নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামীকাল রোববার শুরু হচ্ছে অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। ২০ দিন ব্যাপী চলবে এ উৎসব। প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন ও নিরাপদ সেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের টেন টেন উৎসবের ঘোষণা দিয়েছে। এবারের উৎসবের স্লোগান, ‘জেনে, শুনে, বুঝে- শপিং করুন অনলাইনে’।
ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এই বছরের ‘১০-১০’ আয়োজনে গ্রাহক সচেতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য যুক্তিসঙ্গত বিভিন্ন অফার ঘোষণা করবে। আগামী ২০ দিন গ্রাহকেরা বিকাশের মাধ্যমে ক্যাশব্যাক ও ফ্রি ডেলিভারি চার্জসহ বিভিন্ন সুবিধা পাবেন।
টেন টেন উৎসবের প্রতি সমর্থন জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উৎসবে সেসব ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যারা সুনামের সঙ্গে বেশ কয়েক বছর সেবা দিয়ে যাচ্ছে। যাদের ব্যাপারে কোনো ধরনের বিতর্ক নেই।
উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- চালডাল, রকমারি, আজকের ডিল, ডায়াবেটিস স্টোর, পিকাবু, পাঠাও ফুডস, সেবা এক্সওয়াইজেড, প্রথমা, এক শপ, গেজেট অ্যান্ড গিয়ার, যাচাই, আইফেরী, প্রোটিন মার্কেট, দ্য মল বিডি, ডেলিভারি টাইগার, বেবি কেয়ার, আদি, বাংলা শপার, স্টারটেক অন্যান্য অন্যান্য ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি।
আয়োজক পার্টনার হিসেবে আছে ই-কমার্স ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ। মোবাইল ফাইন্যান্স কোম্পানি বিকাশ পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে এই আয়োজনে। ডেলিভারি পার্টনার হিসাবে আছে ডেলিভারি টাইগার।
২০ দিন ব্যাপী এই আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দেবে সারা দেশে ফ্রি ডেলিভারি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
এই আয়োজনের বিস্তারিত জানা যাবে www.TenTen.com.bd এই ওয়েবসাইটে।
দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামীকাল রোববার শুরু হচ্ছে অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। ২০ দিন ব্যাপী চলবে এ উৎসব। প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন ও নিরাপদ সেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের টেন টেন উৎসবের ঘোষণা দিয়েছে। এবারের উৎসবের স্লোগান, ‘জেনে, শুনে, বুঝে- শপিং করুন অনলাইনে’।
ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এই বছরের ‘১০-১০’ আয়োজনে গ্রাহক সচেতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য যুক্তিসঙ্গত বিভিন্ন অফার ঘোষণা করবে। আগামী ২০ দিন গ্রাহকেরা বিকাশের মাধ্যমে ক্যাশব্যাক ও ফ্রি ডেলিভারি চার্জসহ বিভিন্ন সুবিধা পাবেন।
টেন টেন উৎসবের প্রতি সমর্থন জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উৎসবে সেসব ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যারা সুনামের সঙ্গে বেশ কয়েক বছর সেবা দিয়ে যাচ্ছে। যাদের ব্যাপারে কোনো ধরনের বিতর্ক নেই।
উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- চালডাল, রকমারি, আজকের ডিল, ডায়াবেটিস স্টোর, পিকাবু, পাঠাও ফুডস, সেবা এক্সওয়াইজেড, প্রথমা, এক শপ, গেজেট অ্যান্ড গিয়ার, যাচাই, আইফেরী, প্রোটিন মার্কেট, দ্য মল বিডি, ডেলিভারি টাইগার, বেবি কেয়ার, আদি, বাংলা শপার, স্টারটেক অন্যান্য অন্যান্য ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি।
আয়োজক পার্টনার হিসেবে আছে ই-কমার্স ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ। মোবাইল ফাইন্যান্স কোম্পানি বিকাশ পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে এই আয়োজনে। ডেলিভারি পার্টনার হিসাবে আছে ডেলিভারি টাইগার।
২০ দিন ব্যাপী এই আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দেবে সারা দেশে ফ্রি ডেলিভারি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
এই আয়োজনের বিস্তারিত জানা যাবে www.TenTen.com.bd এই ওয়েবসাইটে।
৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
৫ ঘণ্টা আগেইউটিউব শর্টস ব্যবহারকারীদের জন্য আসছে নতুন জেনারেটিভ এআই ফিচার। গতকাল বুধবার (২৩ জুলাই) ইউটিউব ঘোষণা দিয়েছে, এখন থেকে ছবি থেকে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল এবং নতুন এআই ইফেক্ট ব্যবহার করতে পারবেন শর্টস নির্মাতারা।
১৪ ঘণ্টা আগেগুগল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন তাদের ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, এআই এখন গুগলের প্রবৃদ্ধির কৌশলের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে।
১৬ ঘণ্টা আগেবয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভারসাম্য ও সঠিক ভঙ্গিমা বজায় রাখা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। তাই বয়স্কদের মধ্যে হঠাৎ পড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই পড়ে যাওয়ার ঝুঁকি ঠেকাতে নতুন এক সহায়ক ডিভাইস তৈরি করেছেন জাপানের গবেষকেরা।
১৭ ঘণ্টা আগে