সুপ্রিয় সিকদার, ঢাকা
২০২১ সালে ভারতে প্রথম বাজারে আসে টিভিএস কোম্পানির টিভিএস রাইডার ১২৫ সিসির বাইকটি। ভারতের বাজারে ইতিবাচক প্রভাব ফেলে এরই মধ্যে দেশের বাজারে নিজের জায়গা দখল করে নিয়েছে এই কমিউটার বাইক। বাইকপ্রেমীদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে স্পোর্টিং লুকের এই বাইক। অনেকেই বলছেন, ন্যাকেড স্পোর্টিং লুকের বাইকটি মার্কেট কাঁপাবে। টিভিএস অটোর সব শোরুমেই প্রি-বুকিংয়ের মাধ্যমে বাইকটি এখন পাওয়া যাচ্ছে।
টিভিএস রাইডার বাইকটিতে রয়েছে টিভিএস ফোর-ভির ডিজাইনের মতো সুন্দর হেডলাইট। এটি বাইকটিতে একটি এগ্রেসিভ লুক দেয়। হেডলাইটে থাকছে এলইডি ডিআরএল লাইট। পাশাপাশি এলইডি এই হেড লাইটের আলোও রাস্তায় চলাচলের জন্য যথেষ্ট। টেল লাইটেও আনা হয়েছে নতুনত্ব। নতুন এই বাইকে রয়েছে ইউনিক ডিজাইন, স্প্লিট সিট (টু পার্ট সিট), টায়ার সাইজ, সাইলেন্সার পাইপের ধরনেও এনেছে ব্যাপক পরিবর্তন। বাইকটির সবচেয়ে মজার বিষয় নেগেটিভ মিটার, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রয়েছে হেলমেট অ্যালার্ম, যা বাইকে বসার পর আপনাকে হেলমেট পরার কথা স্মরণ করিয়ে দেবে। রয়েছে গিয়ার ইন্ডিকেটর।
১২৫ সিসি সেগমেন্টের বাইকটিতে রয়েছে সামনে ২৪০ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক। বাইকটিতে পুরোপুরি স্পোর্টস লুক দেওয়ার জন্য রয়েছে একটি ইঞ্জিন গার্ড। রয়েছে আই টাচ টেকনোলজি। এর ফলে শুধু সেলফ সুইচের চাপেই স্টার্ট হবে বাইকটি।
সিনক্রোনাইজ ব্রেকিং টেকনোলজির (এসবিটি) ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বাইকটিতে। এটি থাকায় অনেকটা সিবিএসের মতো ব্রেকিং কাজ করে, যা ১২৫ সিসি সেগমেন্টের কমিউটার বাইকের মধ্যে অন্যতম। ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের এই বাইকের সিটের উচ্চতা ৭৮০ মিলিমিটার। ফলে যেকোনো উচ্চতার মানুষ সহজে বাইকটি রাইড করতে পারবেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে।
১০ লিটার তেল ধারণক্ষমতার বাইকটিতে রয়েছে সামনে ৮০/১০০ এবং পেছনে ১০০/৯০ সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে রয়েছে টেলিস্কোপ সাসপেনশন।
বাইকটির ইঞ্জিনেও রয়েছে বিশেষত্ব। রয়েছে এয়ার এবং ওয়েল কুলিং সিস্টেম। কার্বুরেটর ইঞ্জিনে রয়েছে ফোর-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার। যেটা ১২ দশমিক ৭ বিএইচপি ৬০০০ আরপিএম ক্ষমতা তৈরি করতে পারে এবং টর্ক ১১ দশমিক ৫ এনএম। ফলে বলা যেতেই পারে বাইকটি এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী মোটরবাইক। রয়েছে ৫ স্পিড গিয়ার ট্রান্সমিশন।
সিটি রাইডে এক লিটার তেলে ৪৮ থেকে ৫০ কিলোমিটার মাইলেজ পাবেন। বাইকটির পিলিয়ন (পেছনে যে বসে) বসার সিট বেশ আরামদায়ক। এর টু-পার্ট সিট এবং ফোম বেশ আরামদায়ক। ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা দামের এই বাইক বর্তমানে বাংলাদেশের বাজারে STRIKING RED, BLAZING BLUE, WICKED BLACK এবং FIERY YELLOW রঙে পাওয়া যাচ্ছে।
