প্রযুক্তি ডেস্ক, ঢাকা
সম্প্রতি স্পেস ইনোভেশন ক্যাম্প এর উদ্যোগে আয়োজিত হলো 'তুমি ও এরোপ্লেন উড়াতে পারবে' শীর্ষক ভার্চুয়াল সেমিনার।
বিমানের বিভিন্ন অংশের পরিচিতি, একটি বিমান কীভাবে ল্যান্ডিং এবং টেক-অফ করে, রাতের আধারে বিমানে কীভাবে আকাশে উড়ে, নেভিগেশন সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে দিক বদলায়, কীভাবে একজন পাইলট প্রাকৃতিক দুর্যোগে বিমানকে কন্ট্রোল করে থাকে, পাইলট এবং ইঞ্জিনিয়ার হতে গেলে প্রস্তুতি কেমন দরকার এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় সেমিনারটিতে।
আয়োজক সূত্রে জানা যায়, সারা বাংলাদেশ থেকে ৪-১২ বছর বয়সী প্রায় ১০০ জন অংশগ্রহণকারীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইঞ্জিনিয়ার মলয় কান্তি বালা, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইনস্ট্রাক্টর, অ্যাভিয়েশন অস্ট্রেলিয়া রিয়াদ কলেজ। তিনি বলেন সেমিনার চলাকালীন পুরো সময়টা আমাকে অত্যন্ত আনন্দ দেয় শিশু-কিশোরদের আগ্রহ দেখে। আমার বিশ্বাস আমরা যদি তাদেরকে সঠিক দিক-নির্দেশনা প্রদান করতে পারি তাহলে আজকের শিশু-কিশোররাই আগামী দিনে এই সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে।
স্পেস ইনোভেশন ক্যাম্প এর ক্রু চীফ আরিফুল হাসান অপু বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতিতে শিশু-কিশোররা বাইরে বের হতে পারছে না তাই ঘরে বসে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যেন তারা ইনোভেটিভ কিছু শিখতে পারে তার জন্যেই আমাদের এই আয়োজন।'
আয়োজনটি পরিচালনা করেন, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর পরিচালক জনাব মাহমুদ মুসা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ।
সম্প্রতি স্পেস ইনোভেশন ক্যাম্প এর উদ্যোগে আয়োজিত হলো 'তুমি ও এরোপ্লেন উড়াতে পারবে' শীর্ষক ভার্চুয়াল সেমিনার।
বিমানের বিভিন্ন অংশের পরিচিতি, একটি বিমান কীভাবে ল্যান্ডিং এবং টেক-অফ করে, রাতের আধারে বিমানে কীভাবে আকাশে উড়ে, নেভিগেশন সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে দিক বদলায়, কীভাবে একজন পাইলট প্রাকৃতিক দুর্যোগে বিমানকে কন্ট্রোল করে থাকে, পাইলট এবং ইঞ্জিনিয়ার হতে গেলে প্রস্তুতি কেমন দরকার এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় সেমিনারটিতে।
আয়োজক সূত্রে জানা যায়, সারা বাংলাদেশ থেকে ৪-১২ বছর বয়সী প্রায় ১০০ জন অংশগ্রহণকারীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইঞ্জিনিয়ার মলয় কান্তি বালা, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইনস্ট্রাক্টর, অ্যাভিয়েশন অস্ট্রেলিয়া রিয়াদ কলেজ। তিনি বলেন সেমিনার চলাকালীন পুরো সময়টা আমাকে অত্যন্ত আনন্দ দেয় শিশু-কিশোরদের আগ্রহ দেখে। আমার বিশ্বাস আমরা যদি তাদেরকে সঠিক দিক-নির্দেশনা প্রদান করতে পারি তাহলে আজকের শিশু-কিশোররাই আগামী দিনে এই সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে।
স্পেস ইনোভেশন ক্যাম্প এর ক্রু চীফ আরিফুল হাসান অপু বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতিতে শিশু-কিশোররা বাইরে বের হতে পারছে না তাই ঘরে বসে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যেন তারা ইনোভেটিভ কিছু শিখতে পারে তার জন্যেই আমাদের এই আয়োজন।'
আয়োজনটি পরিচালনা করেন, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর পরিচালক জনাব মাহমুদ মুসা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ।
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩৩ মিনিট আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
২ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৪ ঘণ্টা আগে