রক্তের গ্লুকোজ বা শর্করার পরিমাণ বের করার জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে স্যামসাং। আঙুলে ছিদ্র করে রক্ত বের করা ছাড়াই শর্করার পরিমাণ বের করবে স্যামসাংয়ের এই নতুন ব্লাড সুগার মনিটর। কোম্পানিটির নতুন গ্যালাক্সি ওয়াচ (ঘড়ি) ও গ্যালাক্সির রিংয়ের (আংটি) মডেলে এই প্রযুক্তি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে অ্যাপল ও গুগলের সঙ্গে প্রতিযোগিতা করবে কোম্পানিটি। কারণ কয়েক বছর ধরেই এ ধরনের মনিটর তৈরি করার চেষ্টা করছে অ্যাপল ও গুগল।
স্যামসাংয়ের এক নির্বাহী বলেন, নন-ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মনিটর (রক্তে শর্করা পরিমাপের ফিচার) তৈরি করার সঙ্গে সঙ্গে ব্লাডপ্রেশার (রক্তচাপ) নির্ণয়ের ফিচারটি উন্নয়নেও কাজ করছে কোম্পানিটি।
তিনি আরও বলেন, ‘আমরা যদি নিরবচ্ছিন্নভাবে রক্তচাপ ও শর্করার পরিমাণ নির্ণয় করতে পারি, তাহলে তা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয় হবে। কারণ অনেক কোম্পানিই এর পেছনে ছুটছে। আর আমরা এই প্রযুক্তির জন্য অনেক বিনিয়োগ করেছি।’
ব্লুমবার্গকে স্যামসাংয়ের প্রধান মেডিকেল অফিসার হোন পাক বলেন, কোম্পানিটি পরিধানযোগ্য ডিভাইসগুলোয় গ্লুকোজের মাত্রা নিরীক্ষণ ও রক্তচাপ ট্র্যাক করার ফিচার নিয়ে কাজ করছে।
আজকের যুগের বেশির ভাগ ডিভাইসে ব্লাড গ্লুকোজ বা রক্তে শর্করার মাত্রা পরিমাপের জন্য সাধারণত হাতের আঙুল ছিদ্র করতে হয়। ত্বক ফুটো করা ছাড়াই রক্তের শর্করা মাপার প্রযুক্তি তৈরির জন্য অ্যাপল ও স্যামসাং কাজ করছে। এছাড়া রক্তচাপ বের করার ফিচারের উন্নতি করতেও কাজ করছে স্যামসাং, যা মেডিকেল ডিভাইসের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করবে।
যদি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এই প্রযুক্তি তৈরিতে সফল হয়, তাহলে গ্যালাক্সি ওয়াচ ও রিংয়ে ফিচারটি থাকতে পারে। এর মাধ্যমে প্রতিযোগিতায় অ্যাপলের ঘড়ির চেয়ে এগিয়ে থাকবে স্যামসাংয়ের ওয়াচ।
অ্যাপল এই প্রযুক্তিতে সফল হয়েছে বলে গত বছর এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। সে সময় বিষয়টি নিয়ে প্রযুক্তিজগতে অনেক আলোচনা হয়েছিল।
কিছুদিন আগেই সিরিজ ৯ ও আলট্রা ২ ঘড়িতে ব্যবহৃত রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের প্রযুক্তি চুরির অভিযোগ উঠেছে অ্যাপলের বিরুদ্ধে। তবে এই পেটেন্ট নিয়ে বিরোধের জের ধরে অ্যাপল ঘড়ির দুটি মডেলের বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের আদালত।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
রক্তের গ্লুকোজ বা শর্করার পরিমাণ বের করার জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে স্যামসাং। আঙুলে ছিদ্র করে রক্ত বের করা ছাড়াই শর্করার পরিমাণ বের করবে স্যামসাংয়ের এই নতুন ব্লাড সুগার মনিটর। কোম্পানিটির নতুন গ্যালাক্সি ওয়াচ (ঘড়ি) ও গ্যালাক্সির রিংয়ের (আংটি) মডেলে এই প্রযুক্তি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে অ্যাপল ও গুগলের সঙ্গে প্রতিযোগিতা করবে কোম্পানিটি। কারণ কয়েক বছর ধরেই এ ধরনের মনিটর তৈরি করার চেষ্টা করছে অ্যাপল ও গুগল।
স্যামসাংয়ের এক নির্বাহী বলেন, নন-ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মনিটর (রক্তে শর্করা পরিমাপের ফিচার) তৈরি করার সঙ্গে সঙ্গে ব্লাডপ্রেশার (রক্তচাপ) নির্ণয়ের ফিচারটি উন্নয়নেও কাজ করছে কোম্পানিটি।
তিনি আরও বলেন, ‘আমরা যদি নিরবচ্ছিন্নভাবে রক্তচাপ ও শর্করার পরিমাণ নির্ণয় করতে পারি, তাহলে তা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয় হবে। কারণ অনেক কোম্পানিই এর পেছনে ছুটছে। আর আমরা এই প্রযুক্তির জন্য অনেক বিনিয়োগ করেছি।’
ব্লুমবার্গকে স্যামসাংয়ের প্রধান মেডিকেল অফিসার হোন পাক বলেন, কোম্পানিটি পরিধানযোগ্য ডিভাইসগুলোয় গ্লুকোজের মাত্রা নিরীক্ষণ ও রক্তচাপ ট্র্যাক করার ফিচার নিয়ে কাজ করছে।
আজকের যুগের বেশির ভাগ ডিভাইসে ব্লাড গ্লুকোজ বা রক্তে শর্করার মাত্রা পরিমাপের জন্য সাধারণত হাতের আঙুল ছিদ্র করতে হয়। ত্বক ফুটো করা ছাড়াই রক্তের শর্করা মাপার প্রযুক্তি তৈরির জন্য অ্যাপল ও স্যামসাং কাজ করছে। এছাড়া রক্তচাপ বের করার ফিচারের উন্নতি করতেও কাজ করছে স্যামসাং, যা মেডিকেল ডিভাইসের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করবে।
যদি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এই প্রযুক্তি তৈরিতে সফল হয়, তাহলে গ্যালাক্সি ওয়াচ ও রিংয়ে ফিচারটি থাকতে পারে। এর মাধ্যমে প্রতিযোগিতায় অ্যাপলের ঘড়ির চেয়ে এগিয়ে থাকবে স্যামসাংয়ের ওয়াচ।
অ্যাপল এই প্রযুক্তিতে সফল হয়েছে বলে গত বছর এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। সে সময় বিষয়টি নিয়ে প্রযুক্তিজগতে অনেক আলোচনা হয়েছিল।
কিছুদিন আগেই সিরিজ ৯ ও আলট্রা ২ ঘড়িতে ব্যবহৃত রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের প্রযুক্তি চুরির অভিযোগ উঠেছে অ্যাপলের বিরুদ্ধে। তবে এই পেটেন্ট নিয়ে বিরোধের জের ধরে অ্যাপল ঘড়ির দুটি মডেলের বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের আদালত।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
ইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
১৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
১ দিন আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
১ দিন আগেজনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে। ‘ফ্যামিলি পেয়ারিং’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন অভিভাবকেরা তাদের সন্তানদের (১৩ থেকে ১৭ বছর বয়সী) অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন এবং বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
১ দিন আগে