Ajker Patrika

টিটি খেলোয়াড়কে চড় মেরেছেন সহসভাপতি!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২১: ২৬
টিটি খেলোয়াড়কে চড় মেরেছেন সহসভাপতি!

এশিয়ান টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে খেলতে আগামী পরশু দক্ষিণ কোরিয়া যাবে আট সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস দল। টেবিল টেনিস খেলোয়াড় সমিতির খেলোয়াড়েরা আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে এসেছে টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীরের স্বজনপ্রীতি আর অনিয়মের অভিযোগ। 

টেবিল টেনিস খেলোয়াড় সমিতির খেলোয়াড়েরা একের পর এক অভিযোগের জানাতে জানাতে শেষ দিকে তুললেন গুরুতর এক অভিযোগ। অন্তু হোসেন জয় নামের এক খেলোয়াড় দাবি করলেন, জাতীয় চ্যাম্পিয়নশিপে ম্যাচ জিততে না পারায় তার গায়ে হাত তুলেছিলেন সহসভাপতি খন্দকার হাসান মুনীর!

অন্তু হোসেন জয়ের দাবি, গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে অ্যাজাক্সের হয়ে খেলার সময় উত্তরা টেবিল টেনিস ক্লাবের বিপক্ষে হেরে যাওয়ায় তাঁকে সবার সামনে চড় মেরেছিলেন হাসান মুনীর। সেই ঘটনার জেরে চুক্তির ২ লাখ টাকা থেকে ২০ হাজার টাকা কমও পেয়েছিলেন বলে দাবি জয়ের। সেই ঘটনার এক বছর পর কেন গণমাধ্যমকে জানাচ্ছেন, সেই প্রশ্নে জয়ের বক্তব্য, ‘কথা বললেই ভয় লাগে যে কখন সাসপেন্ড করে দেয়। আমার ক্যারিয়ার মাত্র শুরু।’ 

বর্তমান-সাবেক খেলোয়াড়দের অসংখ্য অভিযোগ হাসান মুনীরের বিরুদ্ধে। ‘চড়’ মারার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেটি অস্বীকার করেছেন হাসান মুনীর। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘এটা আদরের ছলেই বলা হয়েছিল। আমি শুধু তাঁকে বলেছিলাম, এই তুই এটা কী করলি? যে খেলোয়াড় অভিযোগ করেছে, তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো ছিল, বলব এখনো (ভালো) আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাকে’ জুলাই ফাউন্ডেশনে পাইপ দিয়ে মারধর, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

এবার দলগুলো পেল চূড়ান্ত জুলাই সনদ ও স্বাক্ষরের আমন্ত্রণপত্র

সেনা কর্মকর্তাদের জন্য ‘সাবজেল’ ঘোষণার যৌক্তিকতা কী, টিআইবির প্রশ্ন

ভাবিকে হত্যার ১০ বছর পরে ভাতিজিকে পিটিয়ে হত্যা করলেন হাবিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত