেওয়া হয়েছে, যা ব্লুটুথের মাধ্যমে ইনসটেকস পল অ্যাপের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিমোট শুটিং, সেলফি ক্যাপচার এবং ইমোজি, স্টিকার বা টেক্সট দিয়ে ছবি কাস্টমাইজ করতে পারবেন।
এই ক্যামেরায় ইন্টারভ্যাল মুড নামের একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তিন সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে একাধিক ছবি ক্লিক করতে পারবেন। পকেট আকারের এই ক্যামেরায় রয়েছে দেড় ইঞ্চির সিএমওএস সেন্সরসহ একটি প্রাইমারি কালার ফিল্টার, একটি ফ্ল্যাশ শাটার, শব্দের জন্য আছে ছোট্ট একটি স্পিকার, একটি মাইক্রো এডি কার্ড স্লট, পাওয়ার বাটন, ফটো মুড বাটন আর ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট।
এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আইএসও ১০০ থেকে ১৬০০, অ্যাপারচার এফ/ ২.২, শাটার স্পিড ১ / ৪ সেকেন্ড থেকে ১ / ৮০০০ সেকেন্ড এবং স্বয়ংক্রিয় সুইচ। ক্যামেরাটিতে থাকছে স্ট্যান্ডার্ড মুড ও রিমোট মুড। দুই থেকে তিন ঘণ্টায় ক্যামেরাটি ফুল চার্জ হয়ে যায়।
এই ক্যামেরা ইনসটেকস লিংক প্রিন্টার সিরিজ ও ইনসটেকসের অন্যান্য ক্যামেরার সঙ্গে ভালো কাজ করতে পারে। ব্যবহারকারীরা এই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে প্রিন্ট করতে পারবেন। এর দাম প্রায় ১৩ হাজার টাকা। ব্যবহারকারীরা এটি ফুজি ফিল্ম ইন্ডিয়ার অনলাইন বা অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন।
সূত্র: গ্যাজেট ৩৬০
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৫ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে