আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান টি-২০ ও টেস্ট ক্রিকেট সিরিজের সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফি। এই অ্যাপের মাধ্যমে যেকোনো নেটওয়ার্ক থেকে বিনামূল্যে সবগুলি ম্যাচ উপভোগ করা যাবে। টি-২০ ও টেস্ট সিরিজ দুটি শুরু হবে ১৯ ও ২৬ নভেম্বর থেকে।
ব্যবহারকারীরা টফির ‘লাইভ ১ চ্যানেল’ এ গিয়ে খুব সহজেই ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন। বিনামূল্যে টফি অ্যাপ ডাউনলোড করা যাবে গুগল প্লে–স্টোর, অ্যাপ স্টোর বা এই লিংক থেকে: https://toffeelive.com/
এ বিষয়ে টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘টফি চালু করার লক্ষ্যই হচ্ছে সবার জন্য মানসম্মত বিনোদন আরও সহজলভ্য করা। এ লক্ষ্যে আমরা শুরু থেকেই গ্রাহকদের চাহিদা অনুসারে নতুন নতুন কনটেন্ট নিয়ে আসার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় এবার আমরা টফিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে এসেছি। এর ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো সময়, যে কোনো জায়গা থেকে দুই দেশের এই রোমাঞ্চকর ক্রিকেট খেলা উপভোগ করতে পারবেন।’ টফি অ্যাপর মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নতমানের বিনোদনমূলক ডিজিটাল কনটেন্ট নিয়ে আসারও কথা জানান তিনি।
টফি বাংলাদেশের অন্যতম প্রিমিয়ার ভিডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। ২০১৯ সালের ৬ নভেম্বর যাত্রা শুরু করে মাত্র চার মাসের মধ্যে গুগল প্লে–স্টোরে বাংলাদেশের প্রধান বিনোদন অ্যাপে পরিণত হয় টফি। এটি দেশের অন্য যেকোনো ভিডিও স্ট্রিমিং অ্যাপ থেকে ভিন্ন। কারণ টফির কনটেন্ট যেকোনো নেটওয়ার্ক থেকে সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবে। ব্যবহারকারীদের সহজ নেভিগেশন ও বাফারিং মুক্ত কনটেন্ট উপভোগের সুযোগ দেয় অ্যাপটি। অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড টিভিতে টফি উপভোগ করা যায়। বর্তমানে ১০০ টিরও দেশি ও বিদেশি লাইভ টিভি চ্যানেল রয়েছে টফিতে। এ ছাড়াও রয়েছে ভিডিও-অন-ডিমান্ড কনটেন্টের বিশাল সংগ্রহ।
আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান টি-২০ ও টেস্ট ক্রিকেট সিরিজের সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফি। এই অ্যাপের মাধ্যমে যেকোনো নেটওয়ার্ক থেকে বিনামূল্যে সবগুলি ম্যাচ উপভোগ করা যাবে। টি-২০ ও টেস্ট সিরিজ দুটি শুরু হবে ১৯ ও ২৬ নভেম্বর থেকে।
ব্যবহারকারীরা টফির ‘লাইভ ১ চ্যানেল’ এ গিয়ে খুব সহজেই ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন। বিনামূল্যে টফি অ্যাপ ডাউনলোড করা যাবে গুগল প্লে–স্টোর, অ্যাপ স্টোর বা এই লিংক থেকে: https://toffeelive.com/
এ বিষয়ে টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘টফি চালু করার লক্ষ্যই হচ্ছে সবার জন্য মানসম্মত বিনোদন আরও সহজলভ্য করা। এ লক্ষ্যে আমরা শুরু থেকেই গ্রাহকদের চাহিদা অনুসারে নতুন নতুন কনটেন্ট নিয়ে আসার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় এবার আমরা টফিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে এসেছি। এর ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো সময়, যে কোনো জায়গা থেকে দুই দেশের এই রোমাঞ্চকর ক্রিকেট খেলা উপভোগ করতে পারবেন।’ টফি অ্যাপর মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নতমানের বিনোদনমূলক ডিজিটাল কনটেন্ট নিয়ে আসারও কথা জানান তিনি।
টফি বাংলাদেশের অন্যতম প্রিমিয়ার ভিডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। ২০১৯ সালের ৬ নভেম্বর যাত্রা শুরু করে মাত্র চার মাসের মধ্যে গুগল প্লে–স্টোরে বাংলাদেশের প্রধান বিনোদন অ্যাপে পরিণত হয় টফি। এটি দেশের অন্য যেকোনো ভিডিও স্ট্রিমিং অ্যাপ থেকে ভিন্ন। কারণ টফির কনটেন্ট যেকোনো নেটওয়ার্ক থেকে সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবে। ব্যবহারকারীদের সহজ নেভিগেশন ও বাফারিং মুক্ত কনটেন্ট উপভোগের সুযোগ দেয় অ্যাপটি। অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড টিভিতে টফি উপভোগ করা যায়। বর্তমানে ১০০ টিরও দেশি ও বিদেশি লাইভ টিভি চ্যানেল রয়েছে টফিতে। এ ছাড়াও রয়েছে ভিডিও-অন-ডিমান্ড কনটেন্টের বিশাল সংগ্রহ।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৬ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১১ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১৫ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৬ ঘণ্টা আগে