Ajker Patrika

আইপ্যাড থেকে হেডফোন জ্যাক সরিয়ে ফেলছে অ্যাপল

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৮: ২৮
আইপ্যাড থেকে হেডফোন জ্যাক সরিয়ে ফেলছে অ্যাপল

আইফোন লাইনআপ এবং আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি’র মতো বেশ কয়েকটি ডিভাইস থেকে ধারাবাহিকভাবে হেডফোন জ্যাক সরিয়ে ফেলেছে অ্যাপল। আর এখন আইপ্যাডের সব ধরনের মডেল থেকেই জ্যাক সরিয়ে নিতে পারে বলে ইঙ্গিত মিলছে। 

প্রযুক্তিবিষয়ক সাইট মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদনে জানা যায়, ডিভাইসের এন্ট্রি-লেভেল মডেলে নতুন ডিজাইনের রেন্ডার অনুসারে এতে আর ৩ দশমিক ৫ মিলিমিটার আকারের কানেক্টর থাকবে না। ডিভাইসের ওপরে বা নিচে কোথাও এই কানেক্টর খুঁজে পাওয়া যায়নি। 

দশম প্রজন্মের আইপ্যাড নিয়ে কাজ করা কেসিং নির্মাতার কাছ থেকে পাওয়া গেছে এসব সিএড বা কম্পিউটার এইডেড ডিজাইন রেন্ডার। বেশ কয়েক বছর ধরে অপরিবর্তিত ‘ক্লাসিক আইপ্যাডের’ নকশায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে এটি। 

ডিভাইসটির বর্তমান মডেলের চেয়ে সম্ভবত আকারে বড় হবে নতুন ডিভাইসের স্ক্রিন। এ ছাড়া নতুন আইপ্যাডে আছে একটি ইউএসবি-সি পোর্ট। এসব রেন্ডারে আরও থাকতে পারে কোয়াড স্পিকার। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে কেব্‌ল আইপ্যাড প্রো’তেই আছে চারটি স্পিকার। এই পরিকল্পনা এগোলে আইপ্যাড এয়ার ও মিনি উভয়ই অডিও খাতে অনেক দূর এগিয়ে যাবে ‘এন্ট্রি লেভেল’ আইপ্যাড হিসেবে। 

দশম প্রজন্মের আইপ্যাডের ঘোষণা আসতে পারে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। তবে নতুন নকশার ডিভাইসের দাম এখনকার ৩২৯ ডলারের মূল্য থেকে বেশি হবে কি না, সে বিষয়টি জানা যায়নি।

প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত