নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইনালের নিষ্পত্তি হলো শেষ মিনিটে গিয়ে। ঢাকা টুয়েলভ ও টেকনো মিডিয়ার ফল তখন পর্যন্ত ২২-২২। খেলার যখন ৬ সেকেন্ড বাকি, তখন টেকনোকে চমকে দিয়ে শেষ সময়ে ঢাকাকে এক পয়েন্ট এনে দিলেন দলের আইকন খেলোয়াড় রাত্রি আক্তার। ২৩ পয়েন্টে প্রথম করপোরেট মহিলা কাবাডি লিগের চ্যাম্পিয়ন ঢাকা টুয়েলভ।
ছয় দল নিয়ে প্রথম করপোরেট নারী লিগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ২২ জানুয়ারি। দুই লেগের টুর্নামেন্ট শুরু হয়েছিল আরও আগে। তবে টুর্নামেন্টকে ঘিরে তোড়জোড় প্রস্তুতিটা শুরু হয়েছিল আরও তিন মাস আগে। সারা দেশের বাছাই করা ১০০ নারীকে নিয়ে শুরু হয়েছিল আবাসিক ক্যাম্প। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এসব খেলোয়াড়কে ছয় দলে ভাগ করে শুরু হয় প্রথম করপোরেট নারী লিগ।
টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো স্টেডিয়ামে এসে দেখেছেন বাংলাদেশ কাবাডি জাতীয় দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াত। আজ জাতীয় কাবাডি স্টেডিয়ামের ফাইনালে তরুণ একঝাঁক খেলোয়াড়ের হাড্ডাহাড্ডি লড়াই দেখে আশা ভরা কণ্ঠে বললেন, ‘অল্প বয়সী এই মেয়েগুলো কী দারুণ এক লড়াই উপহারই না দিল। প্রায় সবগুলো ম্যাচই রোমাঞ্চ ছড়িয়েছে। এই মেয়েদের লম্বা সময় ক্যাম্পে রাখতে হবে। সেটা সম্ভব হলে আমি লিখে দিতে পারি, এবারের এশিয়া কাপে না হলেও ২০২৬ এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা পদক জিতবেই।’
নারী কাবাডিতে আগে খেলোয়াড়দের জন্য আনসার ও পুলিশ দলের ওপর নির্ভর করতে হতো জাতীয় দলকে। করপোরেট লিগের মাধ্যমে এখন প্রতি পজিশনে দুই থেকে তিনজন মানসম্মত খেলোয়াড় তৈরি হবে বলে জানালেন শিরোপাজয়ী ঢাকা টুয়েলভের কোচ বজলুর রশীদ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নিয়ে দীর্ঘ অনুশীলন চাইলেন তিনিও। সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিক বৃদ্ধির দাবিও এসেছে তাঁর পক্ষ থেকে, ‘একজন কোচ হিসেবে চাইব এই মেয়েদের পারিশ্রমিকটা যেন বাড়িয়ে দেওয়া হয়। তাতে মেয়েরা কাবাডিতে আসতে উৎসাহী হবে।’
উপভোগ্য ফাইনালে ঢাকার শিরোপা এসেছে অধিনায়ক রেখা আক্তারের হাত ছুঁয়ে। অথচ একটা সময় শিরোপার আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি। বললেন, ‘ম্যাচের শেষ দিকে আমাদের মনোযোগ ধরে রাখতে পারছিলাম না। আমাদের মধ্যে কিছুটা হতাশাও ভর করেছিল। আমাদের চ্যাম্পিয়ন হতে শেষ রেইড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’ টুর্নামেন্ট খেলে গড়ে ১৫ হাজার টাকার মতো পাচ্ছেন প্রতি খেলোয়াড়। এই পারিশ্রমিকে আপাতত খুশি থাকলেও পরিমাণটা বাড়ানোর আরজি খেলোয়াড়দের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া ঢাকা টুয়েলভের স্মৃতি আক্তার বললেন, ‘আমাদের একটা সরকারি চাকরি হলে খুব ভালো হয়। যখন অন্য মেয়েরা দেখবে কাবাডি খেলে চাকরি, কর্মসংস্থান হয় তখন তারাও খেলতে আগ্রহ পাবে।’
টুর্নামেন্টের সেরা রেইডার হয়েছেন আনজু আরা রাত্রী এবং টেকনো মিডিয়ার রুপালী আক্তার সেরা ক্যাচার হয়েছেন। মেয়েদের প্রথম করপোরেট লিগে তৃতীয় হয়েছে নরসিংদী লিজেন্ডস।
ফাইনালের নিষ্পত্তি হলো শেষ মিনিটে গিয়ে। ঢাকা টুয়েলভ ও টেকনো মিডিয়ার ফল তখন পর্যন্ত ২২-২২। খেলার যখন ৬ সেকেন্ড বাকি, তখন টেকনোকে চমকে দিয়ে শেষ সময়ে ঢাকাকে এক পয়েন্ট এনে দিলেন দলের আইকন খেলোয়াড় রাত্রি আক্তার। ২৩ পয়েন্টে প্রথম করপোরেট মহিলা কাবাডি লিগের চ্যাম্পিয়ন ঢাকা টুয়েলভ।
ছয় দল নিয়ে প্রথম করপোরেট নারী লিগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ২২ জানুয়ারি। দুই লেগের টুর্নামেন্ট শুরু হয়েছিল আরও আগে। তবে টুর্নামেন্টকে ঘিরে তোড়জোড় প্রস্তুতিটা শুরু হয়েছিল আরও তিন মাস আগে। সারা দেশের বাছাই করা ১০০ নারীকে নিয়ে শুরু হয়েছিল আবাসিক ক্যাম্প। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এসব খেলোয়াড়কে ছয় দলে ভাগ করে শুরু হয় প্রথম করপোরেট নারী লিগ।
টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো স্টেডিয়ামে এসে দেখেছেন বাংলাদেশ কাবাডি জাতীয় দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াত। আজ জাতীয় কাবাডি স্টেডিয়ামের ফাইনালে তরুণ একঝাঁক খেলোয়াড়ের হাড্ডাহাড্ডি লড়াই দেখে আশা ভরা কণ্ঠে বললেন, ‘অল্প বয়সী এই মেয়েগুলো কী দারুণ এক লড়াই উপহারই না দিল। প্রায় সবগুলো ম্যাচই রোমাঞ্চ ছড়িয়েছে। এই মেয়েদের লম্বা সময় ক্যাম্পে রাখতে হবে। সেটা সম্ভব হলে আমি লিখে দিতে পারি, এবারের এশিয়া কাপে না হলেও ২০২৬ এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা পদক জিতবেই।’
নারী কাবাডিতে আগে খেলোয়াড়দের জন্য আনসার ও পুলিশ দলের ওপর নির্ভর করতে হতো জাতীয় দলকে। করপোরেট লিগের মাধ্যমে এখন প্রতি পজিশনে দুই থেকে তিনজন মানসম্মত খেলোয়াড় তৈরি হবে বলে জানালেন শিরোপাজয়ী ঢাকা টুয়েলভের কোচ বজলুর রশীদ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নিয়ে দীর্ঘ অনুশীলন চাইলেন তিনিও। সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিক বৃদ্ধির দাবিও এসেছে তাঁর পক্ষ থেকে, ‘একজন কোচ হিসেবে চাইব এই মেয়েদের পারিশ্রমিকটা যেন বাড়িয়ে দেওয়া হয়। তাতে মেয়েরা কাবাডিতে আসতে উৎসাহী হবে।’
উপভোগ্য ফাইনালে ঢাকার শিরোপা এসেছে অধিনায়ক রেখা আক্তারের হাত ছুঁয়ে। অথচ একটা সময় শিরোপার আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি। বললেন, ‘ম্যাচের শেষ দিকে আমাদের মনোযোগ ধরে রাখতে পারছিলাম না। আমাদের মধ্যে কিছুটা হতাশাও ভর করেছিল। আমাদের চ্যাম্পিয়ন হতে শেষ রেইড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’ টুর্নামেন্ট খেলে গড়ে ১৫ হাজার টাকার মতো পাচ্ছেন প্রতি খেলোয়াড়। এই পারিশ্রমিকে আপাতত খুশি থাকলেও পরিমাণটা বাড়ানোর আরজি খেলোয়াড়দের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া ঢাকা টুয়েলভের স্মৃতি আক্তার বললেন, ‘আমাদের একটা সরকারি চাকরি হলে খুব ভালো হয়। যখন অন্য মেয়েরা দেখবে কাবাডি খেলে চাকরি, কর্মসংস্থান হয় তখন তারাও খেলতে আগ্রহ পাবে।’
টুর্নামেন্টের সেরা রেইডার হয়েছেন আনজু আরা রাত্রী এবং টেকনো মিডিয়ার রুপালী আক্তার সেরা ক্যাচার হয়েছেন। মেয়েদের প্রথম করপোরেট লিগে তৃতীয় হয়েছে নরসিংদী লিজেন্ডস।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
৮ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
১০ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
১০ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১১ ঘণ্টা আগে