টোকিও অলিম্পিকে ইতিহাস গড়া হলো না ১২ বছর বয়সী বিস্ময়কর কিশোরী হেন্ড জাজার। সিরিয়ান এই টেবিল টেনিস তারকা প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন। অলিম্পিকে অভিষেকেই এমন হারের পরও তিনি মনে করেন, তার এই চেষ্টা অন্য শিশুদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তাদের স্বপ্নকে তাড়া করতে।
আজ প্রথম দিনে টেবিল টেনিসের প্রথম রাউন্ডে জাজার প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান লিউ জিয়া। অস্ট্রেলিয়ান এই টেনিস তারকার বিপক্ষে জাজার হার ৪-০ সেটে। ম্যাচ হারের পর জাজা বলেছেন, ‘অভিজ্ঞ প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা খুব কঠিন ছিল। বিশেষ করে অলিম্পিকে এটা আমার প্রথম ম্যাচ ছিল। মানসিকভাবে তাই প্রস্তুত থাকাও আমার জন্য কঠিন ছিল।’ কাজটা কঠিন হলেও জাজা অবশ্য জানিয়েছেন, তিনি তার মানসিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ছিলেন।
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় জাজা বেড়ে উঠেছেন গৃহযুদ্ধের মতো প্রতিকূল পরিবেশে। দেশটিতে সব সময় যুদ্ধের দামামা বাজলেও ১২ বছরের এই কিশোরী চালিয়ে গেছেন টেবিল টেনিস খেলা। চার ভাইয়ের একমাত্র ছোট বোন জাজা নিজের লক্ষ্যে প্রতি অবিচল ছিলেন।
অনেক কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে শত বাধা পেরিয়ে জাজা এসেছিলেন এবারের টোকিও অলিম্পিকে। তবে পদকের লড়াইয়ে বেশি দূর আর এগোতে পারলেন না। প্রথম রাউন্ডে হারের পর জাজা তাঁর মতো যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছেন তাঁদের প্রতি বার্তা দিয়েছেন এভাবে, ‘স্বপ্ন পূরণে নিজের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও। প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় না নিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাও। তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে।’
টোকিও অলিম্পিকে ইতিহাস গড়া হলো না ১২ বছর বয়সী বিস্ময়কর কিশোরী হেন্ড জাজার। সিরিয়ান এই টেবিল টেনিস তারকা প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন। অলিম্পিকে অভিষেকেই এমন হারের পরও তিনি মনে করেন, তার এই চেষ্টা অন্য শিশুদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তাদের স্বপ্নকে তাড়া করতে।
আজ প্রথম দিনে টেবিল টেনিসের প্রথম রাউন্ডে জাজার প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান লিউ জিয়া। অস্ট্রেলিয়ান এই টেনিস তারকার বিপক্ষে জাজার হার ৪-০ সেটে। ম্যাচ হারের পর জাজা বলেছেন, ‘অভিজ্ঞ প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা খুব কঠিন ছিল। বিশেষ করে অলিম্পিকে এটা আমার প্রথম ম্যাচ ছিল। মানসিকভাবে তাই প্রস্তুত থাকাও আমার জন্য কঠিন ছিল।’ কাজটা কঠিন হলেও জাজা অবশ্য জানিয়েছেন, তিনি তার মানসিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ছিলেন।
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় জাজা বেড়ে উঠেছেন গৃহযুদ্ধের মতো প্রতিকূল পরিবেশে। দেশটিতে সব সময় যুদ্ধের দামামা বাজলেও ১২ বছরের এই কিশোরী চালিয়ে গেছেন টেবিল টেনিস খেলা। চার ভাইয়ের একমাত্র ছোট বোন জাজা নিজের লক্ষ্যে প্রতি অবিচল ছিলেন।
অনেক কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে শত বাধা পেরিয়ে জাজা এসেছিলেন এবারের টোকিও অলিম্পিকে। তবে পদকের লড়াইয়ে বেশি দূর আর এগোতে পারলেন না। প্রথম রাউন্ডে হারের পর জাজা তাঁর মতো যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছেন তাঁদের প্রতি বার্তা দিয়েছেন এভাবে, ‘স্বপ্ন পূরণে নিজের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও। প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় না নিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাও। তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে।’
সিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
৬ মিনিট আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
১ ঘণ্টা আগেম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
১ ঘণ্টা আগেসিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
২ ঘণ্টা আগে