মেটাভার্সের হার্ডওয়্যারে চিপ নির্মাতা কোম্পানি ব্রডকমের কাস্টম চিপ ব্যবহার করবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। আর তাই ব্রডকমের পরবর্তী শতকোটি ডলারের গ্রাহক হতে যাচ্ছে মেটা। মার্কিন প্রযুক্তি বিশ্লেষকদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্লেষকেরা বলছেন, এএসআইসি (অ্যাপ্লিকেশন-স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট) চিপগুলো এ বছর ব্রডকমকে ২০০ থেকে ২৫০ কোটি ডলার রাজস্ব সংগ্রহে সহায়তা করবে। মেটা, গুগলের অ্যালফাবেট ও মাইক্রোসফটের সঙ্গে করা অংশীদারত্বের চুক্তিই এ ক্ষেত্রে সাহায্য করবে।
বিশ্লেষক হারলান সুর বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই অর্জন প্রাথমিকভাবে ৫ ন্যানোমিটার ও ৩ ন্যানোমিটারের চিপের ক্ষেত্রে হবে। এগুলো মেটার মেটাভার্স হার্ডওয়্যার আর্কিটেকচারকে প্রয়োজনীয় শক্তি দিতে ব্যবহৃত হবে।’
মেটাভার্স হচ্ছে এমন এক ভার্চুয়াল বিশ্ব, যেখানে ভার্চুয়ালি লোকেরা একে অপরের সঙ্গে যোগাযোগ, প্রয়োজনীয় কাজ এবং খেলাধুলা করতে পারবে। আর এ জন্য মেটাভার্সে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে মেটা।
ব্রডকম ও গুগল ২০১৬ সাল থেকে মেশিন লার্নিং কাজের জন্য ব্যবহৃত গুগলের কাস্টম চিপটি নিয়ে কাজ করছে। অনুমান করা হচ্ছে, এটি ২০২২ সালে ১৩০ কোটি ডলার রাজস্ব আয় করতে পারে।
মেটাভার্সের জন্য হার্ডওয়্যার পণ্যের একটি পরিসর তৈরি করছে মেটা। এর মধ্যে রয়েছে স্মার্ট চশমা, ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট ইত্যাদি। এমনকি প্রথম ফিজিক্যাল রিটেইল স্টোরও খোলা হয়েছে। এই স্টোরে ক্রেতারা স্মার্ট গ্ল্যাস, ভিডিও কলিং ডিভাইস, ভিআর হেডসেটসহ নানা গ্যাজেট ব্যবহার করে দেখতে পারছেন।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
মেটাভার্সের হার্ডওয়্যারে চিপ নির্মাতা কোম্পানি ব্রডকমের কাস্টম চিপ ব্যবহার করবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। আর তাই ব্রডকমের পরবর্তী শতকোটি ডলারের গ্রাহক হতে যাচ্ছে মেটা। মার্কিন প্রযুক্তি বিশ্লেষকদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্লেষকেরা বলছেন, এএসআইসি (অ্যাপ্লিকেশন-স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট) চিপগুলো এ বছর ব্রডকমকে ২০০ থেকে ২৫০ কোটি ডলার রাজস্ব সংগ্রহে সহায়তা করবে। মেটা, গুগলের অ্যালফাবেট ও মাইক্রোসফটের সঙ্গে করা অংশীদারত্বের চুক্তিই এ ক্ষেত্রে সাহায্য করবে।
বিশ্লেষক হারলান সুর বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই অর্জন প্রাথমিকভাবে ৫ ন্যানোমিটার ও ৩ ন্যানোমিটারের চিপের ক্ষেত্রে হবে। এগুলো মেটার মেটাভার্স হার্ডওয়্যার আর্কিটেকচারকে প্রয়োজনীয় শক্তি দিতে ব্যবহৃত হবে।’
মেটাভার্স হচ্ছে এমন এক ভার্চুয়াল বিশ্ব, যেখানে ভার্চুয়ালি লোকেরা একে অপরের সঙ্গে যোগাযোগ, প্রয়োজনীয় কাজ এবং খেলাধুলা করতে পারবে। আর এ জন্য মেটাভার্সে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে মেটা।
ব্রডকম ও গুগল ২০১৬ সাল থেকে মেশিন লার্নিং কাজের জন্য ব্যবহৃত গুগলের কাস্টম চিপটি নিয়ে কাজ করছে। অনুমান করা হচ্ছে, এটি ২০২২ সালে ১৩০ কোটি ডলার রাজস্ব আয় করতে পারে।
মেটাভার্সের জন্য হার্ডওয়্যার পণ্যের একটি পরিসর তৈরি করছে মেটা। এর মধ্যে রয়েছে স্মার্ট চশমা, ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট ইত্যাদি। এমনকি প্রথম ফিজিক্যাল রিটেইল স্টোরও খোলা হয়েছে। এই স্টোরে ক্রেতারা স্মার্ট গ্ল্যাস, ভিডিও কলিং ডিভাইস, ভিআর হেডসেটসহ নানা গ্যাজেট ব্যবহার করে দেখতে পারছেন।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে