অনলাইন ডেস্ক
পুরোনো কম্পিউটার (পিসি) ব্যবহারকারীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। এবার উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তাঁদের পিসি উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে পারবেন।
মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার প্যানোস পানে একটি ব্লগ পোস্টে লিখেছেন, আজ, আমরা এ তথ্যটি শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত যে, উইন্ডোজ ১১-এ আপগ্রেড অফারটি ব্যবহারকারীদের প্রাপ্যতার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে শুরু করেছে। ২০২২ সালের মাঝামাঝি আমাদের প্রাথমিক পরিকল্পনাকে অনেকখানি এগিয়ে রাখবে এটি।
বিনা মূল্যে আপগ্রেড অফার দিয়ে উইন্ডোজ ১০ মেশিনের জন্য গত বছরের ৫ অক্টোবর থেকে উইন্ডোজ ১১ অবমুক্ত করেছে মাইক্রোসফট। তখন থেকে শুধু নতুন বা হালনাগাদ হার্ডওয়্যারের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে। এখন কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে, পুরোনো পিসিগুলোও আপগ্রেড করার সুযোগ পাওয়া যাবে। তবে হার্ডওয়্যারের ন্যূনতম প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করতে হবে।
পানাইয়ের মতে, অনেক উইন্ডোজ ১০ ব্যবহারকারী এরই মধ্যে বিনা মূল্যে আপগ্রেড পেয়েছেন। অক্টোবরে উইন্ডোজ ১১ অবমুক্ত হওয়ার পর থেকে, আমরা এর জন্য ব্যাপক চাহিদা দেখছি। মানুষ এটিকে পছন্দও করছে।
মাইক্রোসফট সম্ভবত উইন্ডোজ ১০ এর তুলনায় ছোট ব্যবহারকারী বেজে উইন্ডোজ ১১ আপগ্রেড অপশন দিচ্ছে। যেখানে উইন্ডোজ ১০ সংস্করণটি ২০১৫ সালে প্রাথমিক অবমুক্তের কয়েক মাসের মধ্যে ১ কোটি ১০ লাখের বেশি ডিভাইসে ইনস্টল করা হয়েছিল।
পুরোনো পিসিতে উইন্ডোজ ১১ আপগ্রেডের অপশন দেওয়া হলেও চার বা পাঁচ বছরের বেশি পুরোনোগুলোতে কিন্তু উইন্ডোজ ১১ আপগ্রেডের যোগ্য বলে গণ্য হবে না। অবশ্য এখনো ম্যানুয়ালি এটি ইনস্টল করা যাচ্ছে। এখানে হার্ডওয়্যার যাচাই বাইপাস করে এটি করা যায়।
এদিকে পানাই আরও জানিয়েছেন, উইন্ডোজ ১১-এ অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থনের একটি পাবলিক প্রিভিউ আগামী মাসে শুরু হতে চলেছে। বর্তমানে এই সুযোগটি বেটা সংস্করণে আছে এবং শুধু উইন্ডোজ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।
পানাই জানান, আগামী ফেব্রুয়ারি মাসে কল মিউট এবং আনমিউটসহ টাস্কবারের কিছু উন্নতি, সহজে উইন্ডো শেয়ারিং এবং টাস্কবারে আবহাওয়া ফিচার আনার পাশাপাশি নতুন ডিজাইনের নোটপ্যাড এবং মিডিয়া প্লেয়ার আনার পরিকল্পনা করেছে উইন্ডোজ।
পুরোনো কম্পিউটার (পিসি) ব্যবহারকারীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। এবার উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তাঁদের পিসি উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে পারবেন।
মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার প্যানোস পানে একটি ব্লগ পোস্টে লিখেছেন, আজ, আমরা এ তথ্যটি শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত যে, উইন্ডোজ ১১-এ আপগ্রেড অফারটি ব্যবহারকারীদের প্রাপ্যতার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে শুরু করেছে। ২০২২ সালের মাঝামাঝি আমাদের প্রাথমিক পরিকল্পনাকে অনেকখানি এগিয়ে রাখবে এটি।
বিনা মূল্যে আপগ্রেড অফার দিয়ে উইন্ডোজ ১০ মেশিনের জন্য গত বছরের ৫ অক্টোবর থেকে উইন্ডোজ ১১ অবমুক্ত করেছে মাইক্রোসফট। তখন থেকে শুধু নতুন বা হালনাগাদ হার্ডওয়্যারের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে। এখন কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে, পুরোনো পিসিগুলোও আপগ্রেড করার সুযোগ পাওয়া যাবে। তবে হার্ডওয়্যারের ন্যূনতম প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করতে হবে।
পানাইয়ের মতে, অনেক উইন্ডোজ ১০ ব্যবহারকারী এরই মধ্যে বিনা মূল্যে আপগ্রেড পেয়েছেন। অক্টোবরে উইন্ডোজ ১১ অবমুক্ত হওয়ার পর থেকে, আমরা এর জন্য ব্যাপক চাহিদা দেখছি। মানুষ এটিকে পছন্দও করছে।
মাইক্রোসফট সম্ভবত উইন্ডোজ ১০ এর তুলনায় ছোট ব্যবহারকারী বেজে উইন্ডোজ ১১ আপগ্রেড অপশন দিচ্ছে। যেখানে উইন্ডোজ ১০ সংস্করণটি ২০১৫ সালে প্রাথমিক অবমুক্তের কয়েক মাসের মধ্যে ১ কোটি ১০ লাখের বেশি ডিভাইসে ইনস্টল করা হয়েছিল।
পুরোনো পিসিতে উইন্ডোজ ১১ আপগ্রেডের অপশন দেওয়া হলেও চার বা পাঁচ বছরের বেশি পুরোনোগুলোতে কিন্তু উইন্ডোজ ১১ আপগ্রেডের যোগ্য বলে গণ্য হবে না। অবশ্য এখনো ম্যানুয়ালি এটি ইনস্টল করা যাচ্ছে। এখানে হার্ডওয়্যার যাচাই বাইপাস করে এটি করা যায়।
এদিকে পানাই আরও জানিয়েছেন, উইন্ডোজ ১১-এ অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থনের একটি পাবলিক প্রিভিউ আগামী মাসে শুরু হতে চলেছে। বর্তমানে এই সুযোগটি বেটা সংস্করণে আছে এবং শুধু উইন্ডোজ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।
পানাই জানান, আগামী ফেব্রুয়ারি মাসে কল মিউট এবং আনমিউটসহ টাস্কবারের কিছু উন্নতি, সহজে উইন্ডো শেয়ারিং এবং টাস্কবারে আবহাওয়া ফিচার আনার পাশাপাশি নতুন ডিজাইনের নোটপ্যাড এবং মিডিয়া প্লেয়ার আনার পরিকল্পনা করেছে উইন্ডোজ।
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
৫ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
৯ ঘণ্টা আগে