গ্র্যান্ডমাস্টার জিয়াকে হারানোর ৬ মাস
‘এই বেঁচে আছি’–গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্ত্রী লাবণ্যের এই কথার মাঝেই যেন লুকিয়ে অনেক কষ্ট, অনেক হাহাকার। গত ৫ জুলাই দাবা খেলতে খেলতেই না-ফেরার দেশে পাড়ি জমান জিয়া। তাঁর মৃত্যুতে একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য যেন অথই সাগরে পড়েছেন।