Ajker Patrika

ফেসবুকে ও ইনস্টাগ্রামে আমাজনের ইন-অ্যাপ শপিং

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০: ৪৬
ফেসবুকে ও ইনস্টাগ্রামে আমাজনের ইন-অ্যাপ শপিং

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ইন-অ্যাপ শপিং ফিচার নিয়ে এল আমাজন। এর ফলে অ্যাপগুলো থেকে আমাজনের বিভিন্ন পণ্য কিনতে পারবে গ্রাহকেরা। কোনো পণ্য পছন্দ হলে তা সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়া যাবে; আমাজনের ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকতে হবে না। 

ডিজরাপটিভ ডিজিটালের প্রধান নির্বাহী মরিস রাহমে প্রথম নতুন ফিচারটি লক্ষ করেন। গুগল অ্যাডস ও মেটার অংশীদার এই কোম্পানি। লিংকডইন প্ল্যাটফর্মে ফিচারটির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন রাহমে। 

আমাজনের মুখপাত্র ক্যালি জার্নিগান টেকক্রাঞ্চের প্রতিবেদককে এই ফিচার নিয়ে আসার তথ্য নিশ্চিত করেন। 

ফিচারটি সম্পর্কে যা জানা গেছে–

১. শুধু যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা বর্তমানে ফিচারটি  ব্যবহার করতে পারবে। এসব পণ্যের পরিবর্তনশীল মূল্য থাকবে। অর্থাৎ চাহিদার ওপর নির্ভর করে পণ্যের দাম কমবে ও বাড়বে। 
২. ফেসবুক ও ইনস্টাগ্রামে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য এই সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া পণ্যগুলো আমাজন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। আমাজন বা স্বতন্ত্র বিক্রেতার স্টোর এই পণ্যগুলো বিক্রি করবে। 
৩. এই ফিচার ব্যবহারের জন্য একবারই অ্যাকাউন্টগুলো লিংক করতে হবে। ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে খুব দ্রুত আমাজন অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা যাবে। 
৪. অ্যাকাউন্ট লিংক করা হয়ে গেলে বিজ্ঞাপন থেকে সহজেই আমাজনে পণ্যটি দেখা যাবে। এ জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপ থেকে বের হতে হবে না। 
৫. ডিফল্ট শপিং অ্যাড্রেস ও পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে আমাজনে  দ্রুত পণ্য অর্ডার করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত