অনলাইন ডেস্ক
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
আইফোন ১৭, ১৭ এয়ার এবং ১৭ প্রো প্রতিবছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন মডেল আসে, তাই এটি কোনো নতুন তথ্য নয়। তবে এ বছরটি বেশ উত্তেজনাপূর্ণ হতে পারে। কারণ, বিভিন্ন সূত্র জানিয়েছে যে আলট্রা-থিন বা হালকা-পাতলা ডিজাইনে আইফোন ১৭ এয়ার উন্মোচিত হবে। পাশাপাশি আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের পেছনের ক্যামেরার ডিজাইনেও বড় পরিবর্তন আসতে পারে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১১: অ্যাপল নতুন স্মার্টঘড়ি নিয়ে আসবে। এর মধ্যে রক্তচাপ মাপার সুবিধা ও অন্য স্বাস্থ্যবিষয়ক ফিচার থাকতে পারে। অ্যাপলের ঘড়ির অপারেটিং সিস্টেম ওয়াচওএসের একটি আপডেট নিয়েও গুজব আছে। তাই ঘড়িটির ইন্টারফেসেও পরিবর্তন আসতে পারে।
অ্যাপল ওয়াচ আলট্রা ৩: গত বছর আলট্রা মডেলটি আপডেট করেনি অ্যাপল। তবে এ বছর এই নতুন মডেল আসবে বলে শোনা যাচ্ছে।
অ্যাপল ওয়াচ এসই: ২০২৪ সালে অ্যাপল ওয়াচ এসই—নতুন সংস্করণ আসেনি। তাই তুলনামূলক কম দামি অ্যাপল ওয়াচের একটি আপডেট আসার সম্ভাবনা রয়েছে।
এয়ারপডস প্রো ৩: অবশেষে এয়ারপডস প্রো আপডেট পেতে যাচ্ছে এবং এটি সম্ভবত একটি বড় আপডেট হবে। এয়ারপডস প্রোর একটি নতুন ডিজাইন থাকবে, আর কেসটির ডিজাইনেও পরিবর্তন আসতে পারে। উন্নত অডিও কোয়ালিটি, আরও ভালো অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার, দ্রুত গতির চিপ এবং স্বাস্থ্য-সংক্রান্ত ফিচার, যেমন—তাপমাত্রা ও হৃৎস্পন্দন রেট মাপার সুবিধা এই হেডফোনে যুক্ত হতে পারে।
ম্যাক প্রো: ম্যাক প্রো হলো একমাত্র ম্যাক যেটিতে এখনো এম ৪ চিপ নেই। তাই বছরের শেষ নাগাদ এটিতে পরিবর্তন নিয়ে আসা হতে পারে।
ম্যাকবুক প্রো: সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে আপডেট হয়েছিল ম্যাকবুক প্রো। তাই ২০২৫ সালের অক্টোবরে এটি আবারও রিফ্রেশ হতে পারে। কোনো বড় ডিজাইন পরিবর্তনের সম্ভাবনা কম। তবে এতে এম ৫ চিপ যুক্ত হতে পারে।
অ্যাপল টিভি ৪ কে: অনেক দিন ধরে অ্যাপল টিভিতে কোনো আপডেট আসেনি। তবে নতুন মডেল নিয়ে কাজ চলছে। এতে আরও দ্রুত গতির প্রসেসর থাকতে পারে। এর ফলে এতে অ্যাপল ইন্টেলিজেন্স এবং কনসোল-মানের গেম চালানো যেতে পারে। তবে ডিজাইনে কোনো পরিবর্তন আশা করা হচ্ছে না।
হোমপড মিনি: প্রথমবারের মতো একটি আপডেট পেতে পারে হোমপড মিনি। যেখানে থাকবে দ্রুত গতির এস সিরিজ চিপ, উন্নত পারফরম্যান্সের জন্য অ্যাপল ডিজাইন করা ওয়াইফাই ও ব্লুটুথ চিপ এবং নতুন কিছু রঙের অপশন।
এয়ারট্যাগ ২: এয়ারট্যাগের নতুন সংস্করণ তৈরির কাজ চলছে এবং এটি ২০২৫ সালে আসবে বলে ধারণা করা হচ্ছে। ডিজাইনে তেমন কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই, তবে এতে নতুন আলট্রা ওয়াইডব্যান্ড চিপ থাকতে পারে যা এয়ারট্যাগের রেঞ্জ বাড়াবে। সেই সঙ্গে আরও জোরালো স্পিকারও থাকতে পারে।
তবে উল্লিখিত সব ডিভাইস এ বছরেই আসবে কি না তা নিশ্চিত নয়। বিভিন্ন গুজব ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই তালিকাটি তৈরি করা হয়েছে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
আইফোন ১৭, ১৭ এয়ার এবং ১৭ প্রো প্রতিবছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন মডেল আসে, তাই এটি কোনো নতুন তথ্য নয়। তবে এ বছরটি বেশ উত্তেজনাপূর্ণ হতে পারে। কারণ, বিভিন্ন সূত্র জানিয়েছে যে আলট্রা-থিন বা হালকা-পাতলা ডিজাইনে আইফোন ১৭ এয়ার উন্মোচিত হবে। পাশাপাশি আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের পেছনের ক্যামেরার ডিজাইনেও বড় পরিবর্তন আসতে পারে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১১: অ্যাপল নতুন স্মার্টঘড়ি নিয়ে আসবে। এর মধ্যে রক্তচাপ মাপার সুবিধা ও অন্য স্বাস্থ্যবিষয়ক ফিচার থাকতে পারে। অ্যাপলের ঘড়ির অপারেটিং সিস্টেম ওয়াচওএসের একটি আপডেট নিয়েও গুজব আছে। তাই ঘড়িটির ইন্টারফেসেও পরিবর্তন আসতে পারে।
অ্যাপল ওয়াচ আলট্রা ৩: গত বছর আলট্রা মডেলটি আপডেট করেনি অ্যাপল। তবে এ বছর এই নতুন মডেল আসবে বলে শোনা যাচ্ছে।
অ্যাপল ওয়াচ এসই: ২০২৪ সালে অ্যাপল ওয়াচ এসই—নতুন সংস্করণ আসেনি। তাই তুলনামূলক কম দামি অ্যাপল ওয়াচের একটি আপডেট আসার সম্ভাবনা রয়েছে।
এয়ারপডস প্রো ৩: অবশেষে এয়ারপডস প্রো আপডেট পেতে যাচ্ছে এবং এটি সম্ভবত একটি বড় আপডেট হবে। এয়ারপডস প্রোর একটি নতুন ডিজাইন থাকবে, আর কেসটির ডিজাইনেও পরিবর্তন আসতে পারে। উন্নত অডিও কোয়ালিটি, আরও ভালো অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার, দ্রুত গতির চিপ এবং স্বাস্থ্য-সংক্রান্ত ফিচার, যেমন—তাপমাত্রা ও হৃৎস্পন্দন রেট মাপার সুবিধা এই হেডফোনে যুক্ত হতে পারে।
ম্যাক প্রো: ম্যাক প্রো হলো একমাত্র ম্যাক যেটিতে এখনো এম ৪ চিপ নেই। তাই বছরের শেষ নাগাদ এটিতে পরিবর্তন নিয়ে আসা হতে পারে।
ম্যাকবুক প্রো: সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে আপডেট হয়েছিল ম্যাকবুক প্রো। তাই ২০২৫ সালের অক্টোবরে এটি আবারও রিফ্রেশ হতে পারে। কোনো বড় ডিজাইন পরিবর্তনের সম্ভাবনা কম। তবে এতে এম ৫ চিপ যুক্ত হতে পারে।
অ্যাপল টিভি ৪ কে: অনেক দিন ধরে অ্যাপল টিভিতে কোনো আপডেট আসেনি। তবে নতুন মডেল নিয়ে কাজ চলছে। এতে আরও দ্রুত গতির প্রসেসর থাকতে পারে। এর ফলে এতে অ্যাপল ইন্টেলিজেন্স এবং কনসোল-মানের গেম চালানো যেতে পারে। তবে ডিজাইনে কোনো পরিবর্তন আশা করা হচ্ছে না।
হোমপড মিনি: প্রথমবারের মতো একটি আপডেট পেতে পারে হোমপড মিনি। যেখানে থাকবে দ্রুত গতির এস সিরিজ চিপ, উন্নত পারফরম্যান্সের জন্য অ্যাপল ডিজাইন করা ওয়াইফাই ও ব্লুটুথ চিপ এবং নতুন কিছু রঙের অপশন।
এয়ারট্যাগ ২: এয়ারট্যাগের নতুন সংস্করণ তৈরির কাজ চলছে এবং এটি ২০২৫ সালে আসবে বলে ধারণা করা হচ্ছে। ডিজাইনে তেমন কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই, তবে এতে নতুন আলট্রা ওয়াইডব্যান্ড চিপ থাকতে পারে যা এয়ারট্যাগের রেঞ্জ বাড়াবে। সেই সঙ্গে আরও জোরালো স্পিকারও থাকতে পারে।
তবে উল্লিখিত সব ডিভাইস এ বছরেই আসবে কি না তা নিশ্চিত নয়। বিভিন্ন গুজব ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই তালিকাটি তৈরি করা হয়েছে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১৩ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে