অনলাইন ডেস্ক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কো-পাইলটে নতুন ‘অ্যাকশনস’ ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। এই ফিচারের মাধ্যমে কো-পাইলট এখন রেস্টুরেন্ট রিজার্ভেশন, ইভেন্ট টিকিট বুকিং এবং বন্ধুদের জন্য পণ্য কেনা ও শিপিং করার মতো কাজ করতে পারবে।
সাধারণ চ্যাট প্রম্পট ব্যবহার করে অ্যাকশনস ফিচারটি ব্যবহার করা যাবে, যা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে অনলাইনে অন্য কাজ করতে পারেন।
এই ফিচারের লঞ্চ পার্টনার হিসেবে রয়েছে বুকিং ডট কম, এক্সপিডিয়া, কায়াক, ট্রিপঅ্যাডভাইজর, স্কাইস্ক্যানার, ভিয়াটার, ভিআরবিও ও প্রাইসলাইন—যাদের সেবা কো-পাইলট ব্যবহারকারীদের আসন্ন ভ্রমণ পরিকল্পনা করতে সাহায্য করবে। এ ছাড়া, ‘ওপেন টেবিল’-এর মাধ্যমে খাবারের জন্য রিজার্ভেশন এবং ১-৮০০ ফ্লাওয়ারস ডটকম থেকে ফুল কেনার সুবিধাও থাকবে। ইভেন্ট শেষে ‘বাসায় ফেরার উপায়’ সুপারিশ করে, যা সম্ভবত ট্যাক্সি বা রাইড শেয়ারিং সার্ভিসও সমর্থন করবে।
মাইক্রোসফট দাবি করেছে, কোপাইলটের অ্যাকশনস ফিচার ওয়েবের অধিকাংশ ওয়েবসাইটের সঙ্গে কাজ করবে।
এ ছাড়া, কো-পাইলটের অন্যান্য ব্যক্তিগতকরণ ফিচারগুলোও থাকবে। যেমন: অনলাইন কনটেন্টকে এআই জেনারেটেড পডকাস্টে পরিণত করা, পণ্য কেনা ও ডিল খুঁজে বের করার টুল এবং ক্যামেরা ব্যবহার করে কো-পাইলটকে দেখার ক্ষমতা দেওয়া। তবে অ্যাকশনস ফিচারটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।
এদিকে গত মার্চে ‘নোভা অ্যাক্ট’ এআই এজেন্ট চালু করেছে অ্যামাজন, যা ব্রাউজার থেকে বিভিন্ন অনলাইন কাজ করে দিতে পারবে। যেমন: ওয়েব সার্চ, পণ্য কেনা এবং স্ক্রিনে থাকা তথ্যের উত্তর দিতে পারবে। অন্যদিকে, ওপেনএআইয়ের অপারেটর, গুগলের প্রোজেক্ট মেরিনারে একই ধরনের সুবিধা রয়েছে। এ ছাড়া গত অক্টোবরে অ্যানথ্রোপিকের ক্লড ৩.৫ সনেট এআই মডেলও পরীক্ষামূলক অনলাইন কাজ সম্পাদনের ফিচার যুক্ত করা হয়েছে।
অন্য কোম্পানিগুলোর এই ধরনের সেবা এখনো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে মাইক্রোসফট দাবি করেছে, তাদের কো-পাইলট অ্যাকশনস ফিচারটি আজ থেকেই চালু হয়েছে এবং এটি কয়েক সপ্তাহ ও মাসে আরও বিস্তৃত হবে। এই নতুন ফিচার ইঙ্গিত দেয় যে, ভবিষ্যতে এ ধরনের স্বয়ংক্রিয় এআই পার্টনার টুলগুলো আরও কার্যকর ও নির্ভরযোগ্য হবে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কো-পাইলটে নতুন ‘অ্যাকশনস’ ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। এই ফিচারের মাধ্যমে কো-পাইলট এখন রেস্টুরেন্ট রিজার্ভেশন, ইভেন্ট টিকিট বুকিং এবং বন্ধুদের জন্য পণ্য কেনা ও শিপিং করার মতো কাজ করতে পারবে।
সাধারণ চ্যাট প্রম্পট ব্যবহার করে অ্যাকশনস ফিচারটি ব্যবহার করা যাবে, যা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে অনলাইনে অন্য কাজ করতে পারেন।
এই ফিচারের লঞ্চ পার্টনার হিসেবে রয়েছে বুকিং ডট কম, এক্সপিডিয়া, কায়াক, ট্রিপঅ্যাডভাইজর, স্কাইস্ক্যানার, ভিয়াটার, ভিআরবিও ও প্রাইসলাইন—যাদের সেবা কো-পাইলট ব্যবহারকারীদের আসন্ন ভ্রমণ পরিকল্পনা করতে সাহায্য করবে। এ ছাড়া, ‘ওপেন টেবিল’-এর মাধ্যমে খাবারের জন্য রিজার্ভেশন এবং ১-৮০০ ফ্লাওয়ারস ডটকম থেকে ফুল কেনার সুবিধাও থাকবে। ইভেন্ট শেষে ‘বাসায় ফেরার উপায়’ সুপারিশ করে, যা সম্ভবত ট্যাক্সি বা রাইড শেয়ারিং সার্ভিসও সমর্থন করবে।
মাইক্রোসফট দাবি করেছে, কোপাইলটের অ্যাকশনস ফিচার ওয়েবের অধিকাংশ ওয়েবসাইটের সঙ্গে কাজ করবে।
এ ছাড়া, কো-পাইলটের অন্যান্য ব্যক্তিগতকরণ ফিচারগুলোও থাকবে। যেমন: অনলাইন কনটেন্টকে এআই জেনারেটেড পডকাস্টে পরিণত করা, পণ্য কেনা ও ডিল খুঁজে বের করার টুল এবং ক্যামেরা ব্যবহার করে কো-পাইলটকে দেখার ক্ষমতা দেওয়া। তবে অ্যাকশনস ফিচারটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।
এদিকে গত মার্চে ‘নোভা অ্যাক্ট’ এআই এজেন্ট চালু করেছে অ্যামাজন, যা ব্রাউজার থেকে বিভিন্ন অনলাইন কাজ করে দিতে পারবে। যেমন: ওয়েব সার্চ, পণ্য কেনা এবং স্ক্রিনে থাকা তথ্যের উত্তর দিতে পারবে। অন্যদিকে, ওপেনএআইয়ের অপারেটর, গুগলের প্রোজেক্ট মেরিনারে একই ধরনের সুবিধা রয়েছে। এ ছাড়া গত অক্টোবরে অ্যানথ্রোপিকের ক্লড ৩.৫ সনেট এআই মডেলও পরীক্ষামূলক অনলাইন কাজ সম্পাদনের ফিচার যুক্ত করা হয়েছে।
অন্য কোম্পানিগুলোর এই ধরনের সেবা এখনো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে মাইক্রোসফট দাবি করেছে, তাদের কো-পাইলট অ্যাকশনস ফিচারটি আজ থেকেই চালু হয়েছে এবং এটি কয়েক সপ্তাহ ও মাসে আরও বিস্তৃত হবে। এই নতুন ফিচার ইঙ্গিত দেয় যে, ভবিষ্যতে এ ধরনের স্বয়ংক্রিয় এআই পার্টনার টুলগুলো আরও কার্যকর ও নির্ভরযোগ্য হবে।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে, তার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে বিখ্যাত সিনেমা মাইনরিটি রিপোর্টে। যেখানে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (প্রেকগ), আর তার ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে আটক করা হয়। তবে এই
৫ ঘণ্টা আগেপ্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে।
৮ ঘণ্টা আগেদেশে পরীক্ষামূলকভাবে শুরু হলো ইলন মাস্কের স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে স্টারলিংকের এই দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলো।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কারখানা তৈরি না করলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি–কে ১০০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে বলে সর্তক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এক্সপোর্ট কন্ট্রোল বা রপ্তানি নিয়ন্ত্রণ তদন্তের কারণে ১ বিলিয়ন ডলার বা তারও বেশি জরিমানা দিতে হতে পারে টিএসএমসি–কে
৯ ঘণ্টা আগে