Ajker Patrika

সেলুলয়েডের পর্দায় আসছে টাইগার উডসের জীবনী

ক্রীড়া ডেস্ক    
টাইগার উডস। ছবি: এক্স
টাইগার উডস। ছবি: এক্স

ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে সিনেমা তৈরি নতুন কিছু নয়। মাঠের সফল ও আলোচিত তারকাদের নিয়ে সিনেমা সব দেশেই আছে। সে হিসেবে টাইগার উডসকে নিয়ে সিনেমা তৈরি হবে—এ আর এমন কী! আর তিনি তো গলফের জীবন্ত কিংবদন্তি। জ্যাক নিকলাসের (১৮) পর দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি মেজর জয়ের কৃতিত্ব তাঁর। জিতেছেন সবচেয়ে বেশি ১১ বার পিজিএর বর্ষসেরার খেতাব। তাই তাঁকে নিয়ে সিনেমা হতেই পারে!

তবে টাইগার উডসকে নিয়ে প্রস্তাবিত এ সিনেমার চমক অন্য জায়গায়। এই সিনেমাটির প্রযোজনার আলোচনায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা! কিংবদন্তি গলফার উডসকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা প্রথম জানায় হলিউডভিত্তিক বিনোদন সংবাদমাধ্যম ডেডলাইন। সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী আমাজনের মালিকানাধীন ফিল্ম, টিভি প্রোডাকশন ও বিপণন কোম্পানি Amazon MGM স্টুডিওর প্রক্রিয়াধীন।

এরই মধ্যে স্টুডিওটি কেভিন কুকের বই ‘দ্য টাইগার স্লাম: দ্য ইনসাইড স্টোরি অব দ্য গ্রেটেস্ট গলফ এভার প্লেড’—এর স্বত্ব কিনে নিয়েছে।

২০০০ সালে টাইগার উডস, পিজিএ চ্যাম্পিয়নশিপ, ইউএস ওপেন (গলফ) এবং দ্য ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। পরের বছর আবার জিতেছিলেন মাস্টার্স টুর্নামেন্ট। অর্থাৎ একই সঙ্গে চারটি মেজর গলফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন; গলফের ইতিহাসে এমন কীর্তি শুধু উডসেরই। এটা কীভাবে সম্ভব? এমন প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর দেওয়া আছে, কেভিন কুকের সেই বইয়ে। এই বইয়ের স্বত্ব কেনার অর্থটা খুব পরিষ্কার। ডেডলাইন একধাপ এগিয়ে এ খবরও ফাঁস করেছে, উডসকে নিয়ে সম্ভাব্য সিনেমাটির পরিচালক হচ্ছেন রেইনালদো মার্কাস গ্রিন। এই নির্মাতা তৈরি করেছিলেন ভেনাস ও সেরেনা উইলিয়ামস ও তাঁদের প্রশিক্ষক বাবা রিচার্ড উইলিয়ামসের গল্প নিয়ে সিনেমা ‘কিং রিচার্ড’। ছোট ভেনাস-সেরেনার বাবার ভূমিকায় এই সিনেমায় অভিনয় করেই হলিউড অভিনেতা উইল স্মিথ অস্কার জিতেছিলেন।

তো টাইগার উডসকে নিয়ে নির্মিতব্য সিনেমার প্রযোজনায় কেন বারাক ওমাবা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা? দুজনের হায়ার গ্রাউন্ড নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। অস্কারজয়ী তথ্যচিত্র ‘আমেরিকান ফ্যাক্টরি’ কিংবা নেটফ্লিক্সের জনপ্রিয় থ্রিলার ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ ছাড়াও বেশ কিছু টিভি শো এবং পডকাস্ট প্রযোজনা করেছে এই প্রতিষ্ঠান।

প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে ১৯৯৭ সালে মাস্টার্স জেতেন উডস। কয়েক বছর পর তাঁর চারটি মেজর গলফ টুর্নামেন্টের চারটিতেই চ্যাম্পিয়ন হওয়া, তাঁর এই কৃতিত্বটা ‘টাইগার স্লাম’ নামে পরিচিতি। উডসের এই সাফল্যকে ঘিরে বানানো হবে সিনেমাটি। যেখানে তাঁর নিয়ন্ত্রণহীন ব্যক্তিজীবন, স্ত্রী এলিন নর্ডেগ্রেনের সঙ্গে ছাড়াছাড়ি—এ সবের কিছুই থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত