অনলাইন ডেস্ক
দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুই ইলেকট্রিক বাইক এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো। ‘এ১০’ ও ‘এ১২’ নামের মডেলগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় যথাক্রমে ৩৫ ও ৪৭ কিলোমিটার। উভয় বাইকই দৃষ্টিনন্দন ও টেকসই। সেই সঙ্গে রয়েছে অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স। তাই একবার চার্জে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পথ পর্যন্ত চলতে পারবে মডেল দুটি। রিভোর ‘এ১০’ মডেলের দাম শুরু ৭৯ হাজার ৯০০ টাকা থেকে এবং ‘এ১২’ মডেলের বাইক পাওয়া যাবে ৯৯ হাজার ৯০০ টাকায়।
গত শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত শোরুমে নতুন এই বাইক দুটো উন্মোচন করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নেইল। এ সময় তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিবহনব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজ করুক। এ১০ এবং এ১২-এর উদ্বোধন আমাদের ক্রমাগত উদ্ভাবন ও উন্নতির প্রতিফলন। আমরা সব সময় আমাদের পণ্য উন্নত করছি, যেন গ্রাহক সর্বোচ্চ সুবিধা পান।’
মডেলগুলো সাধারণ ক্রেতাদের দৈনন্দিন যাতায়াতে নতুন মাত্রা দেবে বলে মনে করে কোম্পানিটি।
প্রসঙ্গত, রিভো ‘এ১০’ তরুণদের জন্য আদর্শ, আধুনিক ডিজাইনের একটি বৈদ্যুতিক বাইক। এতে সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘণ্টা, যা নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করে।
এদিকে বাংলাদেশে চালু হওয়া ‘এ০১’ মডেলের উন্নত সংস্করণ হলো রিভোর ‘এ১২ ’। পেশাদার ও কর্পোরেট ব্যবহারকারীদের জন্য এই মডেল তৈরি রয়েছে। এতে রয়েছে ৬০ ভোল্ট/ ২৬ অ্যাম্পিয়ার আওয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং ১০০০ ওয়াট মোটর। এ বাইকের সর্বোচ্চ গতি ৪৭ কিমি/ঘণ্টা, আর একবার চার্জে এটি ৭৫-৮৫ কিলোমিটার পথ চলতে পারবে।
রিভো, গ্রাহকদের মতামত গ্রহণ করে এর প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করে চলেছে, যাতে আরও ভালো মাইলেজ, গতি ও পারফরম্যান্স নিশ্চিত করা যায়। ব্যবহারাকরীদের সন্তুষ্টি বাড়ানোর জন্য, কোম্পানিটি সারা দেশে ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টিও দিচ্ছে।
দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুই ইলেকট্রিক বাইক এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো। ‘এ১০’ ও ‘এ১২’ নামের মডেলগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় যথাক্রমে ৩৫ ও ৪৭ কিলোমিটার। উভয় বাইকই দৃষ্টিনন্দন ও টেকসই। সেই সঙ্গে রয়েছে অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স। তাই একবার চার্জে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পথ পর্যন্ত চলতে পারবে মডেল দুটি। রিভোর ‘এ১০’ মডেলের দাম শুরু ৭৯ হাজার ৯০০ টাকা থেকে এবং ‘এ১২’ মডেলের বাইক পাওয়া যাবে ৯৯ হাজার ৯০০ টাকায়।
গত শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত শোরুমে নতুন এই বাইক দুটো উন্মোচন করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নেইল। এ সময় তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিবহনব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজ করুক। এ১০ এবং এ১২-এর উদ্বোধন আমাদের ক্রমাগত উদ্ভাবন ও উন্নতির প্রতিফলন। আমরা সব সময় আমাদের পণ্য উন্নত করছি, যেন গ্রাহক সর্বোচ্চ সুবিধা পান।’
মডেলগুলো সাধারণ ক্রেতাদের দৈনন্দিন যাতায়াতে নতুন মাত্রা দেবে বলে মনে করে কোম্পানিটি।
প্রসঙ্গত, রিভো ‘এ১০’ তরুণদের জন্য আদর্শ, আধুনিক ডিজাইনের একটি বৈদ্যুতিক বাইক। এতে সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘণ্টা, যা নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করে।
এদিকে বাংলাদেশে চালু হওয়া ‘এ০১’ মডেলের উন্নত সংস্করণ হলো রিভোর ‘এ১২ ’। পেশাদার ও কর্পোরেট ব্যবহারকারীদের জন্য এই মডেল তৈরি রয়েছে। এতে রয়েছে ৬০ ভোল্ট/ ২৬ অ্যাম্পিয়ার আওয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং ১০০০ ওয়াট মোটর। এ বাইকের সর্বোচ্চ গতি ৪৭ কিমি/ঘণ্টা, আর একবার চার্জে এটি ৭৫-৮৫ কিলোমিটার পথ চলতে পারবে।
রিভো, গ্রাহকদের মতামত গ্রহণ করে এর প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করে চলেছে, যাতে আরও ভালো মাইলেজ, গতি ও পারফরম্যান্স নিশ্চিত করা যায়। ব্যবহারাকরীদের সন্তুষ্টি বাড়ানোর জন্য, কোম্পানিটি সারা দেশে ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টিও দিচ্ছে।
মেসেজিং ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কোটি কোটি মানুষ। পরিবার, বন্ধু, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলারও সুযোগ রয়েছে। এ ধরনের গ্রুপগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডমিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩ মিনিট আগেতথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। গতকাল সোমবার মার্কিন শেয়ারবাজার ‘নাসডাক’-এর বড় ধরনের দরপতন হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সাতটি সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানিগুলো মোট ৭৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে, যা ২০২২ সালের পর সবচেয়ে বড় পতন।
১৬ ঘণ্টা আগেমানুষের মতোই মানসিক চাপ ও উদ্বেগের লক্ষণ দেখায় ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। বিশেষত যখন এটি বিপজ্জনক বা বিভ্রান্তিকর তথ্যের সম্মুখীন হয়। নতুন এক গবেষণায় এই এআই চ্যাটবট সম্পর্কে এসব তথ্য জানা যায়।
১৭ ঘণ্টা আগেআসন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্সের বেশ কিছু ফিচার ফাঁস হয়েছে। প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে এসব ফিচার। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ফোনটি স্মার্টফোনের দুনিয়ায় নতুন এক বিপ্লব সৃষ্টি করতে পারে। আইফোন ১৭ প্রো ম্যাক্স ছাড়াও আইফোন ১৭ ‘এয়ার’ নামক...
১৮ ঘণ্টা আগে