Ajker Patrika

পিছিয়ে পড়ার পরও আলকারাজের এমন জয়ের রহস্য কী

ক্রীড়া ডেস্ক    
রুদ্ধশ্বাস জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন কার্লোস আলকারাজ। ছবি: এএফপি
রুদ্ধশ্বাস জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন কার্লোস আলকারাজ। ছবি: এএফপি

এভাবেও ফিরে আসা যায়—কার্লোস আলকারাজ গতকাল যা খেলেছেন, তাতে এই কথাটা মনে পড়বেই। পিছিয়ে পড়া দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। স্প্যানিশ টেনিস তারকা পৌঁছে গেলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে।

উইম্বলডনের শেষ ষোলোর ম্যাচে গত রাতে আলকারাজের প্রতিপক্ষ ছিল আন্দ্রে রুবলেভ। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেটে প্রাণপণে লড়ে টাইব্রেকারে নিয়ে যান রুবলেভ। শেষ পর্যন্ত এই সেটটি রুবলেভ জেতেন ৭-৬ (৭/৫) গেমে। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আলকারাজকে। দ্বিতীয় থেকে চতুর্থ সেট ৬-৩, ৬-৪ এবং ৬-৪ গেমে জিতে স্প্যানিশ টেনিস তারকা পৌঁছে যান উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে।

কীভাবে এমন প্রত্যাবর্তনের গল্প লিখলেন আলকারাজ—ম্যাচ শেষে এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ম্যাচ জিততে মানসিকভাবে শক্ত থাকা গুরুত্বপূর্ণ। ২২ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘আপনি পিছিয়ে আছেন কিনা, সেটা কিছু না। টেনিস এমন একটা খেলা যেখানে মাত্র ১ পয়েন্টে ম্যাচের ফল বদলে যেতে পারে। পুরো ম্যাচ ঘুরে যেতে পারে। টেনিস আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে।’

টেনিসে আলকারাজ এখন ২ নম্বর বাছাই। গতকাল শেষ ষোলোর ম্যাচে তাঁর প্রতিপক্ষ রুবলেভ ১৪ নম্বর বাছাই। রুশ টেনিস তারকার বিপক্ষে খেলতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে বলে জানিয়েছেন আলকারাজ। ম্যাচ শেষে স্প্যানিশ টেনিস তারকা বলেন,‘এই সফরে আন্দ্রে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। প্রত্যেক বলেই ফোকাস রাখতে হবে। আজ (গতকাল) যেভাবে খেলেছি, তাতে সত্যিই খুশি। ট্যাকটিকালি অনেক বুদ্ধির সঙ্গে খেলেছি আজ।’

কোয়ার্টার ফাইনালে আগামীকাল আলকারাজের প্রতিপক্ষ ব্রিটিশ বাছাই ক্যামেরন নরি। শেষ ষোলোর ম্যাচে গত রাতে নরি খেলেছেন চিলির নিকোলাস জারির বিপক্ষে। রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩–২ সেটে জেতেন নরি। আলকারাজ যেভাবে খেলছেন, তাতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। যদি এবারের উইম্বলডন জিততে পারেন, তাহলে হ্যাটট্রিক করবেন তিনি। এর আগে ২০২৩, ২০২৪ সালে টানা দুইবার এই গ্র্যান্ড স্লাম জিতেছিলেন আলকারাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত