ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামটা অলিভার টারভেট শুরু করেন মনে রাখার মতো। দাপুটের সঙ্গে জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠেন টারভেট। সেই অনুযায়ী তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল মোটা অঙ্কের টাকা। কিন্তু সেই টাকা যে তাঁর পাওয়া হচ্ছে না।
২০২৫ উইম্বলডনের প্রথম রাউন্ডে গতকাল টারভেট খেলেন সুইজারল্যান্ডের লেয়ান্দ্রো রেইদির বিপক্ষে। এই ম্যাচে টারভেটের কাছে সরাসরি সেটে (৬-৪, ৬-৪, ৬-৪ গেমে) হেরে বিদায় নেন রেইদি। সুইস বাছাইয়ের কাছে দিনটা হতাশার হলেও টারভেটের জন্য স্মরণীয়। মা-বাবা ও প্রেমিকা হেলায়েনা স্ট্যাবলার গ্যালারিতে বসে দেখেছেন টারভেটের এই কীর্তি। অল ইংল্যান্ড ক্লাবের এ টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে ওঠার প্রাইজমানি হিসেবে ৯৯ হাজার পাউন্ড পাওয়ার কথা ব্রিটিশ এই বাছাইয়ের। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, এই টাকার পুরোটা পাবেন না টারভেট। কারণ, একে তো তিনি অপেশাদার খেলোয়াড়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কলেজে পড়ার নিয়মের কারণে পুরো টাকা পাচ্ছেন না টারভেট।
১ কোটি ৬৬ লাখ টাকা না পেলেও কিছুটা তো পাবেন টারভেট। শিক্ষার্থী অ্যাথলেটদের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের একটি নিয়ম রয়েছে। সেই নিয়মের আওতায় এ বছর ফুরোনোর আগেই ১০ হাজার ডলার পাবেন তিনি। বাংলাদেশি হিসেবে ১২ লাখ ২৭ হাজার টাকা পাচ্ছেন ব্রিটিশ টেনিস তারকা। এই টাকা দিয়ে উইম্বলডনে খেলার খরচ তিনি চালাতে পারবেন।
পুরো টাকা না পাওয়ায় এখন কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন টারভেট। ২১ বছর বয়সী এই ব্রিটিশ বাছাই বলেন, ‘৬০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ড (১ কোটি ১ লাখ টাকা থেকে ১ কোটি ১৮ লাখ টাকা) যে খরচ হয়েছে, সেটা এখন জোগাড় করতে হবে। খরচের পথ বের করতে এখন হয়তো কাউকে ভাড়া করতে হবে আমাকে। এনসিসিএকে (ন্যাশনাল কলেজ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন) এখন খুশি করতে হবে। প্রাইজমানি কিংবা লভ্যাংশ থেকে খরচ বাদ দিলে টাকার অঙ্কটা ১০ হাজার ডলারের কম হয়, সেটা ডিসেম্বরের মধ্যে দেখাতে হবে।’
দ্বিতীয় রাউন্ডে টারভেট খেলবেন কার্লোস আলকারাজের বিপক্ষে। ছেলেদের টেনিস বাছাইয়ের দুই নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন আলকারাজ। কয়েক মাস আগে তিনি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। এবার তিনি নেমেছেন উইম্বলডনে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে। ছন্দে থাকা আলকারাজকে হারাতে বিশেষ চমক দেখাতে হবে টারভেটকে।
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামটা অলিভার টারভেট শুরু করেন মনে রাখার মতো। দাপুটের সঙ্গে জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠেন টারভেট। সেই অনুযায়ী তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল মোটা অঙ্কের টাকা। কিন্তু সেই টাকা যে তাঁর পাওয়া হচ্ছে না।
২০২৫ উইম্বলডনের প্রথম রাউন্ডে গতকাল টারভেট খেলেন সুইজারল্যান্ডের লেয়ান্দ্রো রেইদির বিপক্ষে। এই ম্যাচে টারভেটের কাছে সরাসরি সেটে (৬-৪, ৬-৪, ৬-৪ গেমে) হেরে বিদায় নেন রেইদি। সুইস বাছাইয়ের কাছে দিনটা হতাশার হলেও টারভেটের জন্য স্মরণীয়। মা-বাবা ও প্রেমিকা হেলায়েনা স্ট্যাবলার গ্যালারিতে বসে দেখেছেন টারভেটের এই কীর্তি। অল ইংল্যান্ড ক্লাবের এ টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে ওঠার প্রাইজমানি হিসেবে ৯৯ হাজার পাউন্ড পাওয়ার কথা ব্রিটিশ এই বাছাইয়ের। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, এই টাকার পুরোটা পাবেন না টারভেট। কারণ, একে তো তিনি অপেশাদার খেলোয়াড়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কলেজে পড়ার নিয়মের কারণে পুরো টাকা পাচ্ছেন না টারভেট।
১ কোটি ৬৬ লাখ টাকা না পেলেও কিছুটা তো পাবেন টারভেট। শিক্ষার্থী অ্যাথলেটদের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের একটি নিয়ম রয়েছে। সেই নিয়মের আওতায় এ বছর ফুরোনোর আগেই ১০ হাজার ডলার পাবেন তিনি। বাংলাদেশি হিসেবে ১২ লাখ ২৭ হাজার টাকা পাচ্ছেন ব্রিটিশ টেনিস তারকা। এই টাকা দিয়ে উইম্বলডনে খেলার খরচ তিনি চালাতে পারবেন।
পুরো টাকা না পাওয়ায় এখন কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন টারভেট। ২১ বছর বয়সী এই ব্রিটিশ বাছাই বলেন, ‘৬০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ড (১ কোটি ১ লাখ টাকা থেকে ১ কোটি ১৮ লাখ টাকা) যে খরচ হয়েছে, সেটা এখন জোগাড় করতে হবে। খরচের পথ বের করতে এখন হয়তো কাউকে ভাড়া করতে হবে আমাকে। এনসিসিএকে (ন্যাশনাল কলেজ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন) এখন খুশি করতে হবে। প্রাইজমানি কিংবা লভ্যাংশ থেকে খরচ বাদ দিলে টাকার অঙ্কটা ১০ হাজার ডলারের কম হয়, সেটা ডিসেম্বরের মধ্যে দেখাতে হবে।’
দ্বিতীয় রাউন্ডে টারভেট খেলবেন কার্লোস আলকারাজের বিপক্ষে। ছেলেদের টেনিস বাছাইয়ের দুই নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন আলকারাজ। কয়েক মাস আগে তিনি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। এবার তিনি নেমেছেন উইম্বলডনে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে। ছন্দে থাকা আলকারাজকে হারাতে বিশেষ চমক দেখাতে হবে টারভেটকে।
গ্র্যান্ড স্লাম ফাইনাল হারের নজির নেই তাঁর। আগের পাঁচবারের পাঁচটিতেই পেয়েছেন শিরোপার দেখা। ষষ্ঠবারে এসেও রেকর্ড অক্ষুণ্ন রাখলেন ইগা শিয়াতেক৷ যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা অ্যানিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে পেলেন উইম্বলডনের নতুন রানির মুকুট।
৪ ঘণ্টা আগে‘২৪ ঘণ্টা আগেও ক্রিকেট নিয়ে ইতালিয়ানদের ধারণা ছিল প্রায় শূন্যের কোটায়। এখন কিছু লোক জানতে শুরু করেছে’—ঠিক এভাবেই বলছিলেন ইতালি ক্রিকেট ফেডারেশনের প্রথম চেয়ারম্যান ও আজীবনের সভাপতি সিমোন গাম্বোনি। ১৫ বছর বয়সে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন, তা পূর্ণতায় রূপ নিয়েছে গতকাল। ইউরোপিয়ান বাছাই থেকে নেদারল্যান্ডস
৪ ঘণ্টা আগেঅধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।
৭ ঘণ্টা আগেপ্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। হয়েছে শুধুই আলোচনা। সিদ্ধান্তে আসতে জাতীয় দল কমিটি চার-পাঁচদিন পর বসবে আবারও। ফর্টিসে আজকের এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প নিয়ে।
৭ ঘণ্টা আগে