Ajker Patrika

একাধিক পিডিএফ একটি ফাইলে পরিণত করবেন যেভাবে

একাধিক পিডিএফ একটি ফাইলে পরিণত করবেন যেভাবে

অনেক সময় আমরা বিচ্ছিন্ন পিডিএফ ফাইল পাই, যেগুলোকে একটি ফাইলে পরিণত করার প্রয়োজন হয়। এই কাজটি অ্যাডোবি অ্যাক্রোব্যাটের অনলাইন টুল ব্যবহার করে খুব সহজেই করা যায়; বেশি সময়ও লাগে না।

অ্যাডোবির এই টুল প্রথমবার ব্যবহারের জন্য সাইন ইন করার প্রয়োজন নেই। পিডিএফ ফাইলগুলো একত্রিত করার পর শুধু ডাউনলোড করলেই হবে।

তবে টুলটি দ্বিতীয়বার ব্যবহারের ক্ষেত্রে গুগল, ফেসবুক, অ্যাপল অ্যাকাউন্ট বা নিজের ইমেইল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে সাইন ইন করতে হবে।

পেজের ‘কম্বাইন ফাইল বা মার্জ ফাইল’ বক্সে পিডিএফ ফাইলগুলো নিয়ে আসুনসাইন ইন করা হলে পিডিএফ ফাইলগুলো লিংক বা ইমেইলের মাধ্যমে শেয়ারের জন্য অতিরিক্ত অপশন পাওয়া যাবে। 

যা যা লাগবে 
১. ডেস্কটপ বা ল্যাপটপ 
২. অ্যাডোবি অ্যাক্রোব্যাট

পিডিএফ ফাইলগুলো আপলোড হয়ে গেলে ‘মার্জ বা কম্বাইন’ অপশনে ক্লিক করুনপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল অনুসারে একাধিক পিডিএফ একটি ফাইলে পরিণত করার ধাপগুলো বিস্তারিত জানানো হল–
 
১. অ্যাডোবি অ্যাক্রোব্যাট টুলের পেজে নিচের লিংকের মাধ্যমে প্রবেশ করুন— https://www.adobe.com/acrobat/online/merge-pdf.html 
 
পিডিএফগুলো একটি ফাইলে পরিণত করার পর নতুন ফাইলটি শেয়ার বা ডাউনলোড করা যাবে২. পেজের ‘কম্বাইন ফাইল বা মার্জ ফাইল’ বক্সে পিডিএফ ফাইলগুলো নিয়ে আসুন। ড্র্যাগ ও ড্রপ করে বা ‘সিলেক্ট ফাইলস’ বাটনে ক্লিক করে পিডিএফগুলো এই বক্সে আনা যাবে। 

৩. পিডিএফ ফাইলগুলো আপলোড হয়ে গেলে ‘মার্জ বা কম্বাইন’ অপশনে ক্লিক করুন। এই পেজে সাইন ইন করা থাকলে কম্বাইন অপশন ক্লিক করার আগে ফাইলটিতে নতুন নাম দিতে হবে।

পিডিএফগুলো এক ফাইলে পরিণত করার পর নতুন ফাইলটি শেয়ার বা ডাউনলোড করা যাবে। এরপর ফাইলটি এডিটও করা যাবে। কম্বাইন ফাইলের পেজের মেনু থেকে এটি করা যাবে। এছাড়া পিডিএফটি স্প্লিট, জেপিইজি বা ওয়ার্ড ফাইলেও কনভার্ট করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত