অ্যাকাউন্টের ফাইল, মেইল, ডেটা ও ছবি ডাউনলোডের কার্যকারী টুল গুগল টেকআউট। এর মাধ্যমে একইসঙ্গে সব ফাইল ডাউনলোড করা যায়। এতে সময়ের অপচয় কমবে। টুলটি ব্যবহার করা খুবই সহজ।
টেকআউট দিয়ে ডেটা ডাউনলোড করা যাবে
টেকআউটের মাধ্যমে ফটোজ, ইমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার, কনট্যাক্টস, প্লে গেমস, কিপ, ম্যাপসসহ ৫১ ধরনের গুগলের সার্ভিসের ডেটা ডাউনলোড করা যাবে। বাকি ডেটার টাইপ দেখতে গুগল ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
টেকআউট থেকে ফাইল ডাউনলোড করবেন যেভাবে
উদাহরণ হিসেবে গুগলের টেকআউট ব্যবহার করে একটি ছবির অ্যালবাম ডাউনলোড করার ধাপগুলো তুলে ধরা হল–
১. ব্রাউজার থেকে গুগল টেকআউট ওয়েবসাইটে (takeout. google. com ) যান। নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটটি প্রবেশ করতে হবে। এইখানে সব ধরনের ডেটা ও ফাইল ডাউনলোডের জন্য স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এজন্য ‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এর ফলে সব কনটেন্টের পাশের বক্স থেকে টিক চিহ্ন সরে যাবে।
২. নিচের দিকে স্ক্রল করে গুগল ফটোজ খুঁজে বের করুন ও এর পাশের বক্স ক্লিক করে একটি টিক চিহ্ন দিন।
৩. ‘অল ফটোজ অ্যালবাম’ অপশনটিতে ক্লিক করুন। এখানে গুগল ফটোজে রাখা সব অ্যালবাম স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এখন আপনি যদি শুধু একটি অ্যালবাম ডাউনলোড করতে চান তাহলে ‘‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এরপর নিজের পছন্দের অ্যালবামের পাশে টিক চিহ্ন দিন। এরপর ওকে বাটন সিলেক্ট করুন।
৪. স্ক্রল করে স্ক্রিনের একদমে শেষের দিকে যান ও ‘নেক্সট স্টেপ’ সিলেক্ট করুন।
৫. ফাইল টাইপ ও ডেটা কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করতে হবে। আর্কাইভ ফাইলগুলো সর্বোচ্চ সাইজ কত হবে তা বাছাই করে দিতে হবে। ডেলিভারি মেথডের মধ্যে ফাইলটি কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করা যাবে।
তবে, ক্লাউডে ডেটা স্থানান্তর করলে তা স্টোরেজ কোটার সঙ্গে যুক্ত হবে।
৬. কতদিন পরপর স্বয়ংক্রিয়ভাবে এসব ফাইল ডাউনলোড হবে তা ফ্রিকোয়েন্সি অপশন থেকে নির্বাচন করা যাবে। যেমন: প্রতি দুই মাস বা এক বছর অন্তর ফাইল ডাউনলোডের অপশন নির্বাচন করা যাবে।
৭. ‘ফাইল টাইপ অ্যান্ড সাইজ’ অপশন থেকে ফাইলের টাইপ ও সর্বোচ্চ সাইজ নির্বাচন করুন।
সর্বোচ্চ ২ জিবি সাইজের ফাইল ডাউনলোড করা যাবে। তবে আলাদা আলাদা করে ৫০ জিবি পর্যন্ত ফাইলগুলো নির্বাচন করা যাবে।
৮. ‘ক্রিয়েট এক্সপোর্ট’ নির্বাচন করুন। এরপর গুগলকে ফাইলগুলো সংগ্রহ করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। আর্কাইভগুলো তৈরি করার সময় নির্ভর করবে ফাইলের সাইজের উপর। এজন্য কয়েক মিনিট বা কয়েক দিনও লাগতে পারে। ১৭৫ এমবি আর্কাইভ ফাইল তৈরি করতে গুগলে প্রায় তিন মিনিট সময় লেগেছে।
৯. ফাইলগুলোর আর্কাইভ বানানো শেষ হলে টেকআউট একটি লিংক আপনার ইমেইলে পাঠাবে। সেই লিংকে ক্লিক করলে ফাইলগুলোর আর্কাইভ ডাউনলোড শুরু হবে। গুগল সার্ভার থেকে ডাউনলোড ফোল্ডারে ফাইলগুলো ডাউনলোড হবে।
গুগল এই লিংকটি ৭ দিন পর্যন্ত রাখবে। সাত দিন পরে এই লিংক থেকে আর ডাউনলোড করা যাবে না।
এই পদ্ধতি ব্যবহার করে গুগলের অন্যান্য ফাইলও ডাউনলোড করতে পারবেন।
গত ৩০ দিনে কটি আর্কাইভ তৈরি করেছেন তার তালিকা দেখতে ভিউ হিস্ট্রি অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফওয়্যার
অ্যাকাউন্টের ফাইল, মেইল, ডেটা ও ছবি ডাউনলোডের কার্যকারী টুল গুগল টেকআউট। এর মাধ্যমে একইসঙ্গে সব ফাইল ডাউনলোড করা যায়। এতে সময়ের অপচয় কমবে। টুলটি ব্যবহার করা খুবই সহজ।
টেকআউট দিয়ে ডেটা ডাউনলোড করা যাবে
টেকআউটের মাধ্যমে ফটোজ, ইমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার, কনট্যাক্টস, প্লে গেমস, কিপ, ম্যাপসসহ ৫১ ধরনের গুগলের সার্ভিসের ডেটা ডাউনলোড করা যাবে। বাকি ডেটার টাইপ দেখতে গুগল ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
টেকআউট থেকে ফাইল ডাউনলোড করবেন যেভাবে
উদাহরণ হিসেবে গুগলের টেকআউট ব্যবহার করে একটি ছবির অ্যালবাম ডাউনলোড করার ধাপগুলো তুলে ধরা হল–
১. ব্রাউজার থেকে গুগল টেকআউট ওয়েবসাইটে (takeout. google. com ) যান। নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটটি প্রবেশ করতে হবে। এইখানে সব ধরনের ডেটা ও ফাইল ডাউনলোডের জন্য স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এজন্য ‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এর ফলে সব কনটেন্টের পাশের বক্স থেকে টিক চিহ্ন সরে যাবে।
২. নিচের দিকে স্ক্রল করে গুগল ফটোজ খুঁজে বের করুন ও এর পাশের বক্স ক্লিক করে একটি টিক চিহ্ন দিন।
৩. ‘অল ফটোজ অ্যালবাম’ অপশনটিতে ক্লিক করুন। এখানে গুগল ফটোজে রাখা সব অ্যালবাম স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এখন আপনি যদি শুধু একটি অ্যালবাম ডাউনলোড করতে চান তাহলে ‘‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এরপর নিজের পছন্দের অ্যালবামের পাশে টিক চিহ্ন দিন। এরপর ওকে বাটন সিলেক্ট করুন।
৪. স্ক্রল করে স্ক্রিনের একদমে শেষের দিকে যান ও ‘নেক্সট স্টেপ’ সিলেক্ট করুন।
৫. ফাইল টাইপ ও ডেটা কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করতে হবে। আর্কাইভ ফাইলগুলো সর্বোচ্চ সাইজ কত হবে তা বাছাই করে দিতে হবে। ডেলিভারি মেথডের মধ্যে ফাইলটি কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করা যাবে।
তবে, ক্লাউডে ডেটা স্থানান্তর করলে তা স্টোরেজ কোটার সঙ্গে যুক্ত হবে।
৬. কতদিন পরপর স্বয়ংক্রিয়ভাবে এসব ফাইল ডাউনলোড হবে তা ফ্রিকোয়েন্সি অপশন থেকে নির্বাচন করা যাবে। যেমন: প্রতি দুই মাস বা এক বছর অন্তর ফাইল ডাউনলোডের অপশন নির্বাচন করা যাবে।
৭. ‘ফাইল টাইপ অ্যান্ড সাইজ’ অপশন থেকে ফাইলের টাইপ ও সর্বোচ্চ সাইজ নির্বাচন করুন।
সর্বোচ্চ ২ জিবি সাইজের ফাইল ডাউনলোড করা যাবে। তবে আলাদা আলাদা করে ৫০ জিবি পর্যন্ত ফাইলগুলো নির্বাচন করা যাবে।
৮. ‘ক্রিয়েট এক্সপোর্ট’ নির্বাচন করুন। এরপর গুগলকে ফাইলগুলো সংগ্রহ করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। আর্কাইভগুলো তৈরি করার সময় নির্ভর করবে ফাইলের সাইজের উপর। এজন্য কয়েক মিনিট বা কয়েক দিনও লাগতে পারে। ১৭৫ এমবি আর্কাইভ ফাইল তৈরি করতে গুগলে প্রায় তিন মিনিট সময় লেগেছে।
৯. ফাইলগুলোর আর্কাইভ বানানো শেষ হলে টেকআউট একটি লিংক আপনার ইমেইলে পাঠাবে। সেই লিংকে ক্লিক করলে ফাইলগুলোর আর্কাইভ ডাউনলোড শুরু হবে। গুগল সার্ভার থেকে ডাউনলোড ফোল্ডারে ফাইলগুলো ডাউনলোড হবে।
গুগল এই লিংকটি ৭ দিন পর্যন্ত রাখবে। সাত দিন পরে এই লিংক থেকে আর ডাউনলোড করা যাবে না।
এই পদ্ধতি ব্যবহার করে গুগলের অন্যান্য ফাইলও ডাউনলোড করতে পারবেন।
গত ৩০ দিনে কটি আর্কাইভ তৈরি করেছেন তার তালিকা দেখতে ভিউ হিস্ট্রি অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফওয়্যার
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে