অনলাইন ডেস্ক
ইলন মাস্কের স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক আজ মঙ্গলবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এই পদক্ষেপের ফলে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকাসহ সারা বাংলাদেশে উচ্চগতির, লো-ল্যাটেন্সি ইন্টারনেট পরিষেবা সহজলভ্য হবে।
বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই স্টারলিংক প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন।
স্টারলিংকের সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। প্যাকেজ দুটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০ টাকা।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, স্টারলিংকে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।
বাংলাদেশে স্টারলিংক অর্ডার করার পদ্ধতি
বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com-এর মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারবেন। অর্ডার প্রক্রিয়ার মধ্যে আপনার সার্ভিস ঠিকানা প্রবেশ করে পরিষেবার প্রাপ্যতা যাচাই করা, একটি পরিষেবা প্ল্যান নির্বাচন করা এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার কিট ক্রয় সম্পন্ন করার বিষয়গুলো রয়েছে।
স্ট্যান্ডার্ড কিটে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াই-ফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড এবং ক্যাবল অন্তর্ভুক্ত থাকে। সেটআপ প্রক্রিয়াটি সহজ: সরঞ্জামগুলো প্লাগ ইন করুন এবং নিশ্চিত করুন যে ডিশের আকাশের দিকে একটি পরিষ্কার, বাধাহীন দৃশ্য রয়েছে।
অর্ডার করবেন যেভাবে:
১. এই লিঙ্কে যান:
২. আপনার ঠিকানা লিখুন (উদাহরণস্বরূপ, Dhaka Division) এবং ‘Order Now’ ক্লিক করুন।
৩. ড্রপডাউন থেকে প্রস্তাবিত ঠিকানা নির্বাচন করুন।
৪. আপনার পছন্দের প্যাকেজ নির্বাচন করুন এবং ‘Check Out’ ক্লিক করুন।
৫. আপনার যোগাযোগের তথ্য এবং অর্থপ্রদানের বিবরণ পূরণ করুন, এরপর ‘Place Order’ ক্লিক করুন। অর্থ পরিশোধের জন্য ব্যাংক কার্ড (ডেবিট বা ক্রেডিট কার্ড) ব্যবহার করা যাবে।
স্টারলিংক কিটটি ৩-৪ সপ্তাহের মধ্যে ঠিকানায় চলে আসবে।
প্যাকেজ এবং মূল্য
স্টারলিংক বাংলাদেশে দুটি রেসিডেন্সিয়াল প্যাকেজ অফার করছে:
উভয় প্যাকেজই ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ডেটা সরবরাহ করবে। হার্ডওয়্যার কিটের জন্য এককালীন সরঞ্জাম বাবদ ৪৭ হাজার টাকা খরচ হবে।
স্টারলিংক কিটটি সহজে ইনস্টলেশনের জন্য ডিজাইন করা হয়েছে। সর্বোত্তম কার্যকারিতার জন্য ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে স্যাটেলাইট ডিশের আকাশের দিকে একটি পরিষ্কার দৃষ্টিরেখা রয়েছে। অর্থাৎ, ডিশের সামনে ভবন, গাছপালা বা এ ধরনের কোনো বাধা যেন না থাকে।
আরও খবর পড়ুন:
ইলন মাস্কের স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক আজ মঙ্গলবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এই পদক্ষেপের ফলে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকাসহ সারা বাংলাদেশে উচ্চগতির, লো-ল্যাটেন্সি ইন্টারনেট পরিষেবা সহজলভ্য হবে।
বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই স্টারলিংক প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন।
স্টারলিংকের সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। প্যাকেজ দুটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০ টাকা।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, স্টারলিংকে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।
বাংলাদেশে স্টারলিংক অর্ডার করার পদ্ধতি
বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com-এর মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারবেন। অর্ডার প্রক্রিয়ার মধ্যে আপনার সার্ভিস ঠিকানা প্রবেশ করে পরিষেবার প্রাপ্যতা যাচাই করা, একটি পরিষেবা প্ল্যান নির্বাচন করা এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার কিট ক্রয় সম্পন্ন করার বিষয়গুলো রয়েছে।
স্ট্যান্ডার্ড কিটে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াই-ফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড এবং ক্যাবল অন্তর্ভুক্ত থাকে। সেটআপ প্রক্রিয়াটি সহজ: সরঞ্জামগুলো প্লাগ ইন করুন এবং নিশ্চিত করুন যে ডিশের আকাশের দিকে একটি পরিষ্কার, বাধাহীন দৃশ্য রয়েছে।
অর্ডার করবেন যেভাবে:
১. এই লিঙ্কে যান:
২. আপনার ঠিকানা লিখুন (উদাহরণস্বরূপ, Dhaka Division) এবং ‘Order Now’ ক্লিক করুন।
৩. ড্রপডাউন থেকে প্রস্তাবিত ঠিকানা নির্বাচন করুন।
৪. আপনার পছন্দের প্যাকেজ নির্বাচন করুন এবং ‘Check Out’ ক্লিক করুন।
৫. আপনার যোগাযোগের তথ্য এবং অর্থপ্রদানের বিবরণ পূরণ করুন, এরপর ‘Place Order’ ক্লিক করুন। অর্থ পরিশোধের জন্য ব্যাংক কার্ড (ডেবিট বা ক্রেডিট কার্ড) ব্যবহার করা যাবে।
স্টারলিংক কিটটি ৩-৪ সপ্তাহের মধ্যে ঠিকানায় চলে আসবে।
প্যাকেজ এবং মূল্য
স্টারলিংক বাংলাদেশে দুটি রেসিডেন্সিয়াল প্যাকেজ অফার করছে:
উভয় প্যাকেজই ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ডেটা সরবরাহ করবে। হার্ডওয়্যার কিটের জন্য এককালীন সরঞ্জাম বাবদ ৪৭ হাজার টাকা খরচ হবে।
স্টারলিংক কিটটি সহজে ইনস্টলেশনের জন্য ডিজাইন করা হয়েছে। সর্বোত্তম কার্যকারিতার জন্য ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে স্যাটেলাইট ডিশের আকাশের দিকে একটি পরিষ্কার দৃষ্টিরেখা রয়েছে। অর্থাৎ, ডিশের সামনে ভবন, গাছপালা বা এ ধরনের কোনো বাধা যেন না থাকে।
আরও খবর পড়ুন:
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
১ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১ দিন আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১ দিন আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১ দিন আগে