২০২১ সালে ভারতে প্রথম বাজারে আসে টিভিএস কোম্পানির টিভিএস রাইডার ১২৫ সিসির বাইকটি। ভারতের বাজারে ইতিবাচক প্রভাব ফেলে এরই মধ্যে দেশের বাজারে নিজের জায়গা দখল করে নিয়েছে এই কমিউটার বাইক। বাইকপ্রেমীদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে স্পোর্টিং লুকের এই বাইক। অনেকেই বলছেন, ন্যাকেড স্পোর্টিং লুকের বাইকটি মার্কেট কাঁপাবে। টিভিএস অটোর সব শোরুমেই প্রি-বুকিংয়ের মাধ্যমে বাইকটি এখন পাওয়া যাচ্ছে।
টিভিএস রাইডার বাইকটিতে রয়েছে টিভিএস ফোর-ভির ডিজাইনের মতো সুন্দর হেডলাইট। এটি বাইকটিতে একটি এগ্রেসিভ লুক দেয়। হেডলাইটে থাকছে এলইডি ডিআরএল লাইট। পাশাপাশি এলইডি এই হেড লাইটের আলোও রাস্তায় চলাচলের জন্য যথেষ্ট। টেল লাইটেও আনা হয়েছে নতুনত্ব। নতুন এই বাইকে রয়েছে ইউনিক ডিজাইন, স্প্লিট সিট (টু পার্ট সিট), টায়ার সাইজ, সাইলেন্সার পাইপের ধরনেও এনেছে ব্যাপক পরিবর্তন। বাইকটির সবচেয়ে মজার বিষয় নেগেটিভ মিটার, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রয়েছে হেলমেট অ্যালার্ম, যা বাইকে বসার পর আপনাকে হেলমেট পরার কথা স্মরণ করিয়ে দেবে। রয়েছে গিয়ার ইন্ডিকেটর।
১২৫ সিসি সেগমেন্টের বাইকটিতে রয়েছে সামনে ২৪০ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক। বাইকটিতে পুরোপুরি স্পোর্টস লুক দেওয়ার জন্য রয়েছে একটি ইঞ্জিন গার্ড। রয়েছে আই টাচ টেকনোলজি। এর ফলে শুধু সেলফ সুইচের চাপেই স্টার্ট হবে বাইকটি।
সিনক্রোনাইজ ব্রেকিং টেকনোলজির (এসবিটি) ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বাইকটিতে। এটি থাকায় অনেকটা সিবিএসের মতো ব্রেকিং কাজ করে, যা ১২৫ সিসি সেগমেন্টের কমিউটার বাইকের মধ্যে অন্যতম। ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের এই বাইকের সিটের উচ্চতা ৭৮০ মিলিমিটার। ফলে যেকোনো উচ্চতার মানুষ সহজে বাইকটি রাইড করতে পারবেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে।
১০ লিটার তেল ধারণক্ষমতার বাইকটিতে রয়েছে সামনে ৮০/১০০ এবং পেছনে ১০০/৯০ সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে রয়েছে টেলিস্কোপ সাসপেনশন।
বাইকটির ইঞ্জিনেও রয়েছে বিশেষত্ব। রয়েছে এয়ার এবং ওয়েল কুলিং সিস্টেম। কার্বুরেটর ইঞ্জিনে রয়েছে ফোর-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার। যেটা ১২ দশমিক ৭ বিএইচপি ৬০০০ আরপিএম ক্ষমতা তৈরি করতে পারে এবং টর্ক ১১ দশমিক ৫ এনএম। ফলে বলা যেতেই পারে বাইকটি এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী মোটরবাইক। রয়েছে ৫ স্পিড গিয়ার ট্রান্সমিশন।
সিটি রাইডে এক লিটার তেলে ৪৮ থেকে ৫০ কিলোমিটার মাইলেজ পাবেন। বাইকটির পিলিয়ন (পেছনে যে বসে) বসার সিট বেশ আরামদায়ক। এর টু-পার্ট সিট এবং ফোম বেশ আরামদায়ক। ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা দামের এই বাইক বর্তমানে বাংলাদেশের বাজারে STRIKING RED, BLAZING BLUE, WICKED BLACK এবং FIERY YELLOW রঙে পাওয়া যাচ্ছে।
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
১ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৫ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৮ ঘণ্টা আগে