ক্রীড়া ডেস্ক
প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন ক্যাসপার রুড। সেটির বিপরীতে অভিজ্ঞ নোভাক জোকোভিচ অভিজ্ঞতার পুরোটা দিয়ে নিজেকে নিংড়ে দিলেন। দ্বিতীয় সেট জিতে নিলেন সহজেই। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিলেন রুড। তবে সেটি টাইব্রেকারে যাওয়ার আগেই জোকোভিচ জিতে যান ৭-৬ (৭-১),৬-৪, ৭-৫ গেমে।
এই এক জয়েই ইতিহাসে নাম লেখালেন জোকোভিচ। ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে। ২২টি করে ট্রফি নিয়ে এত দিন এই রেকর্ডের যৌথ মালিক ছিলেন রাফায়েল নাদালের সঙ্গে তিনি। গতকালের জয়ে নিজের শিরোপাসংখ্যা ২৩-এ উন্নীত করে রেকর্ডটি নিজের করে নিলেন। ফ্রেঞ্চ ওপেনে এটি জোকোভিচের তৃতীয় শিরোপা। এর আগে তিনি রোঁলা গারোয় ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ২০১৬ ও ২০২১ সালে।
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পর আরও এক অনন্য রেকর্ডের হাতছানি ৩৬ বছর বয়সী জোকোভিচের সামনে। ১৯৬৯ সালের পর ছেলেদের টেনিসে কোনো প্রতিযোগীই বছরের চারটি গ্র্যান্ড স্লামের সব কটিই কেউ জিততে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রেঞ্চ ওপেন জিতে এবার সে পথেই এগোচ্ছেন সার্বিয়ান তারকা। বছরের বাকি দুটি গ্র্যান্ড স্লাম উইম্বলডন ও ইউএস ওপেন জিতলেই গড়বেন ‘ক্যালেন্ডার স্লামে’র রেকর্ডও।
প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন ক্যাসপার রুড। সেটির বিপরীতে অভিজ্ঞ নোভাক জোকোভিচ অভিজ্ঞতার পুরোটা দিয়ে নিজেকে নিংড়ে দিলেন। দ্বিতীয় সেট জিতে নিলেন সহজেই। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিলেন রুড। তবে সেটি টাইব্রেকারে যাওয়ার আগেই জোকোভিচ জিতে যান ৭-৬ (৭-১),৬-৪, ৭-৫ গেমে।
এই এক জয়েই ইতিহাসে নাম লেখালেন জোকোভিচ। ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে। ২২টি করে ট্রফি নিয়ে এত দিন এই রেকর্ডের যৌথ মালিক ছিলেন রাফায়েল নাদালের সঙ্গে তিনি। গতকালের জয়ে নিজের শিরোপাসংখ্যা ২৩-এ উন্নীত করে রেকর্ডটি নিজের করে নিলেন। ফ্রেঞ্চ ওপেনে এটি জোকোভিচের তৃতীয় শিরোপা। এর আগে তিনি রোঁলা গারোয় ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ২০১৬ ও ২০২১ সালে।
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পর আরও এক অনন্য রেকর্ডের হাতছানি ৩৬ বছর বয়সী জোকোভিচের সামনে। ১৯৬৯ সালের পর ছেলেদের টেনিসে কোনো প্রতিযোগীই বছরের চারটি গ্র্যান্ড স্লামের সব কটিই কেউ জিততে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রেঞ্চ ওপেন জিতে এবার সে পথেই এগোচ্ছেন সার্বিয়ান তারকা। বছরের বাকি দুটি গ্র্যান্ড স্লাম উইম্বলডন ও ইউএস ওপেন জিতলেই গড়বেন ‘ক্যালেন্ডার স্লামে’র রেকর্ডও।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে