অনলাইন ডেস্ক
চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড ফিচারের জন্য গতকাল সোমবার নতুন আপডেট নিয়ে এল ওপেনএআই। কোম্পানিটির মতে, এই আপডেটের মাধ্যমে চ্যাটজিপিটির ভয়েস ফিচারটি আরও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠেছে। এর সঙ্গে কথোপকথনের সময় ব্যবহারকারীরা কম বিরক্ত হবেন।
চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড চালু হওয়ার পর ফিচারটি চালু হলে কিছু ব্যবহারকারী একটি সমস্যার সম্মুখীন হন। যেমন: ব্যবহারকারীদের কথা শেষ হওয়ার আগেই চ্যাটজিপিটি নিজেই কথা বলতে শুরু করত। এ জন্য বাক্য দ্রুত শেষ করার চেষ্টা করতেন অনেকেই। এসব কারণে ব্যবহারকারীদের কাছে ফিচারটি বিরক্তিকর হয়ে ওঠে। তবে নতুন আপডেটে এই সমস্যা সমাধানের দাবি করছে ওপেনএআই।
এক ভিডিও পোস্টে প্রযুক্তি গবেষক মানুকা স্ট্রাট্টা জানিয়েছেন, এই আপডেট চ্যাটজিপিটির ভয়েস মোডে একটি ‘ভালো ব্যক্তিত্ব’ এনেছে এবং এখন এটি আগের তুলনায় অনেক কম বিরক্ত করবে। এর ফলে ব্যবহারকারীরা আরও সময় পাবেন তাঁদের চিন্তা গুছিয়ে নেওয়ার জন্য এবং তাঁরা সব সময় কথা বলার চাপ অনুভব করবেন না।’
তিনি আরও বলেন, ‘চ্যাটজিপিটি এখন আরও স্বাভাবিক, আকর্ষণীয় সরাসরি সুরে কথা বলে, যা কথোপকথনকে আরও প্রাণবন্ত করে তোলে।’
চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবারদের জন্য প্রথম এই ফিচার চালু হয় ২০২৪ সালের মে মাসে। সেপ্টেম্বর মাসে সব প্লাস ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়। গত নভেম্বরে ওপেনএআই এটি সব প্রো এবং ফ্রি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেয়। ফলে চ্যাটজিপিটি মোবাইল অ্যাপের ভয়েস ইনপুটের মাধ্যমে সহজেই চ্যাটবটের সঙ্গে আলোচনা করা যায়।
এদিকে ফ্রি ব্যবহারকারীরা জিপিটি৪ও মিনি মডেলটিও ব্যবহার করতে পারেন। তবে তাদের ব্যবহার সময় সীমিত থাকে, যা প্রতিদিন পরিবর্তিত হয়। তবে ২০ ডলারের সাবস্ক্রিপশনের মাধ্যমে প্লাস ব্যবহারকারীরা অনেক বেশি সময় কথা বলতে পারবেন এবং উন্নত জিপিটি৪ও মডেলটি ব্যবহার করতে পারবেন।
উন্নত ভয়েস মোড ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপটি খুলে মাইক্রোফোন আইকনের পাশে থাকা সাউন্ড-ওয়েভ আইকনে ট্যাপ করতে হবে। এরপর একটি বৃত্ত প্রদর্শিত হবে, যা নির্দেশ করবে চ্যাটজিপিটি শোনার জন্য প্রস্তুত। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেন একটি বাস্তব মানুষের সঙ্গে কথা বলছেন তেমন অনুভূতি পাবেন। তবে এটি বাস্তবে একটি জেনারেটিভ এআই।
চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড ফিচারের জন্য গতকাল সোমবার নতুন আপডেট নিয়ে এল ওপেনএআই। কোম্পানিটির মতে, এই আপডেটের মাধ্যমে চ্যাটজিপিটির ভয়েস ফিচারটি আরও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠেছে। এর সঙ্গে কথোপকথনের সময় ব্যবহারকারীরা কম বিরক্ত হবেন।
চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড চালু হওয়ার পর ফিচারটি চালু হলে কিছু ব্যবহারকারী একটি সমস্যার সম্মুখীন হন। যেমন: ব্যবহারকারীদের কথা শেষ হওয়ার আগেই চ্যাটজিপিটি নিজেই কথা বলতে শুরু করত। এ জন্য বাক্য দ্রুত শেষ করার চেষ্টা করতেন অনেকেই। এসব কারণে ব্যবহারকারীদের কাছে ফিচারটি বিরক্তিকর হয়ে ওঠে। তবে নতুন আপডেটে এই সমস্যা সমাধানের দাবি করছে ওপেনএআই।
এক ভিডিও পোস্টে প্রযুক্তি গবেষক মানুকা স্ট্রাট্টা জানিয়েছেন, এই আপডেট চ্যাটজিপিটির ভয়েস মোডে একটি ‘ভালো ব্যক্তিত্ব’ এনেছে এবং এখন এটি আগের তুলনায় অনেক কম বিরক্ত করবে। এর ফলে ব্যবহারকারীরা আরও সময় পাবেন তাঁদের চিন্তা গুছিয়ে নেওয়ার জন্য এবং তাঁরা সব সময় কথা বলার চাপ অনুভব করবেন না।’
তিনি আরও বলেন, ‘চ্যাটজিপিটি এখন আরও স্বাভাবিক, আকর্ষণীয় সরাসরি সুরে কথা বলে, যা কথোপকথনকে আরও প্রাণবন্ত করে তোলে।’
চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবারদের জন্য প্রথম এই ফিচার চালু হয় ২০২৪ সালের মে মাসে। সেপ্টেম্বর মাসে সব প্লাস ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়। গত নভেম্বরে ওপেনএআই এটি সব প্রো এবং ফ্রি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেয়। ফলে চ্যাটজিপিটি মোবাইল অ্যাপের ভয়েস ইনপুটের মাধ্যমে সহজেই চ্যাটবটের সঙ্গে আলোচনা করা যায়।
এদিকে ফ্রি ব্যবহারকারীরা জিপিটি৪ও মিনি মডেলটিও ব্যবহার করতে পারেন। তবে তাদের ব্যবহার সময় সীমিত থাকে, যা প্রতিদিন পরিবর্তিত হয়। তবে ২০ ডলারের সাবস্ক্রিপশনের মাধ্যমে প্লাস ব্যবহারকারীরা অনেক বেশি সময় কথা বলতে পারবেন এবং উন্নত জিপিটি৪ও মডেলটি ব্যবহার করতে পারবেন।
উন্নত ভয়েস মোড ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপটি খুলে মাইক্রোফোন আইকনের পাশে থাকা সাউন্ড-ওয়েভ আইকনে ট্যাপ করতে হবে। এরপর একটি বৃত্ত প্রদর্শিত হবে, যা নির্দেশ করবে চ্যাটজিপিটি শোনার জন্য প্রস্তুত। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেন একটি বাস্তব মানুষের সঙ্গে কথা বলছেন তেমন অনুভূতি পাবেন। তবে এটি বাস্তবে একটি জেনারেটিভ এআই।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৯ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১৪ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১৮ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৯ ঘণ্টা আগে