অনেক সময় আমরা বিচ্ছিন্ন পিডিএফ ফাইল পাই, যেগুলোকে একটি ফাইলে পরিণত করার প্রয়োজন হয়। এই কাজটি অ্যাডোবি অ্যাক্রোব্যাটের অনলাইন টুল ব্যবহার করে খুব সহজেই করা যায়; বেশি সময়ও লাগে না।
অ্যাডোবির এই টুল প্রথমবার ব্যবহারের জন্য সাইন ইন করার প্রয়োজন নেই। পিডিএফ ফাইলগুলো একত্রিত করার পর শুধু ডাউনলোড করলেই হবে।
তবে টুলটি দ্বিতীয়বার ব্যবহারের ক্ষেত্রে গুগল, ফেসবুক, অ্যাপল অ্যাকাউন্ট বা নিজের ইমেইল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে সাইন ইন করতে হবে।
সাইন ইন করা হলে পিডিএফ ফাইলগুলো লিংক বা ইমেইলের মাধ্যমে শেয়ারের জন্য অতিরিক্ত অপশন পাওয়া যাবে।
যা যা লাগবে
১. ডেস্কটপ বা ল্যাপটপ
২. অ্যাডোবি অ্যাক্রোব্যাট
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল অনুসারে একাধিক পিডিএফ একটি ফাইলে পরিণত করার ধাপগুলো বিস্তারিত জানানো হল–
১. অ্যাডোবি অ্যাক্রোব্যাট টুলের পেজে নিচের লিংকের মাধ্যমে প্রবেশ করুন— https://www.adobe.com/acrobat/online/merge-pdf.html
২. পেজের ‘কম্বাইন ফাইল বা মার্জ ফাইল’ বক্সে পিডিএফ ফাইলগুলো নিয়ে আসুন। ড্র্যাগ ও ড্রপ করে বা ‘সিলেক্ট ফাইলস’ বাটনে ক্লিক করে পিডিএফগুলো এই বক্সে আনা যাবে।
৩. পিডিএফ ফাইলগুলো আপলোড হয়ে গেলে ‘মার্জ বা কম্বাইন’ অপশনে ক্লিক করুন। এই পেজে সাইন ইন করা থাকলে কম্বাইন অপশন ক্লিক করার আগে ফাইলটিতে নতুন নাম দিতে হবে।
পিডিএফগুলো এক ফাইলে পরিণত করার পর নতুন ফাইলটি শেয়ার বা ডাউনলোড করা যাবে। এরপর ফাইলটি এডিটও করা যাবে। কম্বাইন ফাইলের পেজের মেনু থেকে এটি করা যাবে। এছাড়া পিডিএফটি স্প্লিট, জেপিইজি বা ওয়ার্ড ফাইলেও কনভার্ট করা যাবে।
অনেক সময় আমরা বিচ্ছিন্ন পিডিএফ ফাইল পাই, যেগুলোকে একটি ফাইলে পরিণত করার প্রয়োজন হয়। এই কাজটি অ্যাডোবি অ্যাক্রোব্যাটের অনলাইন টুল ব্যবহার করে খুব সহজেই করা যায়; বেশি সময়ও লাগে না।
অ্যাডোবির এই টুল প্রথমবার ব্যবহারের জন্য সাইন ইন করার প্রয়োজন নেই। পিডিএফ ফাইলগুলো একত্রিত করার পর শুধু ডাউনলোড করলেই হবে।
তবে টুলটি দ্বিতীয়বার ব্যবহারের ক্ষেত্রে গুগল, ফেসবুক, অ্যাপল অ্যাকাউন্ট বা নিজের ইমেইল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে সাইন ইন করতে হবে।
সাইন ইন করা হলে পিডিএফ ফাইলগুলো লিংক বা ইমেইলের মাধ্যমে শেয়ারের জন্য অতিরিক্ত অপশন পাওয়া যাবে।
যা যা লাগবে
১. ডেস্কটপ বা ল্যাপটপ
২. অ্যাডোবি অ্যাক্রোব্যাট
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল অনুসারে একাধিক পিডিএফ একটি ফাইলে পরিণত করার ধাপগুলো বিস্তারিত জানানো হল–
১. অ্যাডোবি অ্যাক্রোব্যাট টুলের পেজে নিচের লিংকের মাধ্যমে প্রবেশ করুন— https://www.adobe.com/acrobat/online/merge-pdf.html
২. পেজের ‘কম্বাইন ফাইল বা মার্জ ফাইল’ বক্সে পিডিএফ ফাইলগুলো নিয়ে আসুন। ড্র্যাগ ও ড্রপ করে বা ‘সিলেক্ট ফাইলস’ বাটনে ক্লিক করে পিডিএফগুলো এই বক্সে আনা যাবে।
৩. পিডিএফ ফাইলগুলো আপলোড হয়ে গেলে ‘মার্জ বা কম্বাইন’ অপশনে ক্লিক করুন। এই পেজে সাইন ইন করা থাকলে কম্বাইন অপশন ক্লিক করার আগে ফাইলটিতে নতুন নাম দিতে হবে।
পিডিএফগুলো এক ফাইলে পরিণত করার পর নতুন ফাইলটি শেয়ার বা ডাউনলোড করা যাবে। এরপর ফাইলটি এডিটও করা যাবে। কম্বাইন ফাইলের পেজের মেনু থেকে এটি করা যাবে। এছাড়া পিডিএফটি স্প্লিট, জেপিইজি বা ওয়ার্ড ফাইলেও কনভার্ট করা যাবে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ।
৩ মিনিট আগেপ্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৪ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৬ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৮ ঘণ্টা আগে