প্রযুক্তি ডেস্ক, ঢাকা
সম্প্রতি স্পেস ইনোভেশন ক্যাম্প এর উদ্যোগে আয়োজিত হলো 'তুমি ও এরোপ্লেন উড়াতে পারবে' শীর্ষক ভার্চুয়াল সেমিনার।
বিমানের বিভিন্ন অংশের পরিচিতি, একটি বিমান কীভাবে ল্যান্ডিং এবং টেক-অফ করে, রাতের আধারে বিমানে কীভাবে আকাশে উড়ে, নেভিগেশন সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে দিক বদলায়, কীভাবে একজন পাইলট প্রাকৃতিক দুর্যোগে বিমানকে কন্ট্রোল করে থাকে, পাইলট এবং ইঞ্জিনিয়ার হতে গেলে প্রস্তুতি কেমন দরকার এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় সেমিনারটিতে।
আয়োজক সূত্রে জানা যায়, সারা বাংলাদেশ থেকে ৪-১২ বছর বয়সী প্রায় ১০০ জন অংশগ্রহণকারীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইঞ্জিনিয়ার মলয় কান্তি বালা, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইনস্ট্রাক্টর, অ্যাভিয়েশন অস্ট্রেলিয়া রিয়াদ কলেজ। তিনি বলেন সেমিনার চলাকালীন পুরো সময়টা আমাকে অত্যন্ত আনন্দ দেয় শিশু-কিশোরদের আগ্রহ দেখে। আমার বিশ্বাস আমরা যদি তাদেরকে সঠিক দিক-নির্দেশনা প্রদান করতে পারি তাহলে আজকের শিশু-কিশোররাই আগামী দিনে এই সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে।
স্পেস ইনোভেশন ক্যাম্প এর ক্রু চীফ আরিফুল হাসান অপু বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতিতে শিশু-কিশোররা বাইরে বের হতে পারছে না তাই ঘরে বসে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যেন তারা ইনোভেটিভ কিছু শিখতে পারে তার জন্যেই আমাদের এই আয়োজন।'
আয়োজনটি পরিচালনা করেন, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর পরিচালক জনাব মাহমুদ মুসা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ।
সম্প্রতি স্পেস ইনোভেশন ক্যাম্প এর উদ্যোগে আয়োজিত হলো 'তুমি ও এরোপ্লেন উড়াতে পারবে' শীর্ষক ভার্চুয়াল সেমিনার।
বিমানের বিভিন্ন অংশের পরিচিতি, একটি বিমান কীভাবে ল্যান্ডিং এবং টেক-অফ করে, রাতের আধারে বিমানে কীভাবে আকাশে উড়ে, নেভিগেশন সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে দিক বদলায়, কীভাবে একজন পাইলট প্রাকৃতিক দুর্যোগে বিমানকে কন্ট্রোল করে থাকে, পাইলট এবং ইঞ্জিনিয়ার হতে গেলে প্রস্তুতি কেমন দরকার এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় সেমিনারটিতে।
আয়োজক সূত্রে জানা যায়, সারা বাংলাদেশ থেকে ৪-১২ বছর বয়সী প্রায় ১০০ জন অংশগ্রহণকারীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইঞ্জিনিয়ার মলয় কান্তি বালা, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইনস্ট্রাক্টর, অ্যাভিয়েশন অস্ট্রেলিয়া রিয়াদ কলেজ। তিনি বলেন সেমিনার চলাকালীন পুরো সময়টা আমাকে অত্যন্ত আনন্দ দেয় শিশু-কিশোরদের আগ্রহ দেখে। আমার বিশ্বাস আমরা যদি তাদেরকে সঠিক দিক-নির্দেশনা প্রদান করতে পারি তাহলে আজকের শিশু-কিশোররাই আগামী দিনে এই সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে।
স্পেস ইনোভেশন ক্যাম্প এর ক্রু চীফ আরিফুল হাসান অপু বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতিতে শিশু-কিশোররা বাইরে বের হতে পারছে না তাই ঘরে বসে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যেন তারা ইনোভেটিভ কিছু শিখতে পারে তার জন্যেই আমাদের এই আয়োজন।'
আয়োজনটি পরিচালনা করেন, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর পরিচালক জনাব মাহমুদ মুসা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ।
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৬ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
২১ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
১ দিন আগে