Ajker Patrika

কাল শুরু দেশীয় ই-কমার্সের টেন-টেন উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাল শুরু দেশীয় ই-কমার্সের টেন-টেন উৎসব

দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামীকাল রোববার শুরু হচ্ছে অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। ২০ দিন ব্যাপী চলবে এ উৎসব। প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন ও নিরাপদ সেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের টেন টেন উৎসবের ঘোষণা দিয়েছে। এবারের উৎসবের স্লোগান, ‘জেনে, শুনে, বুঝে- শপিং করুন অনলাইনে’।

ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এই বছরের ‘১০-১০’ আয়োজনে গ্রাহক সচেতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য যুক্তিসঙ্গত বিভিন্ন অফার ঘোষণা করবে। আগামী ২০ দিন গ্রাহকেরা বিকাশের মাধ্যমে ক্যাশব্যাক ও ফ্রি ডেলিভারি চার্জসহ বিভিন্ন সুবিধা পাবেন।

টেন টেন উৎসবের প্রতি সমর্থন জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উৎসবে সেসব ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যারা সুনামের সঙ্গে বেশ কয়েক বছর সেবা দিয়ে যাচ্ছে। যাদের ব্যাপারে কোনো ধরনের বিতর্ক নেই।

উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- চালডাল, রকমারি, আজকের ডিল, ডায়াবেটিস স্টোর, পিকাবু, পাঠাও ফুডস, সেবা এক্সওয়াইজেড, প্রথমা, এক শপ, গেজেট অ্যান্ড গিয়ার, যাচাই, আইফেরী, প্রোটিন মার্কেট, দ্য মল বিডি, ডেলিভারি টাইগার, বেবি কেয়ার, আদি, বাংলা শপার, স্টারটেক অন্যান্য অন্যান্য ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি।

আয়োজক পার্টনার হিসেবে আছে ই-কমার্স ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ। মোবাইল ফাইন্যান্স কোম্পানি বিকাশ পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে এই আয়োজনে। ডেলিভারি পার্টনার হিসাবে আছে ডেলিভারি টাইগার। 

২০ দিন ব্যাপী এই আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দেবে সারা দেশে ফ্রি ডেলিভারি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

এই আয়োজনের বিস্তারিত জানা যাবে www.TenTen.com.bd এই ওয়েবসাইটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত