Ajker Patrika

গেম নির্মাতা ব্লিজার্ডকে কিনছে মাইক্রোসফট, বিপাকে সনি

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ১২
গেম নির্মাতা ব্লিজার্ডকে কিনছে মাইক্রোসফট, বিপাকে সনি

ক্লাউড কম্পিউটিংয়ের পাশাপাশি গেমিং ব্যবসায়ও মনোযোগ দিচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট করপোরেশন। করপোরেশনটি এবার রেকর্ড দামে কিনতে যাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গেম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকটিভিশন ব্লিজার্ডকে। ৬৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে ‘কল অব ডিউটি’ গেমের এই নির্মাতা প্রতিষ্ঠানকে কিনবে মাইক্রোসফট।

সম্প্রতি মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট করপোরেশনের এক বিবৃতিতে বলা হয়, কল অব ডিউটি গেম নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাকটিভিশন ব্লিজার্ড আয়ের দিক থেকে বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠান অধিগ্রহণ করতে মাইক্রোসফটকে খরচ করতে হবে নগদ ৬৮ দশমিক ৭ বিলিয়ন ডলার।

মাইক্রোসফটের এই ঘোষণার পরই গতকাল বুধবার তাদের প্রতিদ্বন্দ্বী জাপানের সনি গ্রুপের শেয়ারের মূল্য ৯ শতাংশ কমে গেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্লে স্টেশন যুদ্ধে মাইক্রোসফটের এক্সবক্সের সঙ্গে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল সনি। কিন্তু নিজেদের সাবস্ক্রিপশন পরিষেবা প্রসারিত করার লক্ষ্যে মাইক্রোসফট এই অ্যাকটিভিশন প্রতিষ্ঠান কিনে নিচ্ছে। আর এ কারণেই সনির গেমিং বাজারে বেশ ভাটা পড়বে বলে ধারণা করা হচ্ছে। 

সাম্প্রতিক বছরগুলোতে সনি ও তার অভ্যন্তরীণ গেম স্টুডিওগুলোর নেটওয়ার্ক শক্তিশালী করতে বেশ মনোযোগী। এ কারণেই ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজিসহ আরও কিছু জনপ্রিয় গেম দিয়ে একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে মাইক্রোসফটের গেমিং পরিসর বাড়ানোর সিদ্ধান্ত এ খাতে সনিকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে ধারণা বিশ্লেষকদের। 

সনিকে বলা হয় ভার্চুয়াল রিয়্যালিটি জগতের অগ্রদূত। পরবর্তী প্রজন্মের হেডসেট তৈরির কথা চলতি মাসের এক ঘোষণায় জানিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও মেটা ইনকরপোরেশন ছাড়াও বেশ কয়েকটি টেক জায়ান্ট ঘোষণা দিয়েই মেটাভার্স নামক ভার্চুয়াল অনলাইন দুনিয়া তৈরিতে উঠে পড়ে লেগেছে। 

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত