Ajker Patrika

হঠাৎ ধসে এলোমেলো বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২২৮ রান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৭: ১০
ওয়েস্ট ইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ছবি: আইসিসি
ওয়েস্ট ইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ছবি: আইসিসি

বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সাবলীলভাবে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে বাংলাদেশের ইনিংসে হঠাৎই নামে ধস।

এলসিসিএ গ্রাউন্ডে আজ টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। যা ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে এটা যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এই জুটি ভাঙতেই এলোমেলো হয়ে যায় এশিয়ার দলটি। একটা পর্যায়ে ৪৯ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়েছে তারা। খেই হারানো বাংলাদেশ ২০০ পেরোতে পেরেছে শেষের দিকের জুটিতে। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২২৮ রান।

সুপ্তা-পিংকির রেকর্ড জুটি ভাঙার পরই বাংলাদেশের ইনিংসের ধসের শুরু। ২৮তম ওভারের তৃতীয় বলে পিংকিকে ফিরিয়ে জুটি ভাঙেন আলিয়া অ্যালেইনে। ৭৮ বলে ৪২ রান করেন পিংকি। বাংলাদেশের এই ওপেনার মেরেছেন ৩ চার। একই ওভারের পঞ্চম বলে সুপ্তাকে ফিরিয়েছেন অ্যালেইনে। সুপ্তা ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করেছেন। অ্যালেইনে এরপর ফিরিয়েছেন জ্যোতিকে। বাংলাদেশ অধিনায়ক ১০ বলে করেন ৫ চার। কোনো বাউন্ডারি মারতে পারেননি। অ্যালেইনের তিন উইকেটের মধ্যে পিংকিকে করেছেন কট এন্ড বোল্ড। সুপ্তা, জ্যোতি দুজনেই বোল্ড আউট হয়েছেন।

অ্যালেইনের হঠাৎ আক্রমণে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ৩১.২ ওভারে ৪ উইকেটে ১৪২ রানে পরিণত হয় বাংলাদেশ। দিশেহারা বাংলাদেশ এরপর উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতেই। একটা পর্যায়ে জ্যোতির দলের স্কোর হয়ে যায় ৪৪ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান। নবম উইকেটে এরপর নাহিদা আক্তার ও রাবেয়া খান গড়েন ৩২ বলে ৩১ রানের জুটি। ৩৯ বলে ২৫ রান করে নাহিদা ফিরলেও ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন রাবেয়া। ইনিংসের শেষের তিন বলে অ্যালেইনেকে তিনটি চার মেরেছেন রাবেয়া। ১০ নম্বরে নেমে রাবেয়া ২০ বলে ৫ চারে ২৩ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ ৯ উইকেটে করেছে ২২৭ রান।

সুপ্তার ৬৭ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন পিংকি। ওয়েস্ট ইন্ডিজের অ্যালেইনা ৯ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন ক্যারিবীয় এই পেসার। অ্যাফি ফ্লেচার ও উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস নিয়েছেন দুটি করে উইকেট। চিনিলি হেনরি পেয়েছেন এক উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত