নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামীকাল রোববার শুরু হচ্ছে অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। ২০ দিন ব্যাপী চলবে এ উৎসব। প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন ও নিরাপদ সেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের টেন টেন উৎসবের ঘোষণা দিয়েছে। এবারের উৎসবের স্লোগান, ‘জেনে, শুনে, বুঝে- শপিং করুন অনলাইনে’।
ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এই বছরের ‘১০-১০’ আয়োজনে গ্রাহক সচেতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য যুক্তিসঙ্গত বিভিন্ন অফার ঘোষণা করবে। আগামী ২০ দিন গ্রাহকেরা বিকাশের মাধ্যমে ক্যাশব্যাক ও ফ্রি ডেলিভারি চার্জসহ বিভিন্ন সুবিধা পাবেন।
টেন টেন উৎসবের প্রতি সমর্থন জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উৎসবে সেসব ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যারা সুনামের সঙ্গে বেশ কয়েক বছর সেবা দিয়ে যাচ্ছে। যাদের ব্যাপারে কোনো ধরনের বিতর্ক নেই।
উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- চালডাল, রকমারি, আজকের ডিল, ডায়াবেটিস স্টোর, পিকাবু, পাঠাও ফুডস, সেবা এক্সওয়াইজেড, প্রথমা, এক শপ, গেজেট অ্যান্ড গিয়ার, যাচাই, আইফেরী, প্রোটিন মার্কেট, দ্য মল বিডি, ডেলিভারি টাইগার, বেবি কেয়ার, আদি, বাংলা শপার, স্টারটেক অন্যান্য অন্যান্য ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি।
আয়োজক পার্টনার হিসেবে আছে ই-কমার্স ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ। মোবাইল ফাইন্যান্স কোম্পানি বিকাশ পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে এই আয়োজনে। ডেলিভারি পার্টনার হিসাবে আছে ডেলিভারি টাইগার।
২০ দিন ব্যাপী এই আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দেবে সারা দেশে ফ্রি ডেলিভারি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
এই আয়োজনের বিস্তারিত জানা যাবে www.TenTen.com.bd এই ওয়েবসাইটে।
দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামীকাল রোববার শুরু হচ্ছে অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। ২০ দিন ব্যাপী চলবে এ উৎসব। প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন ও নিরাপদ সেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের টেন টেন উৎসবের ঘোষণা দিয়েছে। এবারের উৎসবের স্লোগান, ‘জেনে, শুনে, বুঝে- শপিং করুন অনলাইনে’।
ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এই বছরের ‘১০-১০’ আয়োজনে গ্রাহক সচেতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য যুক্তিসঙ্গত বিভিন্ন অফার ঘোষণা করবে। আগামী ২০ দিন গ্রাহকেরা বিকাশের মাধ্যমে ক্যাশব্যাক ও ফ্রি ডেলিভারি চার্জসহ বিভিন্ন সুবিধা পাবেন।
টেন টেন উৎসবের প্রতি সমর্থন জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উৎসবে সেসব ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যারা সুনামের সঙ্গে বেশ কয়েক বছর সেবা দিয়ে যাচ্ছে। যাদের ব্যাপারে কোনো ধরনের বিতর্ক নেই।
উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- চালডাল, রকমারি, আজকের ডিল, ডায়াবেটিস স্টোর, পিকাবু, পাঠাও ফুডস, সেবা এক্সওয়াইজেড, প্রথমা, এক শপ, গেজেট অ্যান্ড গিয়ার, যাচাই, আইফেরী, প্রোটিন মার্কেট, দ্য মল বিডি, ডেলিভারি টাইগার, বেবি কেয়ার, আদি, বাংলা শপার, স্টারটেক অন্যান্য অন্যান্য ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি।
আয়োজক পার্টনার হিসেবে আছে ই-কমার্স ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ। মোবাইল ফাইন্যান্স কোম্পানি বিকাশ পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে এই আয়োজনে। ডেলিভারি পার্টনার হিসাবে আছে ডেলিভারি টাইগার।
২০ দিন ব্যাপী এই আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দেবে সারা দেশে ফ্রি ডেলিভারি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
এই আয়োজনের বিস্তারিত জানা যাবে www.TenTen.com.bd এই ওয়েবসাইটে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
১ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগে