Ajker Patrika

রাশিয়ায় নেটফ্লিক্সের পরিষেবা স্থগিত

প্রযুক্তি ডেস্ক
রাশিয়ায় নেটফ্লিক্সের পরিষেবা স্থগিত

রাশিয়ায় নেটফ্লিক্স ইনকর্পোরেটেড তার পরিষেবা স্থগিত করেছে। গতকাল রোববার প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে মস্কোর আক্রমণের প্রভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি রাশিয়ায় ভবিষ্যতের সমস্ত প্রকল্প ও অধিগ্রহণ-সংক্রান্ত কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করেছে। 

নেটফ্লিক্সের মুখপাত্র বলেছেন, রাশিয়ার আগ্রাসী নীতির কারণেই দেশটিতে আমাদের পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। 

নেটফ্লিক্স এর আগে বলেছিল যে রাশিয়ায় তার পরিষেবাতে দেশটির রাষ্ট্র-চালিত চ্যানেলগুলো যুক্ত করার কোনো পরিকল্পনা নেই। 

রাশিয়ায় নতুন পাস হওয়ার আইনের কারণে কর্মীদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগের কথা জানিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দেশটিতে তাদের কাজ স্থগিত করেছে। তার মধ্যে রয়েছে বিবিসি, ব্লুমবার্গ নিউজ, কানাডার সিবিসি, জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি ও জেডডিএফ এবং ইতালির রাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত