রক্তের গ্লুকোজ বা শর্করার পরিমাণ বের করার জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে স্যামসাং। আঙুলে ছিদ্র করে রক্ত বের করা ছাড়াই শর্করার পরিমাণ বের করবে স্যামসাংয়ের এই নতুন ব্লাড সুগার মনিটর। কোম্পানিটির নতুন গ্যালাক্সি ওয়াচ (ঘড়ি) ও গ্যালাক্সির রিংয়ের (আংটি) মডেলে এই প্রযুক্তি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে অ্যাপল ও গুগলের সঙ্গে প্রতিযোগিতা করবে কোম্পানিটি। কারণ কয়েক বছর ধরেই এ ধরনের মনিটর তৈরি করার চেষ্টা করছে অ্যাপল ও গুগল।
স্যামসাংয়ের এক নির্বাহী বলেন, নন-ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মনিটর (রক্তে শর্করা পরিমাপের ফিচার) তৈরি করার সঙ্গে সঙ্গে ব্লাডপ্রেশার (রক্তচাপ) নির্ণয়ের ফিচারটি উন্নয়নেও কাজ করছে কোম্পানিটি।
তিনি আরও বলেন, ‘আমরা যদি নিরবচ্ছিন্নভাবে রক্তচাপ ও শর্করার পরিমাণ নির্ণয় করতে পারি, তাহলে তা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয় হবে। কারণ অনেক কোম্পানিই এর পেছনে ছুটছে। আর আমরা এই প্রযুক্তির জন্য অনেক বিনিয়োগ করেছি।’
ব্লুমবার্গকে স্যামসাংয়ের প্রধান মেডিকেল অফিসার হোন পাক বলেন, কোম্পানিটি পরিধানযোগ্য ডিভাইসগুলোয় গ্লুকোজের মাত্রা নিরীক্ষণ ও রক্তচাপ ট্র্যাক করার ফিচার নিয়ে কাজ করছে।
আজকের যুগের বেশির ভাগ ডিভাইসে ব্লাড গ্লুকোজ বা রক্তে শর্করার মাত্রা পরিমাপের জন্য সাধারণত হাতের আঙুল ছিদ্র করতে হয়। ত্বক ফুটো করা ছাড়াই রক্তের শর্করা মাপার প্রযুক্তি তৈরির জন্য অ্যাপল ও স্যামসাং কাজ করছে। এছাড়া রক্তচাপ বের করার ফিচারের উন্নতি করতেও কাজ করছে স্যামসাং, যা মেডিকেল ডিভাইসের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করবে।
যদি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এই প্রযুক্তি তৈরিতে সফল হয়, তাহলে গ্যালাক্সি ওয়াচ ও রিংয়ে ফিচারটি থাকতে পারে। এর মাধ্যমে প্রতিযোগিতায় অ্যাপলের ঘড়ির চেয়ে এগিয়ে থাকবে স্যামসাংয়ের ওয়াচ।
অ্যাপল এই প্রযুক্তিতে সফল হয়েছে বলে গত বছর এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। সে সময় বিষয়টি নিয়ে প্রযুক্তিজগতে অনেক আলোচনা হয়েছিল।
কিছুদিন আগেই সিরিজ ৯ ও আলট্রা ২ ঘড়িতে ব্যবহৃত রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের প্রযুক্তি চুরির অভিযোগ উঠেছে অ্যাপলের বিরুদ্ধে। তবে এই পেটেন্ট নিয়ে বিরোধের জের ধরে অ্যাপল ঘড়ির দুটি মডেলের বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের আদালত।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
রক্তের গ্লুকোজ বা শর্করার পরিমাণ বের করার জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে স্যামসাং। আঙুলে ছিদ্র করে রক্ত বের করা ছাড়াই শর্করার পরিমাণ বের করবে স্যামসাংয়ের এই নতুন ব্লাড সুগার মনিটর। কোম্পানিটির নতুন গ্যালাক্সি ওয়াচ (ঘড়ি) ও গ্যালাক্সির রিংয়ের (আংটি) মডেলে এই প্রযুক্তি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে অ্যাপল ও গুগলের সঙ্গে প্রতিযোগিতা করবে কোম্পানিটি। কারণ কয়েক বছর ধরেই এ ধরনের মনিটর তৈরি করার চেষ্টা করছে অ্যাপল ও গুগল।
স্যামসাংয়ের এক নির্বাহী বলেন, নন-ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মনিটর (রক্তে শর্করা পরিমাপের ফিচার) তৈরি করার সঙ্গে সঙ্গে ব্লাডপ্রেশার (রক্তচাপ) নির্ণয়ের ফিচারটি উন্নয়নেও কাজ করছে কোম্পানিটি।
তিনি আরও বলেন, ‘আমরা যদি নিরবচ্ছিন্নভাবে রক্তচাপ ও শর্করার পরিমাণ নির্ণয় করতে পারি, তাহলে তা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয় হবে। কারণ অনেক কোম্পানিই এর পেছনে ছুটছে। আর আমরা এই প্রযুক্তির জন্য অনেক বিনিয়োগ করেছি।’
ব্লুমবার্গকে স্যামসাংয়ের প্রধান মেডিকেল অফিসার হোন পাক বলেন, কোম্পানিটি পরিধানযোগ্য ডিভাইসগুলোয় গ্লুকোজের মাত্রা নিরীক্ষণ ও রক্তচাপ ট্র্যাক করার ফিচার নিয়ে কাজ করছে।
আজকের যুগের বেশির ভাগ ডিভাইসে ব্লাড গ্লুকোজ বা রক্তে শর্করার মাত্রা পরিমাপের জন্য সাধারণত হাতের আঙুল ছিদ্র করতে হয়। ত্বক ফুটো করা ছাড়াই রক্তের শর্করা মাপার প্রযুক্তি তৈরির জন্য অ্যাপল ও স্যামসাং কাজ করছে। এছাড়া রক্তচাপ বের করার ফিচারের উন্নতি করতেও কাজ করছে স্যামসাং, যা মেডিকেল ডিভাইসের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করবে।
যদি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এই প্রযুক্তি তৈরিতে সফল হয়, তাহলে গ্যালাক্সি ওয়াচ ও রিংয়ে ফিচারটি থাকতে পারে। এর মাধ্যমে প্রতিযোগিতায় অ্যাপলের ঘড়ির চেয়ে এগিয়ে থাকবে স্যামসাংয়ের ওয়াচ।
অ্যাপল এই প্রযুক্তিতে সফল হয়েছে বলে গত বছর এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। সে সময় বিষয়টি নিয়ে প্রযুক্তিজগতে অনেক আলোচনা হয়েছিল।
কিছুদিন আগেই সিরিজ ৯ ও আলট্রা ২ ঘড়িতে ব্যবহৃত রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের প্রযুক্তি চুরির অভিযোগ উঠেছে অ্যাপলের বিরুদ্ধে। তবে এই পেটেন্ট নিয়ে বিরোধের জের ধরে অ্যাপল ঘড়ির দুটি মডেলের বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের আদালত।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে