নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে খেলতে আগামী পরশু দক্ষিণ কোরিয়া যাবে আট সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস দল। টেবিল টেনিস খেলোয়াড় সমিতির খেলোয়াড়েরা আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে এসেছে টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীরের স্বজনপ্রীতি আর অনিয়মের অভিযোগ।
টেবিল টেনিস খেলোয়াড় সমিতির খেলোয়াড়েরা একের পর এক অভিযোগের জানাতে জানাতে শেষ দিকে তুললেন গুরুতর এক অভিযোগ। অন্তু হোসেন জয় নামের এক খেলোয়াড় দাবি করলেন, জাতীয় চ্যাম্পিয়নশিপে ম্যাচ জিততে না পারায় তার গায়ে হাত তুলেছিলেন সহসভাপতি খন্দকার হাসান মুনীর!
অন্তু হোসেন জয়ের দাবি, গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে অ্যাজাক্সের হয়ে খেলার সময় উত্তরা টেবিল টেনিস ক্লাবের বিপক্ষে হেরে যাওয়ায় তাঁকে সবার সামনে চড় মেরেছিলেন হাসান মুনীর। সেই ঘটনার জেরে চুক্তির ২ লাখ টাকা থেকে ২০ হাজার টাকা কমও পেয়েছিলেন বলে দাবি জয়ের। সেই ঘটনার এক বছর পর কেন গণমাধ্যমকে জানাচ্ছেন, সেই প্রশ্নে জয়ের বক্তব্য, ‘কথা বললেই ভয় লাগে যে কখন সাসপেন্ড করে দেয়। আমার ক্যারিয়ার মাত্র শুরু।’
বর্তমান-সাবেক খেলোয়াড়দের অসংখ্য অভিযোগ হাসান মুনীরের বিরুদ্ধে। ‘চড়’ মারার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেটি অস্বীকার করেছেন হাসান মুনীর। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘এটা আদরের ছলেই বলা হয়েছিল। আমি শুধু তাঁকে বলেছিলাম, এই তুই এটা কী করলি? যে খেলোয়াড় অভিযোগ করেছে, তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো ছিল, বলব এখনো (ভালো) আছে।’
এশিয়ান টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে খেলতে আগামী পরশু দক্ষিণ কোরিয়া যাবে আট সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস দল। টেবিল টেনিস খেলোয়াড় সমিতির খেলোয়াড়েরা আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে এসেছে টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীরের স্বজনপ্রীতি আর অনিয়মের অভিযোগ।
টেবিল টেনিস খেলোয়াড় সমিতির খেলোয়াড়েরা একের পর এক অভিযোগের জানাতে জানাতে শেষ দিকে তুললেন গুরুতর এক অভিযোগ। অন্তু হোসেন জয় নামের এক খেলোয়াড় দাবি করলেন, জাতীয় চ্যাম্পিয়নশিপে ম্যাচ জিততে না পারায় তার গায়ে হাত তুলেছিলেন সহসভাপতি খন্দকার হাসান মুনীর!
অন্তু হোসেন জয়ের দাবি, গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে অ্যাজাক্সের হয়ে খেলার সময় উত্তরা টেবিল টেনিস ক্লাবের বিপক্ষে হেরে যাওয়ায় তাঁকে সবার সামনে চড় মেরেছিলেন হাসান মুনীর। সেই ঘটনার জেরে চুক্তির ২ লাখ টাকা থেকে ২০ হাজার টাকা কমও পেয়েছিলেন বলে দাবি জয়ের। সেই ঘটনার এক বছর পর কেন গণমাধ্যমকে জানাচ্ছেন, সেই প্রশ্নে জয়ের বক্তব্য, ‘কথা বললেই ভয় লাগে যে কখন সাসপেন্ড করে দেয়। আমার ক্যারিয়ার মাত্র শুরু।’
বর্তমান-সাবেক খেলোয়াড়দের অসংখ্য অভিযোগ হাসান মুনীরের বিরুদ্ধে। ‘চড়’ মারার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেটি অস্বীকার করেছেন হাসান মুনীর। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘এটা আদরের ছলেই বলা হয়েছিল। আমি শুধু তাঁকে বলেছিলাম, এই তুই এটা কী করলি? যে খেলোয়াড় অভিযোগ করেছে, তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো ছিল, বলব এখনো (ভালো) আছে।’
প্রথম দুই ম্যাচ হেরে ধবলধোলাই হওয়ার খুব কাছাকাছি এসে পড়েছিল বাংলাদেশ। এই অবস্থায় করণীয় ছিল একটাই—নিজেদের নিংড়ে দিয়ে খেলা। কিন্তু বাংলাদেশ দলের বাজে এই সিরিজের শেষটাও হলো বাজেভাবে। কাল ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে হেরেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেহংকংয়ের বিপক্ষে আজ একমাত্র গোলটি এসেছে রাকিব হোসেনের পা থেকে। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। দুটো ম্যাচই রাকিবকে শেষ করতে হয়েছে আক্ষেপ নিয়ে। কারণ বাংলাদেশ যে জয়ের স্বাদ পায়নি।
৮ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করছে সুইডেন। সেই বাজে সময়কে আরও দীর্ঘ করে সবশেষ ম্যাচে কসোভোর কাছে ১–০ গোলে হেরেছে সুইডিশরা। এই হারে কপাল পুড়ল দলটির প্রধান কোচ ইয়ন ডাল টমাসনের।
৯ ঘণ্টা আগেরাকিব হোসেন গোল পেয়েই যাবেন, এমন আভাস মিলছিল। হংকং তখন ১০ জন নিয়ে খেলছে। বাংলাদেশের আক্রমণের সামনে কোনোভাবে দাঁড়াতে পারছিল না হংকং। একের পর এক চাপে শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের রক্ষণ। ৮৫ মিনিটে ফাহামিদুল ইসলামের অ্যাসিস্ট থেকে বল জালে ফেলতে আর কোনো ভুল করেননি রাকিব। বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে ফাহামিদুলক
৯ ঘণ্টা আগে