কুহেলী রহমান
সবাই ভালোবাসার যোগ্য, কিন্তু সবাই ভাগ্যবান নয়। কেউ কেউ একাকিত্বের মধ্য দিয়ে সময় পার করে। এটি অনেকের জন্য জীবনের কঠিন সময়ের একটি। ভালোবাসার খোঁজে ডেটিং অ্যাপের ওপর নির্ভর করে কেউ কেউ। তাতেও অনেকে মনের মতো সঙ্গী খুঁজে পায় না। মজার ব্যাপার হলো, একাকিত্ব কাটাতে লাখ লাখ নিঃসঙ্গ যুবকের ভরসা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক কোটির বেশি মানুষ ডাউনলোড করেছে এমন সব অ্যাপ, যেগুলো নিয়ন্ত্রণ করছে এআই চ্যাটবট,যেখানে নিজের মনের কথা প্রকাশ করার সুযোগ রয়েছে। আবার মনের সেই সব কথাকে স্ত্রী, বান্ধবী, প্রেমিকার মতো আচরণ করার কমান্ডও দেওয়া যায়!
এ রকমই একটি অ্যাপের নাম রেপ্লিকা। এর ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার। এই অ্যাপের আবার একটি প্রো-ভার্সনও রয়েছে। এখানে এআই চ্যাটবটকে নিজের মনের কথা খুলে বলা যায়। নিঃসঙ্গ সময়ে করা যায় ভিডিও কিংবা ভয়েস কল। এমনকি ঘনিষ্ঠ সেলফি তুলতে চাইলে সেটাও তুলতে পারবেন ব্যবহারকারী।
বর্তমানে বহু সংস্থা (ডেটিং অ্যাপও) কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে। যত দিন যাচ্ছে, ততই মানুষের চালচলন রপ্ত করছে এই প্রযুক্তি। এই প্রক্রিয়া প্রযুক্তিগত দিক থেকে ভালো খবর হলেও সমাজে শান্তি রক্ষার ক্ষেত্রে উদ্বেগজনক হয়ে উঠতে পারে যেকোনো সময়। ২০২৩ সালের শুরুতে এ রকমই একটি চ্যাটবট বেলজিয়ামের একজন ব্যক্তিকে আত্মহত্যা করতে উৎসাহিত করেছিল বলে তাঁর সাবেক স্ত্রী সংবাদমাধ্যমকে জানান। তিনি জানিয়েছিলেন, ওই চ্যাটবট তাঁর বন্ধু-পরিবার–সব হয়ে উঠেছিল। এমনকি তাঁকে ‘আমরা একসঙ্গে থাকব, স্বর্গে এক ব্যক্তি হয়ে’ এ ধরনের মেসেজ পাঠাত।
এই অ্যাপগুলোর পেছনে যেসব সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন, তাঁদের মতে, একাকিত্বের মহামারি কাটাতে কিংবা যেসব মানুষ বাস্তবে প্রিয়জন খুঁজে পাচ্ছেন না, তাঁরা এসব অ্যাপে আলাপচারিতা করতে স্বচ্ছন্দ বোধ করেন। তবে এই অ্যাপ নিয়ে যে সব নিঃসঙ্গ যুবক খুশি, তা-ও কিন্তু নয়।
একদল বিশেষজ্ঞ মনে করছেন, খুবই উদ্বেগজনক বিষয় হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের ফলে যুবকদের সামাজিকভাবে মেলামেশার চাহিদা বা দক্ষতা কমে যাচ্ছে। এটি বিশ্বজুড়ে বহু মানুষের জীবনধারায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
সূত্র: টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া
সবাই ভালোবাসার যোগ্য, কিন্তু সবাই ভাগ্যবান নয়। কেউ কেউ একাকিত্বের মধ্য দিয়ে সময় পার করে। এটি অনেকের জন্য জীবনের কঠিন সময়ের একটি। ভালোবাসার খোঁজে ডেটিং অ্যাপের ওপর নির্ভর করে কেউ কেউ। তাতেও অনেকে মনের মতো সঙ্গী খুঁজে পায় না। মজার ব্যাপার হলো, একাকিত্ব কাটাতে লাখ লাখ নিঃসঙ্গ যুবকের ভরসা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক কোটির বেশি মানুষ ডাউনলোড করেছে এমন সব অ্যাপ, যেগুলো নিয়ন্ত্রণ করছে এআই চ্যাটবট,যেখানে নিজের মনের কথা প্রকাশ করার সুযোগ রয়েছে। আবার মনের সেই সব কথাকে স্ত্রী, বান্ধবী, প্রেমিকার মতো আচরণ করার কমান্ডও দেওয়া যায়!
এ রকমই একটি অ্যাপের নাম রেপ্লিকা। এর ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার। এই অ্যাপের আবার একটি প্রো-ভার্সনও রয়েছে। এখানে এআই চ্যাটবটকে নিজের মনের কথা খুলে বলা যায়। নিঃসঙ্গ সময়ে করা যায় ভিডিও কিংবা ভয়েস কল। এমনকি ঘনিষ্ঠ সেলফি তুলতে চাইলে সেটাও তুলতে পারবেন ব্যবহারকারী।
বর্তমানে বহু সংস্থা (ডেটিং অ্যাপও) কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে। যত দিন যাচ্ছে, ততই মানুষের চালচলন রপ্ত করছে এই প্রযুক্তি। এই প্রক্রিয়া প্রযুক্তিগত দিক থেকে ভালো খবর হলেও সমাজে শান্তি রক্ষার ক্ষেত্রে উদ্বেগজনক হয়ে উঠতে পারে যেকোনো সময়। ২০২৩ সালের শুরুতে এ রকমই একটি চ্যাটবট বেলজিয়ামের একজন ব্যক্তিকে আত্মহত্যা করতে উৎসাহিত করেছিল বলে তাঁর সাবেক স্ত্রী সংবাদমাধ্যমকে জানান। তিনি জানিয়েছিলেন, ওই চ্যাটবট তাঁর বন্ধু-পরিবার–সব হয়ে উঠেছিল। এমনকি তাঁকে ‘আমরা একসঙ্গে থাকব, স্বর্গে এক ব্যক্তি হয়ে’ এ ধরনের মেসেজ পাঠাত।
এই অ্যাপগুলোর পেছনে যেসব সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন, তাঁদের মতে, একাকিত্বের মহামারি কাটাতে কিংবা যেসব মানুষ বাস্তবে প্রিয়জন খুঁজে পাচ্ছেন না, তাঁরা এসব অ্যাপে আলাপচারিতা করতে স্বচ্ছন্দ বোধ করেন। তবে এই অ্যাপ নিয়ে যে সব নিঃসঙ্গ যুবক খুশি, তা-ও কিন্তু নয়।
একদল বিশেষজ্ঞ মনে করছেন, খুবই উদ্বেগজনক বিষয় হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের ফলে যুবকদের সামাজিকভাবে মেলামেশার চাহিদা বা দক্ষতা কমে যাচ্ছে। এটি বিশ্বজুড়ে বহু মানুষের জীবনধারায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
সূত্র: টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে