অ্যাকাউন্টের ফাইল, মেইল, ডেটা ও ছবি ডাউনলোডের কার্যকারী টুল গুগল টেকআউট। এর মাধ্যমে একইসঙ্গে সব ফাইল ডাউনলোড করা যায়। এতে সময়ের অপচয় কমবে। টুলটি ব্যবহার করা খুবই সহজ।
টেকআউট দিয়ে ডেটা ডাউনলোড করা যাবে
টেকআউটের মাধ্যমে ফটোজ, ইমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার, কনট্যাক্টস, প্লে গেমস, কিপ, ম্যাপসসহ ৫১ ধরনের গুগলের সার্ভিসের ডেটা ডাউনলোড করা যাবে। বাকি ডেটার টাইপ দেখতে গুগল ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
টেকআউট থেকে ফাইল ডাউনলোড করবেন যেভাবে
উদাহরণ হিসেবে গুগলের টেকআউট ব্যবহার করে একটি ছবির অ্যালবাম ডাউনলোড করার ধাপগুলো তুলে ধরা হল–
১. ব্রাউজার থেকে গুগল টেকআউট ওয়েবসাইটে (takeout. google. com ) যান। নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটটি প্রবেশ করতে হবে। এইখানে সব ধরনের ডেটা ও ফাইল ডাউনলোডের জন্য স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এজন্য ‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এর ফলে সব কনটেন্টের পাশের বক্স থেকে টিক চিহ্ন সরে যাবে।
২. নিচের দিকে স্ক্রল করে গুগল ফটোজ খুঁজে বের করুন ও এর পাশের বক্স ক্লিক করে একটি টিক চিহ্ন দিন।
৩. ‘অল ফটোজ অ্যালবাম’ অপশনটিতে ক্লিক করুন। এখানে গুগল ফটোজে রাখা সব অ্যালবাম স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এখন আপনি যদি শুধু একটি অ্যালবাম ডাউনলোড করতে চান তাহলে ‘‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এরপর নিজের পছন্দের অ্যালবামের পাশে টিক চিহ্ন দিন। এরপর ওকে বাটন সিলেক্ট করুন।
৪. স্ক্রল করে স্ক্রিনের একদমে শেষের দিকে যান ও ‘নেক্সট স্টেপ’ সিলেক্ট করুন।
৫. ফাইল টাইপ ও ডেটা কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করতে হবে। আর্কাইভ ফাইলগুলো সর্বোচ্চ সাইজ কত হবে তা বাছাই করে দিতে হবে। ডেলিভারি মেথডের মধ্যে ফাইলটি কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করা যাবে।
তবে, ক্লাউডে ডেটা স্থানান্তর করলে তা স্টোরেজ কোটার সঙ্গে যুক্ত হবে।
৬. কতদিন পরপর স্বয়ংক্রিয়ভাবে এসব ফাইল ডাউনলোড হবে তা ফ্রিকোয়েন্সি অপশন থেকে নির্বাচন করা যাবে। যেমন: প্রতি দুই মাস বা এক বছর অন্তর ফাইল ডাউনলোডের অপশন নির্বাচন করা যাবে।
৭. ‘ফাইল টাইপ অ্যান্ড সাইজ’ অপশন থেকে ফাইলের টাইপ ও সর্বোচ্চ সাইজ নির্বাচন করুন।
সর্বোচ্চ ২ জিবি সাইজের ফাইল ডাউনলোড করা যাবে। তবে আলাদা আলাদা করে ৫০ জিবি পর্যন্ত ফাইলগুলো নির্বাচন করা যাবে।
৮. ‘ক্রিয়েট এক্সপোর্ট’ নির্বাচন করুন। এরপর গুগলকে ফাইলগুলো সংগ্রহ করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। আর্কাইভগুলো তৈরি করার সময় নির্ভর করবে ফাইলের সাইজের উপর। এজন্য কয়েক মিনিট বা কয়েক দিনও লাগতে পারে। ১৭৫ এমবি আর্কাইভ ফাইল তৈরি করতে গুগলে প্রায় তিন মিনিট সময় লেগেছে।
৯. ফাইলগুলোর আর্কাইভ বানানো শেষ হলে টেকআউট একটি লিংক আপনার ইমেইলে পাঠাবে। সেই লিংকে ক্লিক করলে ফাইলগুলোর আর্কাইভ ডাউনলোড শুরু হবে। গুগল সার্ভার থেকে ডাউনলোড ফোল্ডারে ফাইলগুলো ডাউনলোড হবে।
গুগল এই লিংকটি ৭ দিন পর্যন্ত রাখবে। সাত দিন পরে এই লিংক থেকে আর ডাউনলোড করা যাবে না।
এই পদ্ধতি ব্যবহার করে গুগলের অন্যান্য ফাইলও ডাউনলোড করতে পারবেন।
গত ৩০ দিনে কটি আর্কাইভ তৈরি করেছেন তার তালিকা দেখতে ভিউ হিস্ট্রি অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফওয়্যার
অ্যাকাউন্টের ফাইল, মেইল, ডেটা ও ছবি ডাউনলোডের কার্যকারী টুল গুগল টেকআউট। এর মাধ্যমে একইসঙ্গে সব ফাইল ডাউনলোড করা যায়। এতে সময়ের অপচয় কমবে। টুলটি ব্যবহার করা খুবই সহজ।
টেকআউট দিয়ে ডেটা ডাউনলোড করা যাবে
টেকআউটের মাধ্যমে ফটোজ, ইমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার, কনট্যাক্টস, প্লে গেমস, কিপ, ম্যাপসসহ ৫১ ধরনের গুগলের সার্ভিসের ডেটা ডাউনলোড করা যাবে। বাকি ডেটার টাইপ দেখতে গুগল ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
টেকআউট থেকে ফাইল ডাউনলোড করবেন যেভাবে
উদাহরণ হিসেবে গুগলের টেকআউট ব্যবহার করে একটি ছবির অ্যালবাম ডাউনলোড করার ধাপগুলো তুলে ধরা হল–
১. ব্রাউজার থেকে গুগল টেকআউট ওয়েবসাইটে (takeout. google. com ) যান। নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটটি প্রবেশ করতে হবে। এইখানে সব ধরনের ডেটা ও ফাইল ডাউনলোডের জন্য স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এজন্য ‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এর ফলে সব কনটেন্টের পাশের বক্স থেকে টিক চিহ্ন সরে যাবে।
২. নিচের দিকে স্ক্রল করে গুগল ফটোজ খুঁজে বের করুন ও এর পাশের বক্স ক্লিক করে একটি টিক চিহ্ন দিন।
৩. ‘অল ফটোজ অ্যালবাম’ অপশনটিতে ক্লিক করুন। এখানে গুগল ফটোজে রাখা সব অ্যালবাম স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এখন আপনি যদি শুধু একটি অ্যালবাম ডাউনলোড করতে চান তাহলে ‘‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এরপর নিজের পছন্দের অ্যালবামের পাশে টিক চিহ্ন দিন। এরপর ওকে বাটন সিলেক্ট করুন।
৪. স্ক্রল করে স্ক্রিনের একদমে শেষের দিকে যান ও ‘নেক্সট স্টেপ’ সিলেক্ট করুন।
৫. ফাইল টাইপ ও ডেটা কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করতে হবে। আর্কাইভ ফাইলগুলো সর্বোচ্চ সাইজ কত হবে তা বাছাই করে দিতে হবে। ডেলিভারি মেথডের মধ্যে ফাইলটি কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করা যাবে।
তবে, ক্লাউডে ডেটা স্থানান্তর করলে তা স্টোরেজ কোটার সঙ্গে যুক্ত হবে।
৬. কতদিন পরপর স্বয়ংক্রিয়ভাবে এসব ফাইল ডাউনলোড হবে তা ফ্রিকোয়েন্সি অপশন থেকে নির্বাচন করা যাবে। যেমন: প্রতি দুই মাস বা এক বছর অন্তর ফাইল ডাউনলোডের অপশন নির্বাচন করা যাবে।
৭. ‘ফাইল টাইপ অ্যান্ড সাইজ’ অপশন থেকে ফাইলের টাইপ ও সর্বোচ্চ সাইজ নির্বাচন করুন।
সর্বোচ্চ ২ জিবি সাইজের ফাইল ডাউনলোড করা যাবে। তবে আলাদা আলাদা করে ৫০ জিবি পর্যন্ত ফাইলগুলো নির্বাচন করা যাবে।
৮. ‘ক্রিয়েট এক্সপোর্ট’ নির্বাচন করুন। এরপর গুগলকে ফাইলগুলো সংগ্রহ করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। আর্কাইভগুলো তৈরি করার সময় নির্ভর করবে ফাইলের সাইজের উপর। এজন্য কয়েক মিনিট বা কয়েক দিনও লাগতে পারে। ১৭৫ এমবি আর্কাইভ ফাইল তৈরি করতে গুগলে প্রায় তিন মিনিট সময় লেগেছে।
৯. ফাইলগুলোর আর্কাইভ বানানো শেষ হলে টেকআউট একটি লিংক আপনার ইমেইলে পাঠাবে। সেই লিংকে ক্লিক করলে ফাইলগুলোর আর্কাইভ ডাউনলোড শুরু হবে। গুগল সার্ভার থেকে ডাউনলোড ফোল্ডারে ফাইলগুলো ডাউনলোড হবে।
গুগল এই লিংকটি ৭ দিন পর্যন্ত রাখবে। সাত দিন পরে এই লিংক থেকে আর ডাউনলোড করা যাবে না।
এই পদ্ধতি ব্যবহার করে গুগলের অন্যান্য ফাইলও ডাউনলোড করতে পারবেন।
গত ৩০ দিনে কটি আর্কাইভ তৈরি করেছেন তার তালিকা দেখতে ভিউ হিস্ট্রি অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফওয়্যার
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে