অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক বছরে প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বার্ষিক রাজস্ব অর্জন করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। এটি ব্যবসায়িক খাতে জেনারেটিভ এআইয়ের ক্রমবর্ধমান চাহিদার প্রাথমিক ইঙ্গিত।
সূত্রগুলো জানায়, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত অ্যানথ্রপিকের বার্ষিক রাজস্ব ছিল প্রায় ১ বিলিয়ন ডলার। মার্চের শেষ দিকে এটি বেড়ে দাঁড়ায় ২ বিলিয়নে এবং মে মাসের শেষে গিয়ে ছুঁয়েছে ৩ বিলিয়ন ডলার।
প্রতিষ্ঠানটি মূলত অন্যান্য কোম্পানিকে এআই মডেল সরবরাহ করে থাকে ‘এআই অ্যাজ এ সার্ভিস’ ভিত্তিতে। এর একটি প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে কোড জেনারেশন বা প্রোগ্রাম লেখার স্বয়ংক্রিয় পদ্ধতি। সান ফ্রান্সিসকোভিত্তিক এই স্টার্টআপটি গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট এবং অ্যামাজনের বিনিয়োগে এগিয়ে চলেছে।
এ ধরনের প্রবৃদ্ধি অ্যানথ্রপিককে অন্যান্য সফটওয়্যার-আস-এ-সার্ভিস (এসএএএস) কোম্পানিগুলোর মধ্যে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে। ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান মেরিটেকের জেনারেল পার্টনার অ্যালেক্স ক্লেটন বলেন, ‘আমরা ২০০টির বেশি পাবলিক সফটওয়্যার কোম্পানির আইপিও বিশ্লেষণ করেছি। তবে এ রকম রাজস্ব বৃদ্ধির হার আগে কখনো দেখা যায়নি।’
তবে ক্লেটন সতর্ক করে বলেন, তুলনাটি একেবারে নির্ভুল নয়, কারণ অ্যানথ্রপিকের কিছু আয় আসে সাধারণ ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন থেকেও, যার মাধ্যমে তারা ক্লড নামের চ্যাটবট ব্যবহার করেন।
এদিকে অ্যানথ্রপিকের প্রতিদ্বন্দ্বী ওপেনএআই আশা করছে, ২০২৫ সাল শেষে তাদের মোট রাজস্ব ১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ২০২৪ সালে তাদের এই অঙ্ক ছিল ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। তবে ওপেনএআইয়ের ক্ষেত্রে এটি রাজস্ব আয়, বার্ষিক হিসাব নয়।
উল্লেখযোগ্যভাবে, অ্যানথ্রপিক এবং ওপেনএআই নিজেদের আলাদা কৌশলগত অবস্থানে স্থাপন করছে। ওপেনএআইয়ের আয়ের বড় অংশ আসে চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন থেকে, যা মূলত ভোক্তামুখী পণ্য। মে মাসে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এন্টারপ্রাইজ গ্রাহকের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে, যেখানে ফেব্রুয়ারিতে তা ছিল ২০ লাখ। গ্রাহকদের মধ্যে রয়েছে টি-মোবাইল ও মরগান স্ট্যানলির মতো প্রতিষ্ঠান।
অন্যদিকে, ভোক্তা পর্যায়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির তুলনায় অ্যানথ্রপিকের এআই চ্যাটবট ক্লড কম জনপ্রিয়। ওয়েব বিশ্লেষণ প্রতিষ্ঠান সিমিলারওয়েব অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে ক্লডের ওয়েব ট্রাফিক ছিল চ্যাটজিপিটির মাত্র ২ শতাংশ।
২০২১ সালে ওপেনএআই থেকে বেরিয়ে এসে আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে গঠিত অ্যানথ্রপিক এ বছর ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করেছে। এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৬১ দশমিক ৪ বিলিয়ন ডলার। ওপেনএআইয়ের বর্তমান বাজারমূল্য ৩০০ বিলিয়ন ডলার।
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক বছরে প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বার্ষিক রাজস্ব অর্জন করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। এটি ব্যবসায়িক খাতে জেনারেটিভ এআইয়ের ক্রমবর্ধমান চাহিদার প্রাথমিক ইঙ্গিত।
সূত্রগুলো জানায়, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত অ্যানথ্রপিকের বার্ষিক রাজস্ব ছিল প্রায় ১ বিলিয়ন ডলার। মার্চের শেষ দিকে এটি বেড়ে দাঁড়ায় ২ বিলিয়নে এবং মে মাসের শেষে গিয়ে ছুঁয়েছে ৩ বিলিয়ন ডলার।
প্রতিষ্ঠানটি মূলত অন্যান্য কোম্পানিকে এআই মডেল সরবরাহ করে থাকে ‘এআই অ্যাজ এ সার্ভিস’ ভিত্তিতে। এর একটি প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে কোড জেনারেশন বা প্রোগ্রাম লেখার স্বয়ংক্রিয় পদ্ধতি। সান ফ্রান্সিসকোভিত্তিক এই স্টার্টআপটি গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট এবং অ্যামাজনের বিনিয়োগে এগিয়ে চলেছে।
এ ধরনের প্রবৃদ্ধি অ্যানথ্রপিককে অন্যান্য সফটওয়্যার-আস-এ-সার্ভিস (এসএএএস) কোম্পানিগুলোর মধ্যে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে। ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান মেরিটেকের জেনারেল পার্টনার অ্যালেক্স ক্লেটন বলেন, ‘আমরা ২০০টির বেশি পাবলিক সফটওয়্যার কোম্পানির আইপিও বিশ্লেষণ করেছি। তবে এ রকম রাজস্ব বৃদ্ধির হার আগে কখনো দেখা যায়নি।’
তবে ক্লেটন সতর্ক করে বলেন, তুলনাটি একেবারে নির্ভুল নয়, কারণ অ্যানথ্রপিকের কিছু আয় আসে সাধারণ ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন থেকেও, যার মাধ্যমে তারা ক্লড নামের চ্যাটবট ব্যবহার করেন।
এদিকে অ্যানথ্রপিকের প্রতিদ্বন্দ্বী ওপেনএআই আশা করছে, ২০২৫ সাল শেষে তাদের মোট রাজস্ব ১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ২০২৪ সালে তাদের এই অঙ্ক ছিল ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। তবে ওপেনএআইয়ের ক্ষেত্রে এটি রাজস্ব আয়, বার্ষিক হিসাব নয়।
উল্লেখযোগ্যভাবে, অ্যানথ্রপিক এবং ওপেনএআই নিজেদের আলাদা কৌশলগত অবস্থানে স্থাপন করছে। ওপেনএআইয়ের আয়ের বড় অংশ আসে চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন থেকে, যা মূলত ভোক্তামুখী পণ্য। মে মাসে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এন্টারপ্রাইজ গ্রাহকের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে, যেখানে ফেব্রুয়ারিতে তা ছিল ২০ লাখ। গ্রাহকদের মধ্যে রয়েছে টি-মোবাইল ও মরগান স্ট্যানলির মতো প্রতিষ্ঠান।
অন্যদিকে, ভোক্তা পর্যায়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির তুলনায় অ্যানথ্রপিকের এআই চ্যাটবট ক্লড কম জনপ্রিয়। ওয়েব বিশ্লেষণ প্রতিষ্ঠান সিমিলারওয়েব অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে ক্লডের ওয়েব ট্রাফিক ছিল চ্যাটজিপিটির মাত্র ২ শতাংশ।
২০২১ সালে ওপেনএআই থেকে বেরিয়ে এসে আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে গঠিত অ্যানথ্রপিক এ বছর ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করেছে। এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৬১ দশমিক ৪ বিলিয়ন ডলার। ওপেনএআইয়ের বর্তমান বাজারমূল্য ৩০০ বিলিয়ন ডলার।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১৩ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে