গন্তব্য পৌঁছাবার জন্য উবার অ্যাপের মাধ্যমে গাড়ি বা বাইক ডাকা হয়। তবে দীর্ঘ ভ্রমণের সময় বা যানজটের কারণে অনেকেই গাড়িতে বসে থেকে বিরক্ত হয়ে যান। এই বিরক্তি দূর করার জন্য আইফোনের অ্যাপে ছোট ছোট গেম যুক্ত করতে পারে রাইড শেয়ারিং কোম্পানিটি।
উবার অ্যাপে মিনি গেমগুলোর সঙ্গে সম্পর্কিত লুকানো কোড খুঁজে পেয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদক অ্যারন পেরিস। উবারের সর্বশেষ সংস্করণে এসব কোড দেখা গেছে। এই কোডের মধ্যে লেখা রয়েছে, গেমগুলো খেলতে ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হবে। এর ফলে উবার অ্যাপ থেকেই গেম খেলতে পারবেন আইফোনের ব্যবহারকারীরা।
এসব গেমের মধ্যে পাজল গেম, গাড়ি রেসিং গেম ও বিভিন্ন কুইজও থাকতে পারে। ফলে সময় খুব দ্রুত কেটে যাবে।
তবে ফিচারটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উবার। এ ছাড়া গেমগুলো বিনামূল্যে খেলা যাবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। আর ফিচারটি শুধু আইফোনেই সীমাবদ্ধ থাকবে নাকি তাও নিশ্চিত নয়।
গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেএবলস’প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। তবে কিছুদিন আগে সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। নতুনভাবে এই ফিচারের আওতায় ৭৫টি ফিচার যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেম গুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টু ডে
গন্তব্য পৌঁছাবার জন্য উবার অ্যাপের মাধ্যমে গাড়ি বা বাইক ডাকা হয়। তবে দীর্ঘ ভ্রমণের সময় বা যানজটের কারণে অনেকেই গাড়িতে বসে থেকে বিরক্ত হয়ে যান। এই বিরক্তি দূর করার জন্য আইফোনের অ্যাপে ছোট ছোট গেম যুক্ত করতে পারে রাইড শেয়ারিং কোম্পানিটি।
উবার অ্যাপে মিনি গেমগুলোর সঙ্গে সম্পর্কিত লুকানো কোড খুঁজে পেয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদক অ্যারন পেরিস। উবারের সর্বশেষ সংস্করণে এসব কোড দেখা গেছে। এই কোডের মধ্যে লেখা রয়েছে, গেমগুলো খেলতে ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হবে। এর ফলে উবার অ্যাপ থেকেই গেম খেলতে পারবেন আইফোনের ব্যবহারকারীরা।
এসব গেমের মধ্যে পাজল গেম, গাড়ি রেসিং গেম ও বিভিন্ন কুইজও থাকতে পারে। ফলে সময় খুব দ্রুত কেটে যাবে।
তবে ফিচারটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উবার। এ ছাড়া গেমগুলো বিনামূল্যে খেলা যাবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। আর ফিচারটি শুধু আইফোনেই সীমাবদ্ধ থাকবে নাকি তাও নিশ্চিত নয়।
গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেএবলস’প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। তবে কিছুদিন আগে সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। নতুনভাবে এই ফিচারের আওতায় ৭৫টি ফিচার যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেম গুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টু ডে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
৬ মিনিট আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৫ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৬ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৭ ঘণ্টা আগে