প্রায় সব ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মাইক্রোসফটও এর ব্যতিক্রম নয়, এজ ব্রাউজারে এআই ভিডিও ট্রান্সলেট বা অনুবাদ ফিচার যুক্ত করার জন্য কাজ চলছে। এআই দিয়ে ভিডিওর অডিও ও সাবটাইটেল অনুবাদ করে দেবে। তবে ফিচারটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
গত বছরের অক্টোবর থেকে মাইক্রোসফটের এআই অনুবাদ ফিচার অনুসরণ করেন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী লিওপেভা ৬৪। প্রথমেই একে সাধারণ ‘ট্রান্সলেট’ বাটন হিসেবে দেখা গিয়েছিল, যা কোনো কাজই করছিল না। তবে পরবর্তী সময়ে এই ফিচারের আপডেট শেয়ার করেন লিওপেভা ৬৪। মার্চের শুরুতে তিনি বলেন, এই বাটন অডিও ও সাবটাইটেলের অনুবাদ করে দেবে। চার দিন আগে লিওপেভা ৬৪ বলেন ফিচারটি এআইভিত্তিক হবে। দুই দিন আগে তিনি বলেন, এই ফিচারের সঙ্গে মাইক্রোসফট একটি টগল বাটন যুক্ত করেছেন, যার মাধ্যমে ভিডিও অনুবাদের ফিচারটি চালু বা বন্ধ করে দেওয়া যাবে।
ফিচারটি চালু থাকলে যেকোনো ভিডিও পছন্দের ভাষায় অনুবাদ করা যাবে। ভিডিওর অডিও ও সাবটাইটেলের যেকোনো একটি অনুবাদ করতে পারবেন ব্যবহারকরীরা। টগল বাটনটি দেখা গেলেও এটি এখনো কার্যকরী নয়। মাইক্রোসফট এই ফিচার নিয়ে কাজ করছে। ফিচারটি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছে কোম্পানিটি।
ম্যাক বা উইন্ডোজ পিসির এজ ব্রাউজারে ফিচারটি পাওয়া যাবে না। মাইক্রোসফটের এজের আরেক সংস্করণ এজ ক্যানারিতে ফিচারটি পাওয়া যাবে। চূড়ান্তভাবে উন্মোচনের আগে পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে এজ ক্যানারিতে নতুন ফিচারগুলো ছাড়া হয়।
লিওপেভা ৬৪ বলেন, গত সোমবার এজ ক্যানারি ব্যবহারকারীদের জন্য ফিচারটি টগল বাটন চালু করে। কিন্তু সব ক্যানারি ব্রাউজারেও এটি দেখা যাচ্ছে না। মাইক্রোসফট পর্যায়ক্রমে ফিচারটি ব্যবহারকারীদের ব্রাউজারে চালু করবে বলে আশা করছেন লিওপেভা ৬৪।
ইতিমধ্যে এআইভিত্তিক অ্যাসিস্ট্যান্ট কোপাইলট উন্মোচন করেছেন মাইক্রোসফট। এটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সাহায্যে কাজ করে। মাইক্রোসফট ওপেনএআইয়ের সবচেয়ে বড় বিনিয়োগকারী।
তথ্যসূত্র: লাইফহ্যাকার
প্রায় সব ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মাইক্রোসফটও এর ব্যতিক্রম নয়, এজ ব্রাউজারে এআই ভিডিও ট্রান্সলেট বা অনুবাদ ফিচার যুক্ত করার জন্য কাজ চলছে। এআই দিয়ে ভিডিওর অডিও ও সাবটাইটেল অনুবাদ করে দেবে। তবে ফিচারটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
গত বছরের অক্টোবর থেকে মাইক্রোসফটের এআই অনুবাদ ফিচার অনুসরণ করেন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী লিওপেভা ৬৪। প্রথমেই একে সাধারণ ‘ট্রান্সলেট’ বাটন হিসেবে দেখা গিয়েছিল, যা কোনো কাজই করছিল না। তবে পরবর্তী সময়ে এই ফিচারের আপডেট শেয়ার করেন লিওপেভা ৬৪। মার্চের শুরুতে তিনি বলেন, এই বাটন অডিও ও সাবটাইটেলের অনুবাদ করে দেবে। চার দিন আগে লিওপেভা ৬৪ বলেন ফিচারটি এআইভিত্তিক হবে। দুই দিন আগে তিনি বলেন, এই ফিচারের সঙ্গে মাইক্রোসফট একটি টগল বাটন যুক্ত করেছেন, যার মাধ্যমে ভিডিও অনুবাদের ফিচারটি চালু বা বন্ধ করে দেওয়া যাবে।
ফিচারটি চালু থাকলে যেকোনো ভিডিও পছন্দের ভাষায় অনুবাদ করা যাবে। ভিডিওর অডিও ও সাবটাইটেলের যেকোনো একটি অনুবাদ করতে পারবেন ব্যবহারকরীরা। টগল বাটনটি দেখা গেলেও এটি এখনো কার্যকরী নয়। মাইক্রোসফট এই ফিচার নিয়ে কাজ করছে। ফিচারটি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছে কোম্পানিটি।
ম্যাক বা উইন্ডোজ পিসির এজ ব্রাউজারে ফিচারটি পাওয়া যাবে না। মাইক্রোসফটের এজের আরেক সংস্করণ এজ ক্যানারিতে ফিচারটি পাওয়া যাবে। চূড়ান্তভাবে উন্মোচনের আগে পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে এজ ক্যানারিতে নতুন ফিচারগুলো ছাড়া হয়।
লিওপেভা ৬৪ বলেন, গত সোমবার এজ ক্যানারি ব্যবহারকারীদের জন্য ফিচারটি টগল বাটন চালু করে। কিন্তু সব ক্যানারি ব্রাউজারেও এটি দেখা যাচ্ছে না। মাইক্রোসফট পর্যায়ক্রমে ফিচারটি ব্যবহারকারীদের ব্রাউজারে চালু করবে বলে আশা করছেন লিওপেভা ৬৪।
ইতিমধ্যে এআইভিত্তিক অ্যাসিস্ট্যান্ট কোপাইলট উন্মোচন করেছেন মাইক্রোসফট। এটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সাহায্যে কাজ করে। মাইক্রোসফট ওপেনএআইয়ের সবচেয়ে বড় বিনিয়োগকারী।
তথ্যসূত্র: লাইফহ্যাকার
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে