Ajker Patrika

ফোনের লক স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপের স্প্যাম অ্যাকাউন্ট ব্লক করবেন যেভাবে

ফোনের লক স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপের স্প্যাম অ্যাকাউন্ট ব্লক করবেন যেভাবে

স্মার্টফোনের লক স্ক্রিন থেকে স্প্যাম অ্যাকাউন্ট ব্লক করার ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। এই আপডেটের ফলে অ্যাপে প্রবেশ না করেই হোয়াটসঅ্যাপের অনাকাঙ্ক্ষিত ও প্রতারণামূলক মেসেজ বন্ধ করা যাবে। ফলে অনেক ব্যস্ততার মধ্যেও ব্যবহারকারীরা সরাসরি এই কাজ করতে পারবেন। 

ব্যবহারকারীর ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার পাশাপাশি অ্যাপটির ব্যবহার আরও সহজ করতে ফিচারটি নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। 

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের স্প্যাম মেসেজ সহজেই চিহ্নিত করতে পারবে ও ফোনের লক না খুলেই এসব অ্যাকাউন্ট ব্লক করতে পারবে। লক স্ক্রিনের কোনো স্প্যাম মেসেজের নোটিফিকেশনের ওপর চাপ দিয়ে ধরে রাখলে কয়েকটি অপশন দেখাবে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে স্প্যাম অ্যাকাউন্টটি ব্লক করার একটি অপশন থাকবে। আরেক অপশনের মাধ্যমে স্প্যাম অ্যাকাউন্টটি রিপোর্টও করা যাবে। 

এছাড়া অজানা নম্বর থেকে কোনো মেসেজ এলে হোয়াটসঅ্যাপ একটি সতর্কবার্তা পাঠাবে। সেই সঙ্গে নম্বরটি কন্টাক্ট তালিকায় যুক্ত করার ও ব্লক বা রিপোর্টের অপশন দেখা যাবে। এই ফিচারের পাশাপাশি অ্যাপ থেকে ব্লক করার আগের সুবিধাটিও থাকবে। এজন্য অ্যাপের সেটিংসে থেকে প্রাইভেসি অপশনে যেতে হবে। এরপর ‘ব্লক কন্টাক্ট’ অপশনটি খুঁজে বের করতে হবে এবং যে নম্বরটি ব্লক বা তালিকায় যুক্ত করতে চান, তা সার্চ করতে হবে। 

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীর নম্বর দরকার হয়। তাই কারও কাছে নম্বর থাকলেই হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ দিতে পারে। এর ফলে ব্যবহারকারীর গোপনীয়তা বিঘ্ন হতে পারে। এই সমস্যা সমাধানে নম্বর ছাড়াও অ্যাকাউন্ট খোলার অপশন নিয়ে আসার জন্য হোয়াটসঅ্যাপ চেষ্টা করছে বলে জানা গেছে। 

শিগগিরই হোয়াটসঅ্যাপে ক্রস–প্ল্যাটফর্ম ম্যাসেজিং সুবিধাও নিয়ে আসছে মেটা। ‘থার্ড পার্টি চ্যাটস’ নামের নতুন এই ফিচার চালু করা হলে অন্যান্য ম্যাসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান করা যাবে। ব্যবহারকারীদের বোঝার সুবিধার্থে কোন মেসেজ কোন প্ল্যাটফর্ম থেকে এসেছে, তা আলাদা করে চিহ্নিত করবে হোয়াটসঅ্যাপ। আর হোয়াটসঅ্যাপের মেসেজগুলো এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। 

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত