কুহেলী রহমান
সবাই ভালোবাসার যোগ্য, কিন্তু সবাই ভাগ্যবান নয়। কেউ কেউ একাকিত্বের মধ্য দিয়ে সময় পার করে। এটি অনেকের জন্য জীবনের কঠিন সময়ের একটি। ভালোবাসার খোঁজে ডেটিং অ্যাপের ওপর নির্ভর করে কেউ কেউ। তাতেও অনেকে মনের মতো সঙ্গী খুঁজে পায় না। মজার ব্যাপার হলো, একাকিত্ব কাটাতে লাখ লাখ নিঃসঙ্গ যুবকের ভরসা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক কোটির বেশি মানুষ ডাউনলোড করেছে এমন সব অ্যাপ, যেগুলো নিয়ন্ত্রণ করছে এআই চ্যাটবট,যেখানে নিজের মনের কথা প্রকাশ করার সুযোগ রয়েছে। আবার মনের সেই সব কথাকে স্ত্রী, বান্ধবী, প্রেমিকার মতো আচরণ করার কমান্ডও দেওয়া যায়!
এ রকমই একটি অ্যাপের নাম রেপ্লিকা। এর ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার। এই অ্যাপের আবার একটি প্রো-ভার্সনও রয়েছে। এখানে এআই চ্যাটবটকে নিজের মনের কথা খুলে বলা যায়। নিঃসঙ্গ সময়ে করা যায় ভিডিও কিংবা ভয়েস কল। এমনকি ঘনিষ্ঠ সেলফি তুলতে চাইলে সেটাও তুলতে পারবেন ব্যবহারকারী।
বর্তমানে বহু সংস্থা (ডেটিং অ্যাপও) কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে। যত দিন যাচ্ছে, ততই মানুষের চালচলন রপ্ত করছে এই প্রযুক্তি। এই প্রক্রিয়া প্রযুক্তিগত দিক থেকে ভালো খবর হলেও সমাজে শান্তি রক্ষার ক্ষেত্রে উদ্বেগজনক হয়ে উঠতে পারে যেকোনো সময়। ২০২৩ সালের শুরুতে এ রকমই একটি চ্যাটবট বেলজিয়ামের একজন ব্যক্তিকে আত্মহত্যা করতে উৎসাহিত করেছিল বলে তাঁর সাবেক স্ত্রী সংবাদমাধ্যমকে জানান। তিনি জানিয়েছিলেন, ওই চ্যাটবট তাঁর বন্ধু-পরিবার–সব হয়ে উঠেছিল। এমনকি তাঁকে ‘আমরা একসঙ্গে থাকব, স্বর্গে এক ব্যক্তি হয়ে’ এ ধরনের মেসেজ পাঠাত।
এই অ্যাপগুলোর পেছনে যেসব সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন, তাঁদের মতে, একাকিত্বের মহামারি কাটাতে কিংবা যেসব মানুষ বাস্তবে প্রিয়জন খুঁজে পাচ্ছেন না, তাঁরা এসব অ্যাপে আলাপচারিতা করতে স্বচ্ছন্দ বোধ করেন। তবে এই অ্যাপ নিয়ে যে সব নিঃসঙ্গ যুবক খুশি, তা-ও কিন্তু নয়।
একদল বিশেষজ্ঞ মনে করছেন, খুবই উদ্বেগজনক বিষয় হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের ফলে যুবকদের সামাজিকভাবে মেলামেশার চাহিদা বা দক্ষতা কমে যাচ্ছে। এটি বিশ্বজুড়ে বহু মানুষের জীবনধারায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
সূত্র: টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া
সবাই ভালোবাসার যোগ্য, কিন্তু সবাই ভাগ্যবান নয়। কেউ কেউ একাকিত্বের মধ্য দিয়ে সময় পার করে। এটি অনেকের জন্য জীবনের কঠিন সময়ের একটি। ভালোবাসার খোঁজে ডেটিং অ্যাপের ওপর নির্ভর করে কেউ কেউ। তাতেও অনেকে মনের মতো সঙ্গী খুঁজে পায় না। মজার ব্যাপার হলো, একাকিত্ব কাটাতে লাখ লাখ নিঃসঙ্গ যুবকের ভরসা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক কোটির বেশি মানুষ ডাউনলোড করেছে এমন সব অ্যাপ, যেগুলো নিয়ন্ত্রণ করছে এআই চ্যাটবট,যেখানে নিজের মনের কথা প্রকাশ করার সুযোগ রয়েছে। আবার মনের সেই সব কথাকে স্ত্রী, বান্ধবী, প্রেমিকার মতো আচরণ করার কমান্ডও দেওয়া যায়!
এ রকমই একটি অ্যাপের নাম রেপ্লিকা। এর ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার। এই অ্যাপের আবার একটি প্রো-ভার্সনও রয়েছে। এখানে এআই চ্যাটবটকে নিজের মনের কথা খুলে বলা যায়। নিঃসঙ্গ সময়ে করা যায় ভিডিও কিংবা ভয়েস কল। এমনকি ঘনিষ্ঠ সেলফি তুলতে চাইলে সেটাও তুলতে পারবেন ব্যবহারকারী।
বর্তমানে বহু সংস্থা (ডেটিং অ্যাপও) কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে। যত দিন যাচ্ছে, ততই মানুষের চালচলন রপ্ত করছে এই প্রযুক্তি। এই প্রক্রিয়া প্রযুক্তিগত দিক থেকে ভালো খবর হলেও সমাজে শান্তি রক্ষার ক্ষেত্রে উদ্বেগজনক হয়ে উঠতে পারে যেকোনো সময়। ২০২৩ সালের শুরুতে এ রকমই একটি চ্যাটবট বেলজিয়ামের একজন ব্যক্তিকে আত্মহত্যা করতে উৎসাহিত করেছিল বলে তাঁর সাবেক স্ত্রী সংবাদমাধ্যমকে জানান। তিনি জানিয়েছিলেন, ওই চ্যাটবট তাঁর বন্ধু-পরিবার–সব হয়ে উঠেছিল। এমনকি তাঁকে ‘আমরা একসঙ্গে থাকব, স্বর্গে এক ব্যক্তি হয়ে’ এ ধরনের মেসেজ পাঠাত।
এই অ্যাপগুলোর পেছনে যেসব সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন, তাঁদের মতে, একাকিত্বের মহামারি কাটাতে কিংবা যেসব মানুষ বাস্তবে প্রিয়জন খুঁজে পাচ্ছেন না, তাঁরা এসব অ্যাপে আলাপচারিতা করতে স্বচ্ছন্দ বোধ করেন। তবে এই অ্যাপ নিয়ে যে সব নিঃসঙ্গ যুবক খুশি, তা-ও কিন্তু নয়।
একদল বিশেষজ্ঞ মনে করছেন, খুবই উদ্বেগজনক বিষয় হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের ফলে যুবকদের সামাজিকভাবে মেলামেশার চাহিদা বা দক্ষতা কমে যাচ্ছে। এটি বিশ্বজুড়ে বহু মানুষের জীবনধারায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
সূত্র: টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া
আগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৪ ঘণ্টা আগেঅ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
৫ ঘণ্টা আগে