কমনওয়েলথে এখন পর্যন্ত ১৪টি সোনা জিতেছে ভারত। এর মধ্যে ৫ টি সোনার তিনটি এসেছে ভারোত্তলন থেকে। এবার ভারোত্তলনেই বিতর্কে জড়িয়েছে ভারতীয় ভারোত্তোলক পুনম যাদব। নারীদের ৭৬ কেজি বিভাগে পুনমের ইভেন্টের পরই বিতর্কের শুরু। তার বিরুদ্ধে চোট লুকানোর অভিযোগ তুলেছেন ভারতের ভারোত্তোলক সংস্থার সভাপতি সহদেব যাদব।
সহদেব মনে করেন পুনমের চোট লুকানোই একটি পদক হাতছাড়া হয়েছে। পুনম অবশ্য তার বিরুদ্ধে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে। স্ন্যাচে তৃতীয় প্রয়াসে ৯৮ কেজি তুলে রুপা জেতার সুযোগ তৈরি করেছিলেন পুনম। তবে ক্লিন অ্যান্ড জার্কে তাঁর তিনটি চেষ্টায় ব্যর্থ হয়েছে।
এরপরই ভারোত্তোলক সংস্থার প্রধান বলেন, চোট নিয়ে কমনওয়েলথে খেলতে এসেছিলেন পুনম, ‘একটা নিশ্চিত পদক হাতছাড়া হলো। একটি সুযোগ হারালাম। এ জন্যই আমরা ওর(পুনমের) নাম প্রথম তালিকায় রাখিনি। নিজেকে ফিট বলে ও দলে এসেছে । ডাক্তারের ফিটনেস শংসাপত্রও দেখিয়েছে। এত দেরিতে দলে যোগ দিয়েছিল যে পরে ওর নাম বাদও দিতে পারিনি।’
সহদেব পরিষ্কার করেছেন কেন তার কাছে মনে হয়েছে পুনম চোট লুকিয়েছে। তিনি বলেন, ‘ওর লিফটগুলো দেখলেই বোঝা যায় , ক্লিন অ্যান্ড জার্কের সময় পুরো শক্তি দিয়ে তুলছিল না ও। কারণ পুরো শক্তি দিতে গেলে হাঁটু বেঁকে যাবেই। সেটা হয়নি। পরিষ্কার বোঝা গিয়েছে ও শতভাগ ফিট নয় সে।’ পুনম অবশ্য অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি পুরোপুরি ফিট ছিলাম। চোট যে কোনো খেলোয়াড়েরই জীবনের অংশ। আমারও চোট লেগেছে। ভাগ্য খারাপ বলে জিততে পারিনি।’।
কমনওয়েলথে এখন পর্যন্ত ১৪টি সোনা জিতেছে ভারত। এর মধ্যে ৫ টি সোনার তিনটি এসেছে ভারোত্তলন থেকে। এবার ভারোত্তলনেই বিতর্কে জড়িয়েছে ভারতীয় ভারোত্তোলক পুনম যাদব। নারীদের ৭৬ কেজি বিভাগে পুনমের ইভেন্টের পরই বিতর্কের শুরু। তার বিরুদ্ধে চোট লুকানোর অভিযোগ তুলেছেন ভারতের ভারোত্তোলক সংস্থার সভাপতি সহদেব যাদব।
সহদেব মনে করেন পুনমের চোট লুকানোই একটি পদক হাতছাড়া হয়েছে। পুনম অবশ্য তার বিরুদ্ধে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে। স্ন্যাচে তৃতীয় প্রয়াসে ৯৮ কেজি তুলে রুপা জেতার সুযোগ তৈরি করেছিলেন পুনম। তবে ক্লিন অ্যান্ড জার্কে তাঁর তিনটি চেষ্টায় ব্যর্থ হয়েছে।
এরপরই ভারোত্তোলক সংস্থার প্রধান বলেন, চোট নিয়ে কমনওয়েলথে খেলতে এসেছিলেন পুনম, ‘একটা নিশ্চিত পদক হাতছাড়া হলো। একটি সুযোগ হারালাম। এ জন্যই আমরা ওর(পুনমের) নাম প্রথম তালিকায় রাখিনি। নিজেকে ফিট বলে ও দলে এসেছে । ডাক্তারের ফিটনেস শংসাপত্রও দেখিয়েছে। এত দেরিতে দলে যোগ দিয়েছিল যে পরে ওর নাম বাদও দিতে পারিনি।’
সহদেব পরিষ্কার করেছেন কেন তার কাছে মনে হয়েছে পুনম চোট লুকিয়েছে। তিনি বলেন, ‘ওর লিফটগুলো দেখলেই বোঝা যায় , ক্লিন অ্যান্ড জার্কের সময় পুরো শক্তি দিয়ে তুলছিল না ও। কারণ পুরো শক্তি দিতে গেলে হাঁটু বেঁকে যাবেই। সেটা হয়নি। পরিষ্কার বোঝা গিয়েছে ও শতভাগ ফিট নয় সে।’ পুনম অবশ্য অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি পুরোপুরি ফিট ছিলাম। চোট যে কোনো খেলোয়াড়েরই জীবনের অংশ। আমারও চোট লেগেছে। ভাগ্য খারাপ বলে জিততে পারিনি।’।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
৩ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী
৭ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